Fiveer গিগের Impressions,Views এবং Clicks এর দ্বারা কি বোঝায়? Spandada-7

Fiverr এ My Gigs এ গেলে দেখবেন আপনার গিগগুলার কিছু অ্যানালাইটিক ডাটা দেখাবে, যার মধ্যে থাকে Impressions, Clicks, Views,

Orders, Cancellations । একটা গিগের জন্য এই ডাটাগুলো খুব গুরুত্বপূর্ণ। এই ডাটাগুলো মূলত শেষ ৩০ দিনে আপনার গিগের ডাটা, এগুলো

রেগুলারলি অটো আপডেট হয়।

Impressions :

কেউ যখন Fiverr এ কোনো গিগ খোঁজার জন্য সার্চ দেয় তখন আপনার গিগটি সেই সার্চ রেজাল্টে কতবার দেখিয়েছে সেটাই হল Impression.

এখানে যেই সংখ্যাটা দেখানো হয় সেটা হল শেষ ৩০ দিনে সার্চ রেজাল্টে আপনার গিগটিকে কয়বার দেখানো হয়েছে। আপনার গিগের ইম্প্রেশন

বেশি হলে বুঝবেন যে সার্চ রেজাল্টে আপনার গিগটি বারবার দেখানো হচ্ছে। স্বাভাবিক ভাবেই বোঝা যায় যে আপনার গিগ যদি কোনো ভালো

কিওয়ার্ডের জন্য সার্চ রেজাল্টে প্রথমে থাকে তাহলে গিগের Impressions বেশি হবে। আপনার গিগ যদি ফিচার করা হয় বা ক্যাটাগরির

হোমপেইজে দেখানো হয় তাহলে সেইগুলোও Impressions হিসেবে কাউন্ট করা হবে।

Clicks :

আপনার গিগটি সার্চ রেজাল্টে দেখার পর সেই রেজাল্টে কতজন ক্লিক করছে সেটা হল clicks. কোনো বায়ার আপনার গিগে ক্লিক করার মানে

হল সে আপনার গিগটি কিনতে আগ্রহী। তাই clicks খুব ইম্পোর্ট্যান্ট। Click যত বেশি হবে, আপনার গিগ সেল হওয়ার সম্ভাবনা তত বাড়বে।

আমাকে মাঝে মাঝে অনেকেই প্রশ্ন করে, গিগের Impressions অনেক, কিন্তু clicks নেই, কি করব। এটার মানে হল, সার্চ রেজাল্টে আপনার

গিগটা দেখার পর বায়ার আর ক্লিক করছে না, কারণ আপনার গিগের টাইটেল এবং পোর্টফোলিও ইমেজটি দেখে বায়ার ক্লিক করার আগ্রহ পাচ্ছে না।

এক্ষেত্রে আপনার গিগের টাইটেল এবং পোর্টফোলিও ইমেজটিকে বদল করেন, আপনার গিগ রিলেটেড গিগ যাদের আছে, সেগুলো থেকে ধারণা নিতে

পারেন, কিন্তু কখনোই কপি পেষ্ট করবেন না।

Views :

একটা গিগে অনেকগুলো পেইজ থাকে, যেমন Overview, Compare Packages, Descriptions, Reviews । বায়ার গিগ কেনার আগে এই

পেইজগুলো দেখবে এটাই স্বাভাবিক। একজন বায়ার আপনার গিগে ক্লিক করার পর গিগের কয়টা পেইজ দেখলো সেটা হল Views। এখানে শেষ ৩০

দিনে আপনার গিগের কয়টা পেইজ ক্লায়েন্টরা দেখেছে সেটা দেখায়।

Orders:

আপনার গিগটি শেষ ৩০ দিনে কয়টা সেল হয়েছে এটা এখানে দেখায়। গিগের Impressions, Clicks আর Views যত বেশি হয় গিগ সেল

হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে।

Cancellations:

অনেক সময় বিভিন্ন কারনে আপনার অর্ডার Cancel হতে পারে। আপনার গিগ শেষ ৩০ দিনে যতগুলো অর্ডার পেয়েছে তার কত শতাংশ

Cancel হয়েছে সেটা এখানে দেখায়। আপনার গিগের Cancellations যত কম হবে ততই ভালো।

এখানে মোটামোটিভাবে Impressions, Clicks, Views, Order আর Cancellations বিষয়ে ধারণা দেয়ার চেষ্টা করেছি। আশা করি

আপনাদের বুঝতে কোন প্রকার অসুবিধা হয় নি।

পরিশেষে: লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য।

তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো

পর্যালোচনা করে রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।

ভাল থাকবেন।

Leave a Comment