আপনি চাকুরী করছেন ।এটা ভাল কথা কারন সকলে ভাল একটা চাকুরী আশা করে । এবং আশা করে যেপরিবার পরিজন নিয়ে ভাল থাকবে। কিন্তু এমন কোন চাকুরী নেয় যেখানে কোন কষ্ট নেয়। বা পরিশ্র্রম নায়।
আমাদের দেশে চাকুরী মানে চাকর সে যেই চাকুরী হোক না কেন । আপনি গাধার মত পরিশ্রম করবেন ফলে কি পাবেন শুধু হতাসা আর কস্ট ।
সত্য ঘটনা :
আমার বন্ধু রনি সে বেকার ছিল আমার মত । অনেক জায়গায় চাকুরী খুজে না পেয়ে প্র্রায় হতাস হয়ে গিয়ে ছিলো । হঠাৎ একদিন একটা প্রাইভেট কোম্পানিতে চাকুরী পেল । রনি ও আমরা সকল বন্ধু খুব খুশি হলাম ।তার পরিবার ও খুব হলো । সে চাকুরীর সুবাদে পরিবার ছেড়ে ঢাকায় চলে গেল । এবংসেখানে চাকুরী করতে লাগলো ।
প্রথম অবস্থায় ও আমাদের সাথে যোগাযোগ করতো ।আমরা ও মাঝে মাঝে যোগাযোগ করতাম কিন্তু হঠাৎ যোগাযোগ বন্ধ হয়ে গেল । আমরা ও তেমন গুরুত্ব দিলাম না পরে আমরা ও একে একে যে যার কাজে চলে গেলাম আমরা তিন বন্ধু মিলে অনলাইনে কাজ করতাম । ভালই আয় হতো আমাদের ,আমরা অনেক বার চেস্টা করেছি রনিকে অনলাইনে কাজ করানোর জন্য কিন্তু সে এসব কাজের প্রতি তার তেমন বিশ্বাস ছিলো না ।
আমরা অনলাইনে কাজ করে এক একজন ভাল অবস্থানে চলে গিয়েছি ।কিন্তু রনির কথা বলতে পারবো না ।হঠাৎ একদিন রনির সঙ্গে দেখা হলোতাকে বলেছিলাম চাকুরী কেমন হচ্ছে সে আমাকে যা বললো এটা আশা করি সকল চাকুরী জীবিদের জানা । সারা মাস গাধার খাটুনি খেটে মাস শেষে সে যে বেতন পায় তাতে তার সংসার চলে না ।
তারপরেআছে অফিসের অনেক কাজের চাপ । আর কাজ ঠিক মত না হলে শুনতে হয় স্যারের বকুনী । তার মধ্যেসময় পাওয়া যায় না পরিবারকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার এছাড়া ও আরো অনেক সমস্যার কথা বললো রনি আমাকে ।
এ্যাফিলিয়েট মার্কেটিং এ কাজ :
তখন আমি তাকে বুদ্ধি দিলাম যে কাজের পাশা পাশি অনলাইনে এ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করার জন্য । এখানে কাজ করে যেমন মনে শান্তি পাওয়া যায় । তেমনি সময পাওয়া যায় প্রচুর পনিমানে ।এ সময়ে পরিবার ও বন্ধুদের কে নিয়ে যেখানে খুশি বেড়াতে যাওয়া যাবে ।এখনে তেমন কোন পরিশ্রম নায় । তবে একটি নিদিষ্ট সময় পর আয় করা যায় প্রচুর টাকা ।
রনি আমার কথাটি শুনলো এবং সে আমাদের সঙ্গে এ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করছে তার কাজের পাশা পাশি । টাকা আয় হলে সে এই লাইনকে পেশা হিসাবে বেছে নেবে । তখন সে চাকুরী ছেড়ে দেবে ।
কিছু কথা :
এই রনির মত অনেক মানুষ আছে যারা তাদের কাজের জায়গায় সন্তুষ্ট না । তাদের জন্য আমার ছোট একটা কথা বন্ধু চাকুরী ছাড়তে বলছি না । আপনার চাকুরীর পাশা পাশি এ্যাফিলিয়েট মার্কেটিং কাজ টি একটু করে দেখুন আপনার ভাল লাগবে অবশ্যই । আরো ভাল লাগবে যখন আপনি এখান থেকে আয় করতে শুরু করবেন । আপনার ধৈয্য ও পরিশ্রম আপনাকে এনে দিতে পারে শান্তি ও অজস্র সময় ।
শেষের কথা :
মনে শান্তি, অজস্র সময়, নিজে নিজের মালিক হওয়ার ইচ্ছা যদি আপনার থাকে । তবে কোন চিন্তা না করে আজ থেকে এ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ শুরু করে দিন । যতো দেরি করবেন ,ভেবে রাখুন ততো সময় পার হয়ে যাবে আপনার জীবন থেকে যা আর চাইলে ও ফেরাতে পারবেন না ।
আজ এখানে শেষ করি সামনে কথা হবে অন্য কোন বিষয় নিয়ে যেটা আপনার আমার সকলের জন্য প্রয়োজন সেই সব বিষয় নিয়ে।
ভাল থাকবেন