CPA Market প্লেসে কিভাবে এপ্রুভ পাওয়া যায়

প্রথমে জানতে হবে সিপিএ মারকেটপ্লেস এর লিস্ট কোথায় পাওয়া যাবে। আপনি নিচে দেওয়া সাইট টি

খুলুন। https://www.affpaying.com/ সাইটে ভিজিট করলে অনেক সিপিএ মার্কেটপ্লেসের তথ্য

পাওয়া যাবে। Affpaying হচ্ছে একটা রিভিউ সাইট। এখানে অনেক সিপিএ মার্কেটপ্লেসের তথ্য এবং

রিভিউ পাওয়া যাবে।

এই সাইট থেকে ভালো রিভিউ এবং রেটিং দেখে যে কোন সিপিএ মার্কেটপ্লেসে রেজিস্ট্রেশন করা যাবে।

সব সিপিএ নেটওয়ার্ক-এ রেজিস্ট্রেশন প্রোসেস প্রায় একই ধরনের হয়ে থাকে। তাই আমি একটি বিষয়ে

বলছি। আশা করি বুঝতে পারবেন।


1.প্রথমে যে কোন একটি নেটওয়ার্ক ওপেন করতে হবে। আমরা G4Offers এই নেটওয়ার্ক ওপেন করবো।

2.যখন কাজ করতে হবে তখন রেজিস্ট্রেশন করতে হবে Publisher / Affiliate হিসেবে।

3.আমরা এখানে কাজ করতে যাচ্ছি মার্কটার হিসেবে এজন্য এখানে আমরা পাবলিশার হিসেবে রেজিস্ট্রেশন করবো।

4. আমরা এখানে দিয়ে দেবো General Affiliate Sign Up. এর অর্থ হচ্ছে আমি এফিলিয়েট হিসেবে কাজ করে টাকা ইনকাম করতে চাচ্ছি।

5.এখানে ফর্মে যে তথ্য চাচ্ছে তা দিয়ে দিতে হবে। এই ফর্মের উপর ভিত্তি করেই একাউন্টের অ্যাপরুভাল বা রিজেক্ট হবে। এখানে খুব ভালোভাবে তাদের কনভেন্স করতে হবে।

আরো জানুন: কিভাবে সিপিএ মার্কেটিং শুরু করা যাবে?

6.Your Website এর ঘরে ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে।

7.How Long Have You Been An Affiliate এর ঘরে লিখতে হবে এফিলিয়েট মার্কেটিং এ কত দিন যাবত কাজ করছি।

8.এফিলিয়েট মার্কেটপ্লেসে কাজ করে থাকলে বা না থাকলেও এই কথাটা কিছু পরিবর্তন লিখে দিতে হবে

যে, “I have been working more than 2 years in affiliate marketing. At this

time i am working on JVZoo and Clickbank and i am selling affiliate

products in Make Money Online and Helath Niche.”

9.এর পরের ফিল্ড এ জানতে চাচ্ছে প্রতি মাসে পেইড এ্যাডভারটাইজমেনট বাজেট কত। এখানে আমরা দিয়ে দিতে পারি ২০০/৫০০ ডলার।

10. তারপর জানতে চাচ্ছে প্রতি মাসে রেভিনিউ কেমন আসে। মানে কেমন টাকা ইনকাম করছি। এখানে

যেটা সত্য সেটা লিখব।কোন মিথ্যা কথা বলবো না।

আরো জানুন:

11.তবে মনে রাখবেন আয় না থাকলে সিপিএ মার্কেটপ্লেস একাউন্ট এর অ্যাপরুভাল দিতে চায়না। তাই

সেদিকে খেয়াল লাখবেন।

12. এখন জিজ্ঞাসা করছে এই মুহূর্তে কোন এফিলিয়েট মার্কেটপ্লেসে কাজ করি কিনা। এখানে এফিলিয়েট

মার্কেটপ্লেসের নাম দিতে হবে যেমনঃ JVZoo / CJ / Clickbank / WarriorPlus ইত্যাদি।

13.তারপর জানতে চাইছে What Vericals/Niches Are You Interested: জিজ্ঞাসা করছে

কোন নিশ নিয়ে কাজ করতে আগ্রহী। এখানে আমরা যেই নিশ নিয়ে কাজ করতে চাচ্ছি সেটা লিখে দিতে

হবে। যেমন হতে পারে Make Money Online / Health / Travel ইত্যাদি।

14. What traffic sources do you plan to use. এখানে বলতে হবে কোন ধরনের ট্রাফিক

পাঠাবো। এখানে পেইড সোর্স দিলে তারা বিবেচনা করে থাকে। এখানে লিখতে পারি PPC, PPV এবং

Email ট্রাফিক।

আরো জানুন:

15.প্রায় সব সিপিএ নেটওয়ার্ক সাইটে প্রোমশন মেথড অথবা প্ল্যান সম্পর্কে জানতে চায়। এই জন্য

নিচেরএই লেখাটুকু সামান্য কিছু কপি-পেস্ট করে দিতে হবে।

I am planning to advertise my links and earning money by creating

websites, youtube videos and also advertising with ppc and ppv (bing ads,

facebook ads and leadimpact). I plan on making a website for each niche I

have and also plan on doing some SEO to get it high on Googles ranking

system. I have been motivated by various people to start earning money on

the web and I will dedicate a few hours of my day to achieve this. I hope to

be earning with your website soon.

16.যদি আপনাকে বলে- Incentive Traffic: Yes/No. তাহলে No দিতে হবে। ইসসেনটিভ ট্রাফিক

মানে হচ্ছে ঘুষ দিয়ে ট্রাফিক আনা হবে কিনা।

17.Why should we approve your application: এইখানে জিজ্ঞাসা করছে কেন তারা কাজ

করার সুযোগ দেবে? এখানে লিখতে হবে এফিলিয়েট মার্কেটিং এ কাজ করছি এবং চাচ্ছি সিপিএ

ইন্ডাস্টিতে কাজ শুরু করতে। এই নেটওয়ার্ক সম্পর্কে অনেক ভালো কথা শুনেছি এবং চাচ্ছি এখানে কাজ

করতে।

আরো জানুন:

18.এর পর জিজ্ঞাসা করছে যদি তারা অ্যাপরুভাল দেয় তাহলে কবে থেকে কাজ শুরু করা হবে। এই

যায়গায় বলতে হবে ৭ দিনের মত সময় লাগবে। কারণ প্রথমে অফার গুলো ভালোভাবে দেখতে হবে,

19. তারপর ওই অফারের জন্য সেলস ফানেল রেডি করে নিতে নুন্যতম ৭ দিন সময় লাগবে।

20.এর পর ক্যাপচা কোড দিয়ে একাউন্ট এর জন্য রিকোয়েস্ট করতে হবে।

কাজ শেষ তারা ২৪ থেকে ৭২ ঘণ্টা এ্যাপ্লিকেশন রিভিউ এর জন্য রাখবে। এর পর ইমেইল এ জানাবে যে

তারা কি পারমিশন দেবে কি দেবে না। তারপর তারা যেই ডিরেকশন দেবে সেই অনুযায়ী কাজ করতে

হবে।

উপরে উল্লেখিত পদ্ধতি সমুহ অনুসরন করে সিপিএ মার্কেটিং শুরু করা যায়। আমি করেছি আপনি শুরু

করতে চাইলে আজিই সাইন আপ করুন আর শুরু করুন CPA Marketing. আর আয় করুন অনেক

টাকা।

ভাল থাকবেন।।

Leave a Comment