Fiverr এ কাজ করার সুবিধা ও অসুবিধা গুলো কি কি? Spandada-10

Fiverr এ কাজ করার সুবিধাগুলো কি কি?

ফাইভারে আপনি দেখবেন কিছু এমন সুবিধা আছে যা অন্যান্য মার্কেটপ্লেসে পাবেন না।  কারন আপনি এখানে অল্প পরিশ্রম করে আয় করতে পারেন

অনেক ডলার। ফাইভারের সুবিধা সমূহ নিম্নে আলোচনা করা হলো:

১) ফাইভার মার্কেটপ্লেসে যারা নতুন তাদের কাজ করা উচিত। কারণ এখানে নতুনরা খুব সহজেই কাজ পাবেন।

৩)  আপনি যদি ফাইভারে ১০টি গিগ সেল করতে পারেন। এবং ফিডব্যাক হয় এবং একাউন্ট যদি ১ মাস একটিভ থাকে। তাহলে লেভেল ১ এ

যাওয়া যাবে। এক্ষেত্রে ফাইভার কতৃপক্ষ একাউন্ট এ একটি লেভেল ১ এর ব্যাচ দিবে। যা আপনার কাজের জন্য ভালো দিক হতে পারে।

৫) ভাল কিওয়ার্ড দিয়ে গিগ তৈরি করতে পারলে দিনে অনেক ডলার আয় করা যায়।

২) আপনি এখানে ক্রিয়েটিভ কিছু কাজ পাওয়া পাবেন, যা অন্যান্য মার্কেটপ্লেসে পাওয়া যায় না।

৪) ফাইভারে দিনে অল্প সময় দিতে পারলেই চলবে। সারাদিন ফাইভারে থাকার দরকার নেই।

 Fiverr এ কাজ করার অসুবিধাগুলো কি কি?

ফাইভারে কাজ করার কিছু অসুবিধা ও আছে। সে বিষয়ে আলোচনা করা হলো:-

১) ফাইভারে এত গিগের ভিতর গ্রাহক কিভাবে আমার গিগ খুঁজে পাবে, এজন্য একটু আলাদা মার্কেটিং করতে হবে।

২) ফাইভারে কাজ করতে হলে আপনাকে অনেক ধৈর্য ধরে কাজ করতে হবে। কারণ প্রথম দিকে গিগ খুব কম সেল হবে।

৩) ফাইভার মার্কেটপ্লেস এর সবচেয়ে বড় ধরনের সমস্যা হচ্ছে এটি একটি খুবই সেনসেটিভ মার্কেটপ্লেস। খুব অল্প সমস্যার কারনে এরা একাউন্টটি

যে কোন মুহুর্তে ডিলিট করে দিতে পারে তবে একাউন্ট এ কোন ব্যালেন্স থাকলে এরা সেটা ৪৫ দিন পর ফেরত দিয়ে দিবে।

তাহলে এখানে কাজ করতে হলে আপনাকে খুব সাবধানে কাজ করতে হবে। যেন আপনার সুনাম থাকে।

পরিশেষে: লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য।

তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো

পর্যালোচনা করে রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।

ভাল থাকবেন।

Leave a Comment