এফিলিয়েট মার্কেটিং শুরু করার আগে আপনার ৩ টি টপিক জানা লাগবে(Before you start affiliate marketing, you need to know 3 topics)

তারা নিজেরাই হতে পারতো তাদের বস, ঠিক আমার মতো! এফিলিয়েট মার্কেটিং করতে চাইলে আপনাকে আগে

 তিন বিষয় জানা খুবিই দরকারী হয়ে পড়ে তা হলো :

1.নিশ সিলেক্ট : আপনাকে প্রথমে আপনার সাইটে নিশ সিলেক্ট করতে হবে ।

2.কিভাবে ও কোথা থেকে আপনি আপনার পছন্দের নিশ থেকে ভাল মানের কমিশন ও ভাল পোডাক্ট পাবেন তার দিকে খেয়াল রাখবেন ।

3.আপনার পছন্দের নিশ থেকে কিভাবে অনলাইন থেকে মার্কেটিং করে ভাল কমিশন পাবেন তার উপর ভিক্তি করে আপনি নিশ র্নিবাচন করবেন । কারন ভাল নিশ নির্বাচন করতে পারলে আপনি খুব সহজে আয় করতে পারবেন । আমার সাইটের অন্যান্য পোস্টসমূহের সঙ্গে থাকুন ।

আর পোস্টটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করে তা অন্যান্যদেরকেও জানিয়ে দিন।ছোট্ট একটি অনুরোধ! ভাল লাগলে দয়া করে কন্টেন্টটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন

Leave a Comment