এফিলিয়েট মার্কেটিং বদলে দিতে পারে আপনার জীবনকে। (Affiliate marketing can change your life. )

এফিলিয়েট মার্কেটিং হলো একটি অত্যাধুনিক বিপণন ব্যবস্থা যার দ্বারা একজন অনলাইন মার্কেটার একটি নির্দিষ্ট কোম্পানির অধীনে থেকে তার পণ্যগুলি প্রোমোট করে উক্ত রেফারেলগুলি থেকে উৎপন্ন ট্র্যাফিক বা বিক্রয়গুলির জন্য যে একটি নির্দিষ্ট অংশ কমিশন অর্জন করে তাকেই এফিলিয়েট মার্কেটিং বলে!

এফিলিয়েট মার্কেটিং এর জনক হলেন উইলিয়াম জে টবিন!তিনিই প্রথম এফিলিয়েট মার্কেটিং ব্যবস্থার উদ্ভাবন করেন ১৯৮৯সালে! তারপর থেকে এই প্রক্রিয়া বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় হতে শুরু করে এবং বর্তমানে প্রায় বড় বড় কোম্পানিগুলো এই পদ্ধতি অনুসরণ করে সফলতার শীর্ষে অবস্থান করছে তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো আমাজন.কম!

এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল যে কিনা আমাজন.কম এর নাম শোনেন নাই!আর সেই আমাজন.কম এর প্রতিষ্ঠাতা  জেফ বেজোস বর্তমানে বিশ্বের সেরা ধোনির মুকুট পড়েছেন শুধুমাত্র এই এফিলিয়েট মার্কেটিং এর বদৌলতে তার অন্যতম কারণ হলো এফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে “কেউ খাবে আর কেউ খাবেনা,তা হবেনা তা হবেনা”এখানে সকলের সম্মিলিত প্রয়াসেই সফলতায় পৌঁছাতে হয়!

নিশ্চয় আপনার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিভাবে? আপনার মনে প্রশ্ন আসাটাই স্বাভাবিক আর তার সমাধান দেয়াই আমার কাজ! কারণ আমার এই ওয়েবসাইট এর মূলউদ্দেশ্যই হলো আপনাকে সহযোগিতা করা! যাহোক মূলকথায় আসা যাক,সহজ ভাষায় বলতে গেলে এফিলিয়েট মার্কেটিং হলো কমিশন ভিত্তিক একটি মার্কেটিং প্ৰক্ৰিয়া,

যেমন ধরুন আপনার একটি পণ্য আছে এবং ঐ পণ্যটি আপনার এক বনধু আপনার অন্য ১০ জন বনধু কে জানালো এবং এতে করে আপনার বিক্রি বেড়ে গেলো এবং বিনিময়ে আপনি ঘোষণা দিলেন যে যার মাধ্যমে আপনার পণ্য সেল হবে তাকে আপনি প্রত্যেকটা সেল এর জন্য ঐ পণ্যের সর্বমোট মূল্যের একটা নির্দিষ্ট অংশ তাকে কমিশন হিসাবে দিবেন সেটা হতে পারে ৫% কিংবা ১০% এবং এর মাধ্যমে আপনার ও বিক্রি বেড়ে গেলো এবং যাকে আপনি কমিশন প্রদান করছেন তার মধ্যেও একটা স্পৃহা বেড়ে গেলো আপনার পণ্য প্রমোট করার জন্য!

এতে করে আপনিও লাভবান হচ্ছেন এবং অপরদিক থেকে আপনার বন্ধুও লাভবান হচ্ছে আর যে আপনার পণ্যটি কিনছেন সেও একটি ভালোমানের প্রোডাক্ট পাচ্ছেন! শুধু তাই-ই নয় সে যদি চায় তাহলে সেও আপনার পণ্যটি তার বন্ধুদের জানানোর মাধ্যমে কমিশন লাভ করার একটি সুযোগ পাচ্ছেন!কাজেই এখানে কারো ঠকার কোনো কারণ তো নেই ই বরং সবাই লাভবান হচ্ছেন তবে কেউ কম কেউ বা বেশি!যেমন পণ্যটি আপনার নিজের হওয়ায় তার পেছনে আপনাকে

প্রথমত তৈরির জন্য ইনভেস্ট করতে হচ্ছে এজন্য আপনি লভ্যাংশ বেশি নিবেন এটাই স্বাভাবিক আর অপরদিকে যারা আপনার পণ্য প্রমোট করছে তাদের দিচ্ছেন একটি নির্দিষ্ট অংশ! আপনি একবার ও ভেবে দেখেছেন কি যদি আপনি প্রচলিত পদ্ধতিতে একটি ব্যবসার প্রসার ঘটাতে চান তাহলে আপনার প্রয়োজন হবে প্রচুর ইনভেস্টমেন্ট এর কারণ আপনাকে প্রথমত অ্যাড দিতে হবে বিভিন্ন টিভি চ্যানেল,পত্র-

পত্রিকায়,এছাড়াও মার্কেটের নিয়োগ দিতে হবে আপনার পণ্যপৌঁছানোর জন্য আরো নানাবিধ খরচ থাকছে কিন্তু এফিলিয়েট মার্কেটিং এ তার প্রয়োজন পড়ছেনা কারণ এখানে আপনার পণ্য লোকমুখে ই প্রচার হয়ে যাচ্ছে কাজেই আপনার বাড়তি খরচ ও বেঁচে যাচ্ছে! আর ঠিক এই কারণেই এই পদ্ধতিটি এতটা জনপ্রিয়তা লাভ করে এবং অদূরভবিষ্যতে এর জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাবে এবং প্রতিটি কোম্পানি এই সিস্টেম এর অধীনে চলে আসবে! আমাদের দেশও কোনো দিক থেকে পিছিয়ে নেই এফিলিয়েট

মার্কেটিং এর দিক থেকে কারণ এদেশে অনেক বড় মাপের এফিলিয়েট মার্কেটের আছেন যারা আজ নিজেদেরকে সফলতার স্বর্ণশিখরে নিয়ে গেছেন! আপনি ও হতে পারেন । তাই আজ থেকে শুরু করতে পারেন । আমার বিশ্বাস আপনি ও পারবেন ।এফিলিয়েট মার্কেটিং বিষয়ক আরো আর্টিকেল পেতে আমার ওয়েবসাইট টি নিয়মিত ভিসিট করুন ও যেকোনো তথ্যের জন্য আমার সাথে যোগাযোগ করুন!

Leave a Comment