আজ আমি আপনাদের কাছে বিভিন্ন ক্যাটাগরি নেমচিপ কোম্পানির ডোমেইনের দাম সম্পর্কে আলোচনা করব।আপনি যদি অনলাইনে কোন ওয়েব সাইট খুলতে চান ।তবে আপনার অবশ্যই ডোমেন কিনতে হবে। ডোমেইন হল কোন ওয়েব সাইটের নাম বা ঠিকানা। আপনি যদি আপনার কোন বন্ধুর সাথে দেখা করতে চান তা হলে আপনাকে আগে জানতে হবে তার ঠিকানাটা।
তো একইভাবে আপনি যদি কোন ওয়েবসাইটে ভিজিট করতে চান তো আপনাকে ওই সাইটের ওয়েব এড্ড্রেসটি জানতে হবে। তাই আপনিযদি কোন ওয়েব সাইট খুলতে চান তা হলে আপনার প্রথমে প্রয়োজন হবে ডোমেইন। তাই আমি আজ নেমচিপ কোম্পানির বিভিন্ন ক্যাটাগরি ডোমেইনের দাম সম্পর্কে আলোচনা করবো । আশা করি আপনাদের কাজে আসবে ।
ডোমেইনের দাম
ডোমেইনের দাম নির্ভর করে কোম্পানি ও এক্সটেনশনের ওপর, মানে আপনি কোন কোম্পানির কাছ থেকে কিনছেন আর কোন ধরনের ডোমেইন তার ওপর আপনার ডোমেইনের দাম এর তারতম্য হবে। এক এক কোম্পানির ডোমেইন এর দাম এক এক রকম হয়ে থাকে। আবার আমরা বিভিন্ন ধরণের ডোমেইন কিনতে পারি যেমন .com, .gov, .org, .net, .info, .pw, .me, .bd, .club, .cu, .vip, .shop, .cc, .to, .tv, .name, .id, .gg ইত্যাদি।এই ডোমেইনগুলোর ভিতর কিছু ডোমেইন যেমন .com, .gov,.org, .net, .info, .pw, .me এই গুলোকে টপ লেভেল ডোমেইন বলে। অধিকাংশ মানুষ এধরনের ডোমেন কিনে থাকে । তাই আমি আপনাদের সুবিধার জন্য এ সর্ম্পকে আলোচনা করছি ।
তো চলুন শুরু করা যাক –
.com এক্সটেনশনের ডোমেইন হলো সবথেকে জনপ্রিয় এবং এজন্য আপনি দেখবেন যে অধিকাংশ মানুষই তাদের ওয়েবসাইট খোলার ক্ষেত্রে .com ডোমেইন পছন্দ করেন। এটি সর্বনিম্ন ৮.৮৮ ডলার বা ৭৫০ টাকা দিয়ে আপনি কিনতে পারবেন।
.net হলো .com এর পরেই আরেকটি জনপ্রিয় ডোমেইন এক্সটেনশন।.net এই ডোমেইন আপনি ১২.৯৮ ডলার বা ১০৯০ টাকা দিয়ে শুরু করে যে কোন কোম্পানির কাছ থেকে কিনতে পারবেন।
.org এই ডোমেইন এর দাম ১২.৯৮ ডলার বা ১০৯০ টাকা দিয়ে কিনতে পারবেন।
.info এই ডোমেইন এর দাম ১.৯৯ ডলার বা ১৬৭ টাকা থেকে ১৩.৮৮ ডলার বা ১১৬৫ টাকা।
.biz ডোমেইন আপনি ৬.৮৮ ডলার বা ৫৭৭ টাকা থেকে ১৩.৮৭ ডলার বা ১১৬৫ টাকার মধ্যে পাবেন।
. us এই ডোমেইন ১.88 ডলার বা ১২০ টাকা থেকে ১০.৪৮ ডলার বা ৮৮০ টাকা দিয়ে কিনতে পারবেন।
.me এই ডোমেইন এর দাম ৩.৮৮ ডলার বা বাংলাদেশি টাকায় ৩২৫ টাকা থেকে ২০.৯৮ ডলার বা ১৭৫৫ টাকা।
.co ডোমেইন এর দাম ৯.৮৮ ডলার বা ৮২৫ টাকা থেকে ২৫.৯৮ ডলার বা ২১৮২ টাকা।
.co.uk এই ডোমেইন এর দাম ৭.৮৮ ডলার বা ৬৩৬ টাকা থেকে ৯.৫৮ ডলার বা ৮০৪ টাকা।
.io এই ডোমেইন এর দাম অনেকটা বেশি । এটা খুব ভাল মানের একটা ডোমেইন, এই ডোমেইন এর দাম৩২.৮৮ ডলার বা ২৭৬১ টাকা থেকে ৩৪.৮৮ ডলার বা ২৯২৯ টাকা পর্যন্ত হয়ে থাকে।
উপরে প্রায় আমি সব ধরণের ডোমেইন এর দাম উল্লেখ করেছি। আপনি আপনার পছন্দ মত যে কোন একটি কিনতে পারেন। তবে আপনাকে অবশ্যই ভাল কোন কোম্পানির কাছ থেকে এই ডোমেইন গুলো কিনতে হবে। আমি যে দাম গুলো দিয়েছি তা 1 বছরের জন্য তারপর আবার রিনিউ করে নিতে হবে । আপনার ডোমেন অবশ্যই কোন ভাল কোম্পানির নিকট থেকে কিনবেন ।
আপনি আপনার ডোমেইনটি সরাসরি আমেরিকান কোন ডোমেইন রেজিস্ট্রার থেকে কিনবেন। তাতে ভাল হবে । আমাদের দেশের লোকাল কোন কোম্পানির কাছ থেকে ডোমেনকিনবেন না। আমার মতে আপনি ডোমেইন কেনার জন্য Name cheap বা Go Daddy কে বেছে নিতে পারেন কারণ তারা সারা বিশ্বের সেরা ২ টি ডোমেইনরেজিস্ট্রার কোম্পানি।
(বি:দ্র: ডোমেইন এর দাম সময় ও ডলারের সাথে টাকার মানের পরিবর্তনের সাথে পরিবর্তিত হতে পারে, তার আপনার ডোমেইনটি কেনার আগে উক্ত ডোমেইন রেজিস্ট্রারসমূহে ভিজিট করে বর্তমান সময়ের মূল্যতালিকা জেনে নিন। )
এখানে দেখুন Name cheap
এখানে দেখুন Go Daddy
আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার করতে পেরেছি । আপনার কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানান আর ভাল লাগলে অবশ্যই শেয়ার করুন।
ভাল থাকবেন ।