Bangladeshi Site ” Outsource my job.com” এ্যাকাউন্টটি কিভাবে খুলবেন তার বিস্তারিত আলোচনা। (How to Open “Outsource my job.com”)

www.outsourcemyjob.com  

সূচনা :  

আমরা যারা অনলাইনে কাজ করি তারা সকলেই জানেন । অনলাইনে কাজ করা কেমন । কারো ও কাছে এটি খুবিই ভাল, আবার কারো কাছে খুবিই কস্টের , অনেকে কাজ করে , কিন্তু টাকা তুলার সময় ঝামেলাই পড়েন । আবার অনেকে টাকা উঠানোর দিক গুলো জানে , তারা অনায়াসে টাকা তুলতে পারে । 

Upwork, Freelancer. com, Fiverr এর মতো International Freelancing  

Marketplace গুলোতে দেখা যায় ,অনেক Freelancer রা Bid করতে করতে কাজ পান না । কারণ ওই Marketplace  গুলোতে বিভিন্ন দেশের Freelancer  দের সংখ্যা অনেক বেশি আর তাই  Competion ও অনেক বেশি।. 

তাই এখানে নতুন Freelancer রা চেষ্টা করতে করতে কাজ না পেয়ে হতাশ হয়ে Freelancing  থেকে দূরে সরে যান। আর তাদের কথা চিন্তা করে OutsourceMyJob এ আমাদের দেশ শুধুমাত্র  Bangladeshi Freelancer দের কে কাজ করার সুযোগ করে দি্যেছে । যেহেতু শুধুমাত্র বাংলাদেশি  Freelancers রা এখানে কাজ করার সুযোগ পাচ্ছেন তাই এখানে Competition থাকবে কম আর  আপনি কাজ ও পাবেন সহজে। 

এখানে ও অন্য সাইটের মতো ব্যাপক সুযোগ সুবিধা আছে । অন্যান্য Marketplace  এর মতো এখানে সকল Client  রা ও বিদেশি । আর তাদের সাথে কাজ করে  নিজের Skill Develop করতে পারবেন। আপনি এখানে এ্যাকিউন্ট করতে যা করবেন তা আমি আপনাদের কে ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি আশা করি  আপনাদের ভাল লাগবে । এবং আমার দেখানো পথে আপনারা এগিয়ে যেতে পারবেন । এখানে টাকা উঠানোর তেমন কোন জটিলতা নেয় । আপনি আপনার পেমেন্ট আপনার দেশের ব্যাংক থেকে খুবিই সহজে তুলতে পারবেন । 

Registration করে শুরু করুন আপনার Freelancing Career এখানে ক্লিক করুন  

Out source my job.com একাউন্ট খুলার পদ্ধতি : 

  1. প্রথমে আপনাকে Out source my job.com এ র্সাচ দিতে হবে । পেজটি আসলে আপনি যেহেতু নতুন এ্যাকাউন্ট খুলবেন সেহেতু সাইন আপ লেখাটিতে ক্লিক করবেন । তারপর এ ফর্মটি পূরন করবেন ।  

তারপর সাইন আপ ক্লিক করবেন । এখানে ক্লিক করুন — সাইন আপ  

আপনার এ্যাকাউন্ট খোলা হয়ে যাবে ।  

2. আপনি কনফারমেশন পেতে আপনার ইমেইল এ্যাকাউন্ট খুলে তাদের পাঠানো ইমেইল ওপেন করে Out source my job.com এ ডুকবেন ।  

 এ ধরনের একটি ফর্ম আসবে আপনি আপনার ইমেইল ও পাশ ওয়াড দিয়ে খুবিই সহজে ডুকতে  

পারবেন । 

3.আপনি চাইলে আপনার Facebook  বা Google Plus এ মাধ্যমে এখানে এ্যাকাউন্ট খুলতে পারবেন । 

এ্যাকাউন্ট খুলার পড়ে । আপনাকে যা করতে হবে তা হলো : 

1.আপনার পরিচয় দিতে হবে । 

2.আপনার ছবি আপলোড করতে হবে । 

3.আপনি যে সব বিষয়ে কাজ করতে আগ্রহী সে সব বিষয়ে পরীক্ষা দিতে হবে । 

 4.তারপর আপনাকে কাজের জন্য Bid  করতে হবে । 

এখানে যে ধরনের কাজ থাকে তা হলো : 

1.Data Entry 

2.Web Design 

3.Web and Mobile App Development 

4. SEO 

5.Content Writing 

6.Social Media Marketing 

7.Graphic Design 

8. Logo Design 

সহ আরো বিভিন্ন ধরনের Project এ কাজ করার সুযোগ পাবেন। OutsourceMyJob (OMJ) এ Competition অনেক কম তাই রয়েছে সহজে কাজ পাবার সুযোগ । 

রেফারেল বন্ধু করানো থেকে আয় : 

আপনি বিনা পরিশ্রমে শুধু মাএ আপনার বন্ধুদের কে এখানে এ্যাকাউন্ট খুলে পেতে পারেন ডলার । এখন আপনার অ্যাকাউন্ট খুলুন এবং প্রতি রেফারেল থেকে $ 4 ডলার বা তারো বেশি উপার্জন করতে  পারবেন । ধরুন, আপনি পাঁচজন বন্ধুকে উল্লেখ করেন – যদি তারা একটি অ্যাকাউন্ট তৈরি করে তবে আপনি 

 4 * 5 = $ 20 পাবেন। 

সুতরাং আর অপেক্ষা না করে আজিই শুরু দিন  আজই Registration করুন এখানে ক্লিক করুন : http://bit.ly/2Fp1G1W  

আপনার আয় করা হবে । আপনি ভাল থাকবেন । দেশ ভাল থাকবে । দেশের কিছুটা হলেও বেকার সমস্যা দুর হবে । কাজ করুন । 

ধন্যবাদ  

Leave a Comment