Best 5 Freelancer Earning Site. (Monthly Income $500 to $1000) ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে আয় করুন?

অনলাইনে আয় করা যায় । অনলাইনে চাকুরি পাওয়া যায় । এখন আমরা অধিকাংশ সময় শুনে বিভিন্ন জিনিস পাওয়া যায়। শুধু একটু কষ্ট করতে হয় । বর্তমানে আমরা যখন বিভিন্ন জায়গাতে কাজ খুঁজে থাকি ।কিন্তু পায় না তখন আমাদের মধ্যে অনেকেই ঝুঁকে পড়ছে অনলাইন কাজের দিকে। কারণ সাধাণত অনলাইনেই একজন মানুষের মেধার সঠিক মূল্য দেওয়া হয়। অনেকেই ভাবছেন হঠাৎ এই কথা বলছি কেন?

 কারণ একমাত্র অনলাইনেই আপনাকে আপনার নিজের যোগ্যতা প্রমাণ করে কাজ করতে হবে ও টাকা আয় করতে হবে কোন মামা চাচার জোরে কোন লাভ হবে না আপনি যদি সত্যি কোন কাজ করার যোগ্য হয়ে থাকেন তাহলেই কেবল আপনি সেই কাজটি করতে পারবেন ও সেই জবটি নিতে পারবেন যদি আপনি সেই কাজটি না পারেন তাহলে কখনোই আপনি সেই কাজটি করবেন না।

তাহলে বন্ধুরা আশা করি আমার বুঝতে পেরেছেন। অনলাইনে কাজ করতে হলে আপনার দরকার অভিজ্ঞতা ও দক্ষতা। আপনি যত বেশি দক্ষ হবেন ও অভিজ্ঞ হবেন আপনার অনলাইন চাকুরীতে বেশি ভালো করতে পারবেন। তাই যদি কেউ অনলাইনে সত্যি জব করতে চান তাহলে আগে ভালোভাবে যে কোন কাজে দক্ষতা অর্জন করুন।যখন আপনি সঠিকভাবে দক্ষ হয়ে যাবেন তখন আপনি অনলাইনে বিভিন্ন ওযেবসাইটে অনলাইন জব পাবেন।

সুতরাং আজ ৭টি ওয়েবসাইটের কাজ সর্ম্পকে আলোচনা করবো। তবে আপনাকে অবশ্যই কোন কাজে দক্ষ হতে হবে । তা না হলে আপনি এখানে কাজ করতে পারবেন না ।

অনলাইনে কাজ করার সেরা ৭টি ওয়েবসাইট

১. আপওয়ার্ক সাইট (upwork.com)

আয়ের মাধ্যমঃ আপওয়ার্ক সাইট

আয় করতে সময়ঃ ১ হতে ২ মাস।

প্রতিমাসে আয়ঃ $500 হতে $1000 ডলার (আপনার কাজের উপর র্নিভর করে থাকে)

পেমেন্ট পদ্ধতি: পেপাল, পেওনিয়ার এবং ব্যাংক ট্র্যান্সফার।

কাজের ধরন: দেখতে হবে

অনলাইনে কাজ করার জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটি হলো আপওয়ার্ক । এখানে ঘন্টা ভিত্তিক রেটে কাজ পাওয়া যায়। এখানে আপনি যে কাজটি করতে চান সেই কাজটি সর্ম্পকে আগে থেকেই দক্ষতা থাকতে হবে। মূলত ২০১৫ সালে এই সাইটি ওডেস্ক নাম পরিবর্তন করে আপওয়ার্ক হয়। এই সাইটে রয়েছে প্রচুর কাজ এবং প্রচুর ক্লাইয়েন্ট । তাই সাইটি অনেক বেশি জনপ্রিয় মানুষের কাছে।

আপওয়ার্কে কাজ করে সেই অর্থ তুলতে হলে পেপাল, পেওনিয়ার এবং ব্যাংক ট্র্যান্সফার পদ্ধতি ব্যবহার করতে হয়। আপনি অনায়াসে এখানে কাজ করতে পারেন। কারন এখানে যে পরিমান কাজ আছে তার মধ্যে একটি করে এখান থেকে আপনি আয় করতে পারবেন।

২. ফাইবার সাইট (fiverr.com)

আয়ের মাধ্যমঃ ফাইবার সাইট

আয় করতে সময়ঃ ২ হতে ৩ মাস।

প্রতিমাসে আয়ঃ $300 হতে $500 ডলার (আপনার কাজের উপর র্নিভর করে থাকে)

পেমেন্ট পদ্ধতি: পেপাল, পেওনিয়ার এবং ব্যাংক ট্র্যান্সফার।

অনলাইনে কাজ করার আর একটি জনপ্রিয় সাইট হলো ফাইবার। ফাইবার হলো এমন একটি ওয়েবসাইট যেখানে সর্বনিম্ন ৫ ডলারেও কাজ পাওয়া যায়। ৫ডলার থেকে শুরু করে বিশাল বড় বড় প্রজেক্ট ও পাওয়া যায় এখানে। তবে এই সাইটের একটি বিশেষত্য হলো সব অনলাইন জব সাইট গুলোতে ক্লাইন্ট নিজের তার কাজের জন্য পোস্ট করে থাকে সেখানে কর্মীরা গিয়ে বিট করে থাকে।

কিন্তু ফাইবার এ কর্মীরা তাদের নিজের কাজের দক্ষতা লিখে গিগি তৈরি করে রাখে পরে কোন ক্লাইয়েন্টের সেই কাজটি দরকার হলে তাকে সে নক করে। এভাবে কন্ট্রাকে কাজ চলে।

ফাইবারে কাজের করা অর্থ তোলার জন্য পেপাল, পেওনিয়ার এবং ব্যাংক ট্র্যান্সফার পদ্ধতি ব্যবহার করতে পারেন। ফ্রিল্যান্সার হচ্ছে খুবই জনপ্রিয় একটি ওয়বেসাইট

৩. ফ্রিল্যান্সার ডটকম সাইট (freelancer.com)

আয়ের মাধ্যমঃ ফ্রিল্যান্সার ডটকম সাইট

আয় করতে সময়ঃ ২ হতে ৩ মাস।

প্রতিমাসে আয়ঃ $300 হতে $500 ডলার (আপনার কাজের উপর র্নিভর করে থাকে)

পেমেন্ট পদ্ধতি: পেপাল, স্ক্রিল, পেওনিয়ার এবং ব্যাংক ট্র্যান্সফার সিস্টেম।

অনলাইন জব করার জন্য ফ্রিল্যান্সার হচ্ছে খুবই জনপ্রিয় একটি ওয়বেসাইট। এই সাইটে রয়েছে প্রচুর জব ফ্রিলান্সার হচ্ছে প্রথম সারির কিছু অনলাইন মার্কেটপ্লেসের মধ্যে অন্যতম। এখানে কন্ট্রাক ও ঘন্টা ভিত্তিক দুই ধরনের কাজই বিদ্ধমান। এখানে আরো একটি ব্যাপার হলো এই সাইটটিতে রয়েছে কন্টেস্ট বা প্রতিযোগিতা করার মাধ্যম। প্রতিযোগিতা করার মাধ্যমে আপনার ফ্রিলান্সিং দক্ষতা বাড়বে। বিশেষ করে যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে তাদের জন্য এই সাইটি সবচেয়ে বেস্ট ।

আর এই সাইটে প্রতি ঘন্টায় ঘন্টায় প্রচুর জব অফার আসতে থাকে। আপনি যদি সত্যি দক্ষ কর্মী হয়ে থাকেন তাহলে আপনার অনলাইনে জব করার জন্য এই সাইটি হতে পারে সবোত্তম। কোম্পানিটির হেডঅফিস অস্ট্রেলিয়ায়

ফ্রিল্যান্সার ডটকম থেকে প্রাপ্ত প্রজেক্টে কাজ করে অর্জিত অর্থ উত্তোলন করার জন্য আছে পেপাল, স্ক্রিল, পেওনিয়ার এবং ব্যাংক ট্র্যান্সফার সিস্টেম।

৪. পিপল পার আওয়ার সাইট – (peopleperhour.com)

আয়ের মাধ্যমঃ পিপল পার আওয়ার সাইট

আয় করতে সময়ঃ ২ হতে ৩ মাস।

প্রতিমাসে আয়ঃ $300 হতে $500 ডলার (আপনার কাজের উপর র্নিভর করে থাকে)

পেমেন্ট পদ্ধতি: পেপাল, স্ক্রিল, পেওনিয়ার এবং ব্যাংক ট্র্যান্সফার সিস্টেম।

অনলাইনে কাজ করার জন্য আরো একটি জনপ্রিয় মার্কেটপ্লেস হলো পিপল পার আওয়ার । পিপল পার আওয়ার সাইটি যুক্তরাজ্য ভিত্তিক ওয়েবসাইট হলেও সারা বিশ্বেই সাইটির বেশ জনপ্রিয়তা রয়েছে। এছাড়া ও সাইটিতে রয়েছে প্রচুর কাজ । এখানে প্রতি ঘন্টাতেই জব অফার পাবলিশ করা হয়। পিপল পার আওয়ারে ফিক্সড ও ঘন্টাভিত্তিক দুই ভাবেই জব করা যায়।

পিপল পার আওয়ার থেকে আয়কৃত অর্থ তোলার জন্য পেপাল, স্ক্রিল, পেওনিয়ার এবং ব্যাংক ট্র্যান্সফার পদ্ধতি ব্যবহার করতে পারেন।

৫. নাইনটিনাইন ডিজাইনস সাইট (99designs.com)

আয়ের মাধ্যমঃ নাইনটিনাইন ডিজাইনস সাইট

আয় করতে সময়ঃ ২ হতে ৩ মাস।

প্রতিমাসে আয়ঃ $300 হতে $500 ডলার (আপনার কাজের উপর র্নিভর করে থাকে)

পেমেন্ট পদ্ধতি: পেপাল, পেওনিয়ার।

কাজের ধরন: গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডিজাইন, লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ওয়েবসপেজ ডিজাইন।

ডিজাইনারদের অনলাইনে চাকুরি পাবার জন্য নাইনটিনাইন ডিজাইন হলো সবচেয়ে ভালো মার্কেটপ্লেস বা ওয়েবসাইট। এই সাইটিতে শুধু মাত্র ডিজাইনাররা সবচেয়ে বেশি সুবিধা পেয়ে থাকে। বিশেষ করে গ্রাফিক্স ডিজাইনার, ওয়েবডিজাইনাররা।

এখানে অনকে ক্লাইয়েন্ট রয়েছে যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কাজ করাতে চায়, যারা এই ওয়েবসাইটের পেশাদার ডিজাইনার দ্বারা তাদের জন্য দরকারি লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ওয়েবসপেজ ডিজাইন ইত্যাদি হাই পেমেন্টের জব অফার করে থাকে।

নাইনটিনাইন ডিজাইন থেকে আপনার অর্জিত অর্থ তোলার জন্য পেওনিয়ার এবং পেপাল ব্যবহার করতে পারবেন।

৬. গুরু ডটকম সাইট (guru.com)

আয়ের মাধ্যমঃ নাইনটিনাইন ডিজাইনস সাইট

আয় করতে সময়ঃ ২ হতে ৩ মাস।

প্রতিমাসে আয়ঃ $300 হতে $500 ডলার (আপনার কাজের উপর র্নিভর করে থাকে)

পেমেন্ট পদ্ধতি: পেপাল, পেওনিয়ার, ব্যাংক ট্র্যান্সফার পদ্ধতি।

অনলাইনে চাকুরি করার আরো একটি জনপ্রিয় ওয়েবসাইটটি হলো গুরু ডটকম । আমেরিকান ভিত্তিক সাইটিতে ফিক্সড ও ঘন্টাভিত্তিক দুই ধনের চাকুরি করা যায়। ফ্রিলান্সারদের জন্য গুরুডটকম একটি সেরা ওয়েবসাইট।

এই সাইটটিতে মুটামুটি ফ্রিলান্সিং এর সব ধরনের কাজই করা যায়। guru.com থেকে অর্থ উত্তোলনের জন্য পেপাল, পেওনিয়ার ও ব্যাংক ট্র্যান্সফার পদ্ধতি ব্যবহার করতে পারেন।

৭.বিল্যান্সার ডটকম সাইট (belancer.com)

আয়ের মাধ্যমঃ নাইনটিনাইন ডিজাইনস সাইট

আয় করতে সময়ঃ ২ হতে ৩ মাস।

প্রতিমাসে আয়ঃ $300 হতে $500 ডলার (আপনার কাজের উপর র্নিভর করে থাকে)

পেমেন্ট পদ্ধতি: আপনি ব্যাংক ট্র্যান্সফার, বিকাশ, অথবা সরাসরি বিল্যান্সার অফিসে গিয়ে সংগ্রহ করতে পারেন।

বিল্যান্সার হচ্ছে একটি বাংলাদেশি অনলাইন চাকুরি সাইট। বাংলাদেশের প্রক্ষিতে এখানে সাধারণত ১০০টাকার প্রজেক্ট থেকে শুরু করে অনেক বড় বড় এমাউন্টের কাজ এসে থাকে। বর্তমানে সাইটি বিশ্বে তেমন জনপ্রিয় না হলেও ভবিষৎতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্লাইয়েন্ট ও সেলার আনার চিন্তা রয়েছে সাইটির।

এখানে শুধু মাত্র ফিক্সড এমাউন্টেই কাজ করতে পারবেন । বিল্যান্সারের মাধ্যমে আয়কৃত টাকা আপনি ব্যাংক ট্র্যান্সফার, বিকাশ, অথবা সরাসরি বিল্যান্সার অফিসে গিয়ে সংগ্রহ করতে পারেন।

পরিশেষে বলতে হয় যে আপনি অনলাইনে কাজ করতে চাইলে আগে প্রশিক্ষণ নিতে হবে আপনি যে কাজটি পছন্দ করেন । তারপর কাজ শুরু করতে হবে ।প্রথম অবস্থায় একটু কষ্ট হবে পরে ঠিক হয়ে যা্বে।

Leave a Comment