Fiverr থেকে টাকা উত্তোলন করবেন কিভাবে? Spandada-8

Fiverr পেমেন্ট মেথড:

ফাইভার প্রতি ৫ ডলারে ১ ডলার চার্জ হিসেবে কেটে নিবে অর্থাৎ ৫ ডলার ইনকাম করলে পাওয়া যাবে ৪ ডলার করে। প্রতিটি কাজ

বায়ারের কমপ্লিট ঘোষণা দেয়ার ১৫ দিন পরে টাকা উত্তোলন করা যাবে।

ফাইভার থেকে বাংলাদেশে সাধারণত পাইওনিয়ার কার্ড দ্বারা টাকা উঠানো যায়। পাইওনিয়ার ডেবিটকার্ডের মাধ্যমে ফাইভার

থেকে আয় করা অর্থ সরাসরি এটিএম বুথের মাধ্যমে উঠানো যায়। তাছাড়া ফাইভারে সরাসরি ব্যাংকের এ্যাকাউন্ট যুক্ত করে টাকা

উত্তোলন আপনার সেলার অ্যাকাউন্টে অর্থ জমা হওয়ার পর আপনি ৩ ভাবে টাকা উঠাতে পারেন – Fiverr Revenue Card,

Paypal অথবা Bank Transfer .

Fiverr Revenue Card :

আপনার Fiverr অ্যাকাউন্টে অর্থ জমা হওয়ার পর আপনি Fiverr Revenue Card এর জন্য অ্যাপ্লাই করতে পারেন, এটি হল

Payoneer এর মাস্টার কার্ড। অথবা আপনার যদি আগে থেকেই Payoneer এ অ্যাকাউন্ট থাকে তবে সেই অ্যাকাউন্টকে

Fiverr এ অ্যাড করে নিতে পারেন। যাদের Payoneer অ্যাকাউন্ট নেই, তারা নিচের ঘরে ক্লিক করে ফ্রি Payoneer অ্যাকাউন্ট

খুলে নিতে পারেন।

Fiverr Revenue Card এর মাধ্যমে ন্যূনতম $20 withdraw করা যায় ।

Paypal :

আপনার যদি PayPal অ্যাকাউন্ট থাকে তবে আপনি আপনার Fiverr এর অর্থ সরাসরি আপনার PayPal অ্যাকাউন্টে নিয়ে

নিতপারেন। পেপাল অ্যাকাউন্টে প্রথমবার withdraw করার সময় আপনার PayPal অ্যাকাউন্টটি Fiverr এ অ্যাড করে নিতে হবে।

যেহেতু বাংলাদেশে PayPal নেই, তাই এই পদ্ধতিতে withdraw করতে হলে আপনার পরিচিত কেউ যে অন্য দেশে থাকে তার

PayPal অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন।

Bank Transfer:

Fiverr এ উপার্জিত অর্থ আপনি চাইলে সরাসরি বাংলাদেশের যে কোনো ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারেন। Bank Transfer এর

জন্য Fiverr প্রতি withdraw তে $3 করে চার্জ কাটে।

Bank Transfer এর মাধ্যমে ন্যূনতম $50 withdraw করা যায় ।

Fiverr এর অর্থ উত্তোলন নিয়ে কোনো প্রশ্ন থাকলে সরাসরি করতে পারেন কমেন্টে, সবাই ভালো থাকবেন, Fiverr থেকে অনেক

বেশি উপার্জন করেন। আমার বিশ্বাস আপনি Fiverr থেকে অনেক বেশি আয় করতে পারবেন। লেখা গুলো পড়ে ভালো লাগলে

অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার

যদি কোন মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার

মতামত গুলো পর্যালোচনা করে রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।

ভাল থাকবেন।

Leave a Comment