কাজে জায়গায় উপষ্থিত না থেকে যে টাকা আয় করা যায় ।তাকে মূলত প্যাসিভ ইনকাম বলা হয় । এটা আমার কাছে টাকা আয় করার সেরা পথ বলে মনে হয় । আপনার দৃষ্টিতে কি মনে হয় ।আপনি অনেক আগে কাজ সম্পূর্ণ করে রেখেছেন এখন সেখান আয় করছেন আর খরচ করছেন নিজের ইচ্ছে মত।
অবশ্য প্যাসিভ ইনকাম করতে হলে প্রথমে আপনাকে একটি ওয়েব সাইট ক্রয় করতে হবে। তারপর কাজ করতে হবে। প্রথম অবষ্থায় একটু পরিশ্রম করলেই হবে । যার ফল আপনি ভাল পাবেন নিজেকে কিভাবে প্যাসিভ ইনকামের পথে আনতে পারেন:
ধরুন আপনি বাড়িতে একটি লিচু গাছ কিনে এনেছেন। তারপর তা একটি নিদিষ্ট জায়গায় খুবিই যন্ত করে লাগিয়েছেন ।প্রথম অবষ্থায় আপনি গাছে ঠিক মত পানি দিচ্ছেন ,ঠিক মত সার দিচ্ছেন । এভাবে বিভিন্ন ভাবে আপনি গাছের যত্ন নিচ্ছেন ।দুই বছর পর দেখলেন আপনার গাছে ফল দিয়েছে। এবং আপনি ও আপনার পরিবার ফল গুলো খেলো।ফলটি খেতে খুবিই মজার ছিল । কারন কি জানেন কারন আপনি ফলটি নিজের হাতে লাগিয়েছেন ।এরপর থেকে সেই লিচু গাছ থেকে প্রতি বছর ফল দিতে শুরু করলো ।
আর আপনি তখন থেকে কোন ব্যায় না করে শুধু আয় করতে থাকলেন । ফল খাচ্ছেন ও অন্যদের কাছে বিক্রি ও করছেন । বিষয়টি ভাল লাগছে শুনতে হ্যাঁ এটায় প্যাসিভ ইনকাম । আপনি ব্যায় করবেন একবার আর তার ফল পাবান বার মাস এটা যতো আয় হোক না কেন । এখানে লিচু গাছ টি হলো প্যাসিভ ইনকাম আর আপনি হলেন তার মালিক ।
লিচু ফল দিচ্ছে আপনি সেটাকি করছেন নিজের জন্য রাখছেন এবং অন্যের কাছে বিক্রি করে টাকা আয় করছেন ।এখানে ২য় বার আপনাকে তেমন পরিশ্রম করতে হচ্ছে না । আপনি বসে থেকে আয় করতে পারছেন ।অর্থাৎ আপনি ফল দানের জায়গায় না থেকে প্রতি নিয়ত সেখান থেকে আয় করছেন এটায় প্যাসিভ ইনকাম ।
তাহলে আপনিকি বলবেন? আপনার কি এ প্যাসিভ ইনকাম ইনকামের আওতায় উচিত কিনা ? এতো সহজে আয় আর কোন কাজে পাওয়া যাবে না।
প্যাসিভ ইনকাম সেরা :
কর্মক্ষেত্রে উপস্থিত না থেকে আয় করা যায় প্যাসিভ ইনকামের মাধ্যমে। প্যাসিভ ইনকামের প্রতিষ্ঠান গুলো থেকে সারাজীবন উপার্জন হতে থাকবে। মাঝে মাঝে একটু খোঁজ খবর, দেখাশুনা করলেই চলবে।এখানে আপনার সময় বাজবে এখানে আপনি যেখানে খুশি, যখন খুশি বেড়াতে যেতে পারবেন ।
নিজেই মালিক হবেন কেও আপনাকে কিছু বলবে না ।এটায় হলো প্যাসিভ ইনকাম এর মতো সুখের কাজ আধুনিক বিশ্বে আর দ্বিতীয়টি হতে পারে না । তাই আমার দৃষ্টিতে প্যাসিভ ইনকামের কাজটি কে সেরা মনে করি ।
যে কাজ গুলো হতে প্যাসিভ ইনকাম করা যায়:
১. অ্যাফিলিয়েট মার্কেটিং করে
২. ওয়েবসাইট বিক্রি করে
৩. ডিজিটাল পণ্য বিক্রয় করে
৪. ই-কমার্স ওয়েবসাইট খুলে
৫. পে পার ক্লিক অ্যাডসেন্স করে
৬. ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে
৭. কোর্স সেল করে
৯. ছবি বিক্রি করে
১০.নিজের লেখা বই বিক্রি করে
আপনি পেতে পারেন প্যাসিভ ইনকাম । সুতরাং বলা যায় যে এখানে কাজ করে আপনি যেমন আনন্দ পাবেন । তেমনি পাবান মনে প্রশান্তি। নিজেকে নিজের মত করে গুছিয়ে নিতে পারবেন । পারবেন নিজের ও পরিবারের ভবিষ্যৎ করতে । তাহলে আর চিন্তা না করে আসুন কাজ করি আর আয় করি প্যাসিভ ইনকাক।
যা একবার শুরু করলে শেষ হবে না । চলতে থাকবে সারা জীবন। ধন্যবাদ ভাল থাকবেন, আবার কথা হবে অন্য কোন লেখায় । ততো ক্ষনে সঙ্গে থাকবেন ।