BD Earn Pro দিয়ে যেভাবে আয় করবেন
প্রতিদিন মাত্র ১৫ থকে ২০ মিনিট আপনার স্মার্টফোনে অ্যাড দেখে আয় করুন ঘরে বসে বা যে কোনো
জায়গা থেকে। আমি এই আর্টিকেলে আপনাদের BD Earn Pro অ্যাপ সম্পর্কে বলবো যার মাধ্যমে
আপনি টাকা আয় করতে পারবেন। এই একটি অ্যাপস সর্ম্পকে আলোচনা করবো এবং বাংলাদেশের খেকে
আপনি বিকাশ বা রকেটের মাধ্যমে পেমেন্ট পেয়ে থাকবেন।
অ্যাড দেখে আয় করতে হলে আপনার কম্পিউটার থাকার প্রয়োজন নেই। আপনি আপনার স্মার্টফোন
দিয়েই এই কাজ করতে পারবেন খুব সহজে। এর প্রসেস খুবই সহজ, তবুও আমি আপনাদের বিস্তারিত
বলে দিচ্ছি।
BD Earn Pro থেকে আয় করুন
BD Earn Pro হলো একটি অ্যাপ যার মাধ্যমে আপনি অ্যাড দেখবেন এবং আয় করবেন অনেক
টাকা।এ্যাকাউন্টটি খোলার জন্য প্রথমে আপনাকে
১. প্লে স্টোরে গিয়ে BD Earn Pro লিখে র্সাচ করলেই নিচের ছবির মতো একটি অ্যাপ আপনার
সামনে চলে আসবে।
2. তারপর অ্যাপটি ইন্সস্ট্রল করুন।
৩.সার্চ না করেও আপনি এই ছবিটির নিচের নীল বাটনে ক্লিক করে অ্যাপটি আপনার স্মার্টফোনে ইনস্টল
করে নিতে পারেন। তাহলে আগে ইনষ্টল করে নিন।
৪.অ্যাপটি ওপেন করার পর নিচের ছবির মতো একটি স্ক্রিন আপনার সামনে আসবে। দেখুন এখানে লিখা
আছে ইউজার রেজিস্ট্রেশন।এখানে আপনার ইমেইল আইডি দিতে হবে এবং একটি পাসওয়ার্ড দিয়ে সাইন
আপ অপশনে ক্লিক করতে হবে। এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টের জন্যে পাসওয়ার্ডও দিতে হবে না।
সুতরাং অ্যাকাউন্ট খোলার জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন।
আরো জানুন : Ezze Earn সাইটে স্মার্টফোনের মাধ্যমে অ্যাড দেখে আয় করুন আর বিকাশ বা রকেটে পেমেন্ট গ্রহন করুন।
৫.এখন আবার নিচের ছবির মতো করে আপনার সামনে একটি স্ক্রিন আসবে। এখন থেকেই আপনি টাকা
আয় করা শুরু করতে পারবেন। দেখুন এখানে দেখাচ্ছে আপনার শূণ্য পয়েন্ট রয়েছে। তারপর নিচে +৫
ও +১ এর দুইটি বাটন আছে। এই বাটনগুলোতে ক্লিক করলেই আপনার সামনে অ্যাড চলে আসবে। +১ এ
ক্লিক করে অ্যাড দেখার মাধ্যমে আপনি ১ পয়েন্ট আর্ন করবেন এবং +৫ এ ক্লিক করে অ্যাড দেখার
মাধ্যমে আপনি ৫ পয়েন্ট আর্ন করবেন।
৬.এভাবে এক হাজার পয়েন্ট আর্ন করার পর আপনি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাবেন।
৭.এই আর্টিকেলটি পুরোটা না পড়ে কাজ শুরু করতে যাবেন না। না বুঝে কাজ করতে গিয়ে কোন ভুল
করলে আপনার অ্যাকাউন্ট ডিজেবল করে দেয়া হবে।
8 একটি ডিভাইস থেকে মাত্র একটি অ্যাকাউন্টই আপনি খুলতে পারবেন।
কাজ শুরু করবেন কিভাবে :
Ezze Earn এ লগইন করে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন +১ এবং +৫ এর দুইটি বাটন আসবে।
এই বাটনগুলোতে ক্লিক করে অ্যাড দেখে পয়েন্ট আর্ন করতে হবে।তবে +৫ দিয়ে পয়েন্ট আর্ন করার সময়
পুরো ভিডিও দেখতে হবে, অন্যথায় আপনার কোনো পয়েন্ট যোগ হবে না। +১ এ ক্লিক করলে মাঝে মাঝে
দেখাবে “বোনাস নিন”, তখন আপনি ব্যানারে ক্লিক করলে আরো ৫ পয়েন্ট বোনাস পাবেন। এভাবে
আপনি নূন্যতম এক হাজার পয়েন্ট করলে তা টাকাতে কনভার্ট করতে পারবেন। আপনার সকল পয়েন্ট
কততে ক্লিক করে করেছেন তার উপর বিবেচনা করে আপনি প্রতি এক হাজার পয়েন্টের জন্য ৫০-১০০
টাকা পাবেন। আপনার কাজের ভিত্তিতে টাকা দেয়া হবে, মাঝে মাঝে ৫০ টাকার কমও পেতে পারেন।
পেমেন্ট নিবেন কিভাবে:
+১ এবং +৫ বাটন দিয়ে নির্দিষ্ট পয়েন্ট নেয়ার পরে বাটনগুলো হাইড হয়ে যাবে। তখন সেদিন আর
পয়েন্ট নিতে পারবেন না। তাই +১ দিয়ে ২০ পয়েন্ট নিয়ে তারপরে বোনাস নিবেন। আবার ২ ঘন্টা পরে
১৫ টা পয়েন্ট নিয়ে বোনাস নিবেন। এইভাবে পয়েন্ট করতে হবে, এভাবে পয়েন্ট করলে আপনি বেশি
টাকা পাবেন।তারপর আপনার যদি পর্যপ্ত পরিমাণ টাকা অ্যাকাউন্টে থাকে, তাহলে সেই টাকা আপনি
আপনার মোবাইলে ফ্লেক্সিলোড করতে পারবেন বা বিকাশে বা রকেটেও নিতে পারবেন। তবে আপনার
অ্যাকাউন্ট ডিজেবল হলে অ্যাকাউন্টে থাকা পয়েন্ট ও টাকা রিসেট হয়ে যাবে, তাই না বুঝে কাজ করবেন
না।
কি ভূল করলে অ্যাকাউন্ট ডিজেবল হবার সম্ভাবনা থাকে:
আপনি যেভূলটা করলে আপনার এ্যাকাউন্টটি ডিজেবল হয়ে যাবে তা জেনে রাখুন তা না হলে আপনার
অনেক সমস্যা হতে পারে।
+১ দিয়ে পয়েন্ট নেয়ার সময় “ডোন্ট ক্লিক” লিখা থাকলে ক্লিক করবেন না। যদি ক্লিক করেন,
তাহলে পয়েন্ট পাবেন না এবং আইডি ডিজেবল করে দেয়া হবে। তবে ডোন্ট ক্লিক লিখা চলে গেলে, তখন
ক্রস বাটন চেপে বা ক্লোজ নাউ বাটনে ক্লিক করে বের হয়ে যাবেন।
যেকোনো সমস্যা বা তথ্যের জন্য তাদের ফেসবুক গ্রুপে যোগাযোগ করতে পারেন। গ্রুপ লিংক অ্যাপে
দেয়া আছে।
তবে তাদের পেমেন্ট দিতে একটু সময় লাগতে পারে। কিন্তু আপনার টাকা আপনি পেয়ে যাবেন। আর
প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে পেমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন আর ২০ তারিখের পর পেমেন্ট পেয়ে
যাবেন। তবে কেউ না বুঝে কাজ করবেন না আবারও বলছি।
আরো জানুন : মাইক্রোওয়ার্কারস থেকে আয় করুন সহজ উপায়ে
এই আর্টিকেলে আমি আপনাদের BD Earn Pro অ্যাপ সম্পর্কে বলেছি যা দিয়ে স্মার্টফোনে অ্যাড দেখে
আয় করতে পারবেন সহজেই। তবে অবশ্যই আপনাকে ঠিকভাবে কাজ করতে হবে। তাহলে এখনই অ্যাপ
টি ইন্সস্ট্রল করে আয় করা শুরু করে দিন। খুব বেশি সময় দিতে হবে না প্রতিদিন, তবে কখনো এক সাথে
সব পয়েন্ট আর্ন করবেন না। দুই ঘন্টা পর পর কাজ করবেন। তাহলে ভালো পেমেন্ট পাবেন, প্রতিদিন
খুব বেশি হলে ১৫০ পয়েন্ট আর্ন করতে পারবেন।
যদি আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদেরও জানিয়ে দিন কিভাবে
অ্যাড দেখে আয় করতে হয়।
ভাল থাকবেন।।