ব্লগ বা ওয়েবসাইটে কিভাবে ভিজিটর আনবেন তার সুন্দর সমাধান।(Beautiful solution on how to bring visitors to the blog or website )

একটি ব্লগ বা সাইট থেকে টাকা আয় করতে প্রথমে আপনাদের কে ভালভাল কন্টেন্ট লিখতে হবে । তারপর তা পাবলিশ করতে হবে নিজের ওয়েব সাইটে । মনে রাখবেন তা যেন গুনগত মানের হয় । তারপর যে  কাজটি খুবিই গুরুত্বর্পূণ তা হলো ভিজিটর  বাট্রাফিক আনতে হবে ।

আপনি যদি আপনার  সাইটে এই ভিজিটর বা ট্রাফিক আনতে ব্যর্থ হন তবে আপনার সাইট থেকে কোনো ইনকামই হবে না।  এটা যে কোনো ব্যবসার জন্য খুবিই গুরুত্বর্পূণ। অনেকভাবেই আপনি আপনার সাইটে ভিজিটর নিয়ে আসতে পারেন  এবং  আমি কিছুকার্যকরী  উপায়আপনাকে দেখাবো। 

যেটা ভিজিটর আনার জন্য দরকার ভিজিটরবাট্রাফিক আনতে আপনার দুটি পথ আছে তা হলো: 
 

১.ফ্রি সোশ্যাল ভিজিটর বা ট্রাফিক পাবার উপায়: 

২. কিছু টাকাব্যায় করে ভিজিটরবাট্রাফিক পাবার উপায়: 

১. ফ্রি সোশ্যালভিজিটর বা ট্রাফিক পাবার উপায়: 
 

সোশ্যাল মিডিয়া:  

আপনার কন্টেন্ট বা লেখা পাবলিশ করার পর তা বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলে শেয়ার করুন। এভাবে যাই পাবলিশ করুন না কেন তা আপনার  সোশ্যাল মিডিয়া প্রোফাইল ওপেইজে শেয়ার করতে থাকুন। এবং সেখানে আপনি আপনার বন্ধু বাড়াতে থাকুন ।  সোশ্যাল মিডিয়া বলতে আমরা যা বুঝে 

থাকি তা হলো: 

ফ্রেসবুক, টুইটার, লিংকদিন, ইত্যাদিআরো অনেক সোশ্যাল মিডিয়াআছে যেখানে আপনি এ্যাকাউন্ট খুলে বন্ধু বানাতে পারেন।  এবং আপনার লেখা এখানে শেয়ারকরতে পারেন । এভাবে আপনি অনেককেই সোশ্যাল  মিডিয়া থেকে আপনার সাইটের দিকে  নিয়ে আসতে পারবেন। 

পুনরায় শেয়ার করুন: 

আপনার কন্টেন্ট একবার শেয়ার করলেই আপনার কাজ শেষ এটা ভাবলে আপনি ভুল করবেন কারন কিছু পেতে হলে একটু তো  পরিশ্রম করতেই হবে  তাই আপনার সোশ্যাল মিডিয়াসাইটে বারে বারে তা শেয়ার করুন তাহলে  আপনি নতুন  নতুন অনেক  মানুষকে আপনার সাইটের ট্রাফিক হিসেবে পেতে পারেন। বন্ধুদেরকে শেয়ার করুন । 

 অনুরোধ করুন : 

জীবনে কিছু পেতে হলে অনেক সময় মাথা নিচু করতে হয় । তাই বন্ধুরা  লাইফে উন্নতি করতে হলে  EGO থেকে এক শত হাত দূরে  থাকতে হবে। আপনাদের অনেকেই আছেন যে কাউকে একটু রিকোয়েস্ট  করে আপনার কনটেন্ট শেয়ার করাকে অপমানজনক মনে  করবেন, কিন্তু ভুলে ও এসব ভাববেন না।  

আপনার পরিচিতজন বন্ধুদের বলতে থাকুন যেন তারা আপনার কনটেন্ট নিয়মিত শেয়ার করে। এক বার  কাজ হতে শুরু করলে   দেখবেন  আপনার ভাল লাগতে থাকবে । 

 বিভিন্ন গ্রূপের মেম্বার হবেন এবং জানান : 

ফেইস বুক সহ সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই নানা গ্রূপ আছে তাদের মেম্বার শীপ গ্রহন করুন এবং আপনার ওয়েব সাইটের  কাজের কথা তাদেরকে বলতে থাকুন দেখবেন সেখান থেকে ও আপনি ভিজিটরপেয়েযাবেন ।  Linked In Pulse ও Medium.com এ ব্লগ পোস্ট পাবলিশ করতে থাকুন এ দুটি  প্লাটফর্মে অনেকে  ভিজিট করে, তাই আপনি  আপনার ব্লগ পোস্ট  সেখানে পাব্লিশের মাদ্ধমে  তাদের  মনোযোগ আকর্ষণ  করতে পারেন।  

এখানে বেশি বেশি শেয়ার করুন । দেখবেন ভাল ফলাফল পাবেন,আশা  রাখি । 

অন্য সাইটে ভালো ভিজিট করুন : 

সহজে রেফারেল ট্রাফিক পাবার সব থেকে সহজ উপায় হলো অন্য সাইটে বেশি বেশি কমেন্ট করা। আপনিআপনার সাইটে কাজ  করার পাশাপাশি অন্য সাইটে ভিজিট করতে পারেন এবং সেখানে আপনি কমেন্ট লিখে  আপনার সাইটের  নাম লিখে দিলে  দেখবেন সেখান থেকে আপনি ভাল ভিজিটর পাবেন। 

গেস্ট পোস্ট সাবমিটকরুন 

গেস্ট পোস্ট হলো অন্য কোনো সাইটে আপনার লেখা কনটেন্ট পাবলিশ করা।এ উপায়ে অনেকেই হাজার হাজার ট্রাফিক তাদের  নিজেদের সাইটে নিয়ে আসে। আপনি আপনার কিছু ভাল কন্টেন্ট এখানে দিতে পারেন  দেখবেন ভিজিটর আসবে । 

নিজের সাইটে অন্যদের গেস্ট পোস্ট পাবলিশ করুন: 

 আপনি আপনার নিজের সাইটে অন্যদের লেখা গেস্ট পোস্ট করতে দিন। দিলে দেখবেন যে তারা ও  আপনার সাইটের লিংক তাদের  সাইটে যুক্ত করছে ফলে আপনিও এলিংকের মাদ্ধমে আপনার সাইটে  রেফারেল ট্রাফিক নিয়ে আনতে পারবেন।   

ইমেইল মার্কেটিং করুন : 

ইমেইল মার্কেটিং আপনাকে অনেক রেফারেল ট্রাফিক এনে দিতে পারে। তাই বেশি বেশি ইমেইল কালেক্ট  করে তাতে আপনার সাইটের লিংক সহ বিভিন্ন হেল্পফুল কনটেন্ট পাঠান। আপনার বন্ধু ও তার বন্ধুদের কে পাঠান। 

ফ্রি অর্গানিক ট্রাফিক পাবার উপায় :

অর্গানিক ট্রাফিক পেতে হলে আপনাকে কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে, তবে একবার অর্গানিক  ট্রাফিক আসা শুরু হলে তা  আপনার সাইটের জন্য খুবই সুসংবাদ এর কথা। সুতরাং অপেক্ষা একটু করতেই  হবে আপনাকে তাহলেই হবে । 

২. কিছু টাকা ব্যায় করে ভিজিটর   ট্রাফিক পাবার উপায়: 

ফেসবুক বুস্টিং: 

Face Book সোশ্যাল মিডিয়া থেকে আপনার টার্গেটেড ট্রাফিক পাবার একটি ভালো উপায় হতে পারে ফেইসবুক বুস্টিং। এটি করলে  আপনি  ভিজিটরপেয়ে যাবেন । 

LinkedIn প্রিমিয়াম : 

LinkedIn প্রিমিয়াম প্লানের মাদ্ধমে আপনি বেশ কিছু ট্রাফিক আপনার সাইটে আনতে পারেন। 

Twitter এড : 

Twitter এড প্লাটফর্মে এড দেবার ব্যবস্থা রেখেছে যা আপনি ও ট্রাই করে দেখতে পারেন। 

সংবাদ মাধ্যম : 

এসব চ্যানেলে এড দিলে অনেকেই অফলাইন থেকে আপনার সাইটের খবর পাবে ও আপনার সাইটে প্রবেশের  জন্য আগ্রহ দেখাবে।

 খবরের কাগজ : 

আপনি খবরের কাগজে আপনার ওয়েব সাইটের এ্র্র্র্যাডদিতে পারেন । এখান থেকেও আপনি ভিজিটর পেতে  পারেন । 

আপনার বিসনেস কার্ডে বানিয়ে : 

আপনার বিজনেস কার্ডটি আপনার সাইট প্রমোট এর ক্ষেত্রে খুব বড় ভূমিকা রাখতে পারে তাই আপনার সাইটের ওয়েব এড্রেস অবশ্যই  আপনার কার্ডে উল্লেখ করুন। তাহলে আপনি যাদের কে আপনি র্কাডটি  দিবেন তারা সকলে আপনার ওয়েব সাইট সর্ম্পকে জানতে পারবে ।

হ্যান্ড বিল বানিয়ে তা বিতরণ করতে পারেন 

আপনার ওয়েব সাইটের ডিরেক্ট ট্রাফিক বাড়াতে হলে আপনি আপনার সাইট সম্পর্কে হ্যান্ডবিল এ ছাপিয়ে তা  বিলি করতে পারেন।  আপনার গ্রামে, ও আপনার শহরে । 

পোস্টারিং করতে পারেন 

একই ভাবে পোস্টারিং হতে পারে আপনার সাইটের ডিরেক্ট ট্রাফিক বৃদ্ধির আরেকটি ভালো মাধ্যম। 

স্পন্সরড পোস্ট 

পেইড রেফারেল ট্রাফিক আনতে আপনি স্পন্সরড পোস্ট করতে পারেন। বিভিন্ন সাইটে আপনি নির্দিষ্ট একটি  টাকার বিনিময়ে আপনার পোস্ট  পাবলিশ করুন যার ভিতরে আপনার সাইটের লিংক থাকবে। 

Google Ads 

গুগল এর এড ওয়ার্ড (Google AdWords) এখন গুগল এড্স নাম পরিচিত এবং এর মাদ্ধমে আপনি  আপনার সাইটে সার্চ ট্রাফিক নিয়ে  আসতে পারেন। প্রথম অবস্থায় আপনি এগুলো পরীক্ষা করে দেখতে পারেন দেখবেন ভাল কাজ হচ্ছে । এভাবে কাজ করতে থাকুন এর  পরে ধাপে কি করতে হবে।

আমি আপনাদেকে বলবো । তাহলে বন্ধুরা কাজ করুন আর এগিয়ে চলুন আপনার লক্ষ্যে আপনি যেটি আশা করছেন ।


 

Leave a Comment