আজকাল সময়ের বহুল প্রচলিত সামাজিক আন্ত:যোগাযোগ মাধ্যম গুলোর মধ্যে Facebook একটি
অন্যতম প্লাটফর্ম । এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই নিজেদের মধ্যে ম্যাসেজিং, ছবি ও ব্যক্তিগত তথ্য
আদান প্রদান এবং বিভিন্ন পোস্ট শেয়ার করতে পারেন। সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ সৃজনশীল
ব্যবহারকারীদের জন্য YouTube Monetization এর মতো Facebook Video
Monetization করে আয় করার সুযোগ তৈরি করে দিয়েছে। ফেসবুক তাদের পাইলট প্রজেক্ট হিসেবে
বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও Facebook Video Monetization সিস্টেমটি চালু
করেছে। এখানে আমরা কিভাবে Facebook Video Monetization এর মাধ্যমে আয় করা যায়
তথা কোন কোন ভিডিও গুলো মনিটাইজ করা যাবে সে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব।
আরো জানুন:- ব্যাকরণগত কি? সে সর্ম্পকে আলোচনা ।
১. Facebook Instant Articles এর মাধ্যমে ও কিভাবে আয় করবেন তার জন্য এই পোষ্টটি আগে দেখে নিতে পারেন।
২. আপনার একটি ওয়েবসাইটের কন্টেন্ট ফেসবুক এ শেয়ার করে আয় করতে পারবেন।
৩.ফেসবুক থেকে Video Monetize করার মাধ্যমে আয় করতে হলে অবশ্যই আপনার একটি ফেসবুক পেইজ থাকতে হবে।
৪. এক্ষেত্রে ফেসবুক পেইজ ছাড়া অন্য কোন ফেসবুক প্রোফাইল কিংবা ফেসবুক গ্রুপে এই সিস্টেমটি চালু করা যাবে না। শুধুমাত্র ফেসবুক পেইজেই এই সিস্টেমটি চালু করা যাবে।
আরো জানুন: ব্যাকরণগত প্রিমিয়াম পর্যালোচনা ২019
৫. যে পেইজটিতে মনিটাইজ অন করতে চান সেই পেইজে আপলোডকৃত ভিডিও গুলোর ডিউরেশন যদি ৩ মিনিটের কম হয় তাহলে তা মনিটাইজের জন্য গ্রহণীয় হবে না।
৬. নির্দিষ্ট Facebook পেইজটিতে আপলোডকৃত সব গুলো ভিডিও মিলিয়ে সর্বশেষ ষাট দিনে সর্বমোট ভিউয়ার সংখ্যা কমপক্ষে ৩০ হাজার হতে হবে।
৭. পেইজটিতে কপি পেস্ট কোন ভিডিও পোস্ট করা থাকলে মনিটাইজেশন অন করতে পারবেন না। তাই কপি পেস্ট কোন ভিডিও গ্রহণযোগ্য নয়।
৮. প্রত্যেক ভিউয়ারকে অবশ্যই আপনার ভিডিও গুলো কমপক্ষে ১ মিনিট করে দেখতে হবে। ভিডিও’র ১ মিনিটের কম হয়ে থাকলে পেইজের মনিটাইজেশন অন হবে না।
আরো জানুন: ওয়ার্ডপ্রেস কি? কিভাবে বেস্ট ওয়ার্ডপ্রেস ফ্রেন্ডলি হোস্টিং সার্ভিস নির্বাচন করবেন?
ফেসবুক পেইজে Video Monetize করার জন্য উপরের র্শত গুলো অবশ্যই পূরণ করতে হবে।
লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার
সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে
অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে
রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
ভাল থাকবেন।
- আশা নিয়ে বিখ্যাত উক্তি।Best Bengali Quotes on Hope ।
- Bengali Lines & Captions about Hope. আশা নিয়ে কিছু কথা ।
- জীবন নিয়ে কিছু বাণী *Bengali Life Quotes*
- শাড়ি নিয়ে ইনস্টাগ্রাম ক্যাপশন।(Bengali Quotes and captions about Saree).
- 100+ Bengali Smile Quotes and Captions. (বাংলা হাসি নিয়ে উক্তি ও ইনস্টাগ্রাম ক্যাপশন।)