অনেকেই জিজ্ঞাসা করে facebook এর মাধ্যমে কিভাবে টাকা আয় করা যায়, কিন্তু ভাল ভাবে না
জানার কারনে অনেকেই বিষয়টি ঘোলাটে করে ফেলান, তবে অনেকে অভিজ্ঞরা আছেন যারা নিয়মত
এই কাজ করে যাচ্ছেন এবং খুব ভাল আয় অরে যাচ্ছেন, আজ আমি সংক্ষেপে বলবো কি কি উপায়ে
ফেসবুক থেকে আয় করতে পারবেন।
প্রথমেই বলে রাখি facebook এর কাজ গুলো অনেক সহজ এবং যে কেউ খুব অল্প সময়ের মধ্যে করতে
পারে তাই দিন দিন এর চাহিদা খুব বাড়ছে…
১। facebook কে প্রতিনিয়তই আপনারা লাইক মারতে থাকেন আপনার বন্ধুর পোষ্ট, ছবি, ওয়াল
স্টাটাস এবং অন্য কিছু ঠিক একই ভাবে একটি লাইক মেরে আপনিও আয় করতে পারেন বিভিন্ন ফ্যান
পেইজ, ব্র্যান্ড পেইজে,

২। ছবিতে কমেন্ট করে, লাইক করে আয় করতে পারেন।
৩। বিভিন্ন প্রতিযোগিতায় প্রতিযোগীদের জন্যে ভোট দিয়ে আয় করতে পারেন।
৪। বিভিন্ন ইভেন্টে আপনার ফ্রেন্ডদের ইনভাইট করে এবং জয়েন করে আয় করতে পারেন।
৫। এপ্লিকেশন ব্যবহার করে আয় করা যায়।
৬। গেইম খেলে আয় করতে পারবেন।
৭। বিভিন্ন গ্রুপে পোষ্ট করে আয় করতে পারবেন।
৮। পোষ্ট রিপ্লেই করে আয় করা যায়।
আরো অনেক ভাবে আপনি আয় করতে পারেন ফেসবুক থেকে।তাই বন্ধুরা ফেসবুকে অযথা সময় নষ্ট না
করে। আসুন আয় করা শুরু করি আমাদের প্রিয় ফেসবুক সাইট থেকে।
ভাল থাকবেন।।