অনেকেই ফাইভারে কাজ করে থাকেন। কিন্তু ফাইভারের বেসিক নিয়মগুলো জানেন না, তাদের জন্যই আজ আমার এই লেখাটি। যারা ফাইভারে
নতুন তারা ফাইভারের অনেক সাধারণ নিয়ম কানুন না জানার কারণে তেমন একটা সুবিধা করে উঠতে পারেন না। তাই তাদের এই নিয়ম
কানুন গুলো জানা প্রয়োজন। আসুন জেনে নেওয়া যাক:
1.একটি IP একটি মাত্র এ্যাকাউন্ট এর জন্য ব্যবহার করতে হবে। যদি একটি IP থেকে একাধিক এ্যাকাউন্ট ওপেন করা হয় ।তাহলে Fiverr
কমিউনিটি উভয় এ্যাকাউন্ট Restricted করে দিবে। সেটা যেই হউক না কেন ।
2. Fiverr এর মেসেজ অপশনের মাধ্যমে আপনি আপনার কোন প্রকার কন্টাক্ট এড্রেস বায়ারকে দিতে পারবেন না। যদি দিয়ে থাকেন তাহলে
আপনাকে প্রথমবার ওয়ারনিং দিবে। তারপর ও যদি দিয়ে থাকেন। তাহলে আপনার এ্যাকাউন্ট ব্যানড করে দিবে।
3.একটি পেপাল এ্যাকাউন্ট একটি মাত্র এ্যাকাউন্ট এর জন্য ব্যবহার করা হয়ে থাকে।
4. Fiverr.com এর পেমেন্ট মেথড দুইটি: পেপাল এবং পেওনিয়র এ্যাকাউন্ট।
5.Fiverr.com এ সর্বনিম্ন Withdraw পেপাল একাউন্ট এ 4$ ।
আরো জানুন:-
- মাদার তেরেসার বাণী !! Beautiful thoughts and quotes of Mother Teresa!! Simon Pan
- মহাত্মা গান্ধীর চিরন্তন বাণী !! Mahatma Gandhi Quote in Bengali !!
- বুধবারের শুভেচ্ছা। Wednesday quotes in Bengali language.
- রাত ও রাত্রিরের জীবন নিয়ে কিছু সুন্দর উক্তি।(Quotes about Night and Night Life)
- ম্যাচিওরিটি সম্পর্কে কিছু উক্তি|(Bengali Quotes on Maturity)
6. একটি এ্যাকাউন্ট ওপেন করার পর সেই এ্যাকাউন্টটি সেই একই IP দিয়ে চেক করতে হবে। IP পরিবর্তন হলে Fiverr কমিউনিটি আপনার
এ্যাকাউন্টটি ব্যান্ড করবে।
7.আপনি যদি Fiverr এ 10 টি গিগ সেল করেন এবং আপনার যদি ভালো ফিডব্যাক থাকে এবং আপনার একাউন্ট যদি 1 মাস একটিভ
থাকে তাহলে Fiverr কমিউনিটি আপনার একাউন্টটিকে লেভেল #1 এ নিয়ে নিবে। তারা আপনার একাউন্ট এ একটি লেভেল #1 এর ব্যাচ
দিবে।
8.আপনি যদি Fiverr এ 50 টি গিগ সেল করেন এবং আপনার যদি ভালো ফিডব্যাক থাকে এবং আপনার একাউন্ট যদি 2 মাস একটিভ
থাকে তাহলে Fiverr কমিউনিটি আপনার একাউন্টটিকে লেভেল#2 এ নিয়ে নিবে। তারা আপনার একাউন্ট এ একটি লেভেল #2 এর ব্যাচ দিবে।
9. আর আপনি যদি Fiverr এ 250 টি গিগ সেল করে থাকেন এবং আপনার যদি ভালো ফিডব্যাক থেকে থাকে এবং আপনার একাউন্ট যদি 4
মাস একটিভ থাকে তাহলে Fiverr কমিউনিটি আপনার একাউন্টটিকে টপ লেভেল এ নিয়ে নিবে। তারা আপনার একাউন্ট এ একটি টপ লেভেল
এর ব্যাচ দিবে।
10. Fiverr এর লেভেল #1, লেভেল #2, টপ লেভেল এর সুবিধা হচ্ছেঃ প্রচুর কাজ পাওয়া যায়। প্রত্যেকটি কাজের মূল্য অনেক বেশী নির্ধারণ
করে দেওয়া যায়।তাতে করে অনেক আয় করা যায়।
11. যদি কখনও অন্য কোন মডেম ব্যবহার করার দরকার হয়। তাহলে আপনার ফাইবার থেকে সাইট আউট করবেন তারপর ব্রাউজার ক্লিন
করে তারপর আপনার পূর্বের মডেমটি রিমুভ করে তারপর নতুন মডেমটি ইনস্টল দিয়ে তারপর কাজ শেষে আবার অনইনস্টল করে তারপর
ব্রাউজার ক্লিন করে। আবার আগের মডেম ইনস্টল দিয়ে কাজ করবেন।
12. তবে সিঙ্গেল মডেম ব্যবহার করাই ভালো। কোন প্রকার সমস্যা হবে না
আজ এ পর্যন্তই থাক আরেক দিন কিভাবে ফাইভারে অধিক পরিমানে অর্ডার পাওয়া যায় এরকম অনেক গুলো টিপস এন্ড ট্রিকস নিয়ে আলোচনা
করবো। আশা করি লেখাটি আপনাদের Fiverr.com এ কাজ করার জন্য অনেক উপকারে আসবে।
ভাল থাকবেন।