Alertpay এ্যাকাউন্ট খুলবেন যেভাবে।

আমাদের অনেকের অনলাইনে আয় করার ইচ্ছা আছে কিন্তু বিস্তারিত না জানার কারণে আমারা তা

করতে পারি না । আর অনেকে চেষ্টা করে ব্যাথ হওয়ার কারণে এখন আর চেষ্টা করি না । তাই আমি

আজকে একদম প্রথম থেকে বা প্রাথমিক পর্যায় থেকে সুরু করব কি ভাবে অনলাইনে আয় বা উপার্জন

করা যায় । আর এক্ষেত্রে আমি যতটুকু জানি তার সবটুকুই আপনাদের জানানোর চেষ্টা করব ।

আপনি অনলাইন আয় এর জন্য প্রথমে যে অত্যাবশ্যক বিষয় তা হল আপনার একটি অনলাইন  ব্যাংক

অ্যাকাউন্ট থাকতে হবে । এক্ষেত্রে আমাদের অনেকের বিভিন্ন অনলাইন ব্যাংক যেমন পেপাল , এলাট-পে ,

মানিবুকারস ,  লিবারটি-রিসারব  ,  ইত্যাদি সব গুলো সর্ম্পকে জানা রয়েছে। আপনি যেকোন একটি

এ্যাকাউন্ট খুলে নিতে পারেন।

আর তাই প্রথম কাজ হল আপনাকে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে । তাই আপনি যা করতে

পারেন পেপাল বাংলাদেশে সাপোর্ট করে না আশা করি শিগ্রই সাপোর্ট করবে ।

আজ আমি Alertpay সর্ম্পকে কথা বলবো। Alertpay – এটি আমাদের দেশে সাপোর্ট করে এবং এতে

অনেক সুবিধা রয়েছে আপনি এতে একটি অ্যাকাউন্ট করে নিন । করার জন্য নিচের ধাপ গুলো একে একে

অনুসরন করুন: ।

1.প্রথমে এই সাইট এ লগইন করে নিন ।

2.তারপর এই সাইন-আপ বাঁটনে ক্লিক করুন ।Alertpay Sign Up

3.এখন আপনার দেশ এবং অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করে নিন।

4.অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করার ক্ষেত্রে প্রথমে পারসোনাল স্টারটার সিলেক্ট করুন । কারণ এর কিছু

সুভিদা রয়েছে । যেমন প্রথম কিছুদিন ডলার লেনদেন এর ক্ষেত্রে আপনার কোন চার্জ কাটবে না এটা মনে

হয় ৪০০৳ পর্যন্ত থাকবে ।

5. তারপর অটোম্যাটিক এটা পারসোনাল প্রো হয়ে যাবে এবং চার্জ প্রযোজ্য হবে । কিন্তু যে কিছুদিন চার্জ

ব্যাতিত লেনদেন করা যায় তাই তো লাভ । আর আমরা বাংলাদেশি হিসেবে লাভের কোনও অংশ

ছাড়তে চাই না ।

6.alertpay এর আরেকটি মুল সুবিধা হল এটি বাংলাদেশের ব্যাংক সাপোর্ট করে । এজন্য আপনি

কিভাবে বাংলদেশ এর ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্ট যুক্ত করবেন তা এখান থেকে দেখে নিন ।

7.এখানে আপনার অ্যাকাউন্ট ইনফর্মেশন দিন । তারপর নেক্সট ক্লিক করুন .

8. এবার আপনার ইমেইল দিন । পাসওয়ার্ড দিন । একটি গোপন নাম্বার দিন । যা আপনার সবসময়

যখন লেনদেন করবেন দরকার হবে ।

9.পরে আপনার ডেলিভারি প্রশ্ন গুলো ঠিক করে দিন ।

10.আপনি ব্যাতিত কেউ ব্যাবহার করলে ইয়েস দিন । তারপর ওয়ার্ড ভেরিফিকেশান  করুন ।

11. তারপর তাদের নিয়ম এর সাথে একাত্ততা করার জন্য তিক চিহ্ন দিন ।

12. তারপর আপনার ইমেইল চেক করুন alertpay থেকে যে মেইল পাঠান হয়েছে সেখানে যে লিঙ্ক টি

আছে তাতে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট একটিভ করে নিন ।

13. তারপর আপনার অ্যাকাউন্ট এ লগইন করুন ।

তারপর কাজ শুরু করুন আর এখান থেকে সহজে টাকা উত্তোলন করুন কোন প্রকার ঝামেলা ছাড়াই।

লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার

সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে

অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে

রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।

ভাল থাকবেন।

Leave a Comment