Adobe Photoshop কাজ শিখলে কি কি করা যায়।

.

Adobe Photoshop  একটি চমৎকার সফটওয়্যার। Adobe Photoshop  দিয়ে কম্পিউটারে বিভিন্ন ধরনের কাজ করা যায়।পাশাপাশি

আপনি অনলাইনে বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করতে পারেন এবং আশা রাখি অনেক টাকা আয় করতে পারবেন।আপনারা দেখে থাকবেন বিভিন্ন

স্টুডিওতে ফটো শপের কাজ করা হয় এবং ফটো এডিটিং এর জন্য ফটোশপ ব্যবহার করা হয় এই ফটো এডিটিং ছাড়া ফটোশপ আরো অনেক

কাজ রয়েছে যে কাজগুলো আপনি ফটোশপ দিয়ে করতে পারবেন ।

.

আজ আমি আলোচনা করবো  Adobe Photoshop  এর কাজ শিখে আপনি অনলাইনে ও অফলাইনে কি কি কাজ করতে পারবেন এবং

অনেক টাকা আয় করতে পারবেন।

.

Adobe Photoshop এ কি কি করতে পারবেন:

1. ফটোশপ এর মাধ্যমে  আপনার নিজের ক্রিয়েটিভিটি উপস্থাপন করতে পারবেন।

.

2. ফটোশপের মাধ্যমে আপনার নিজের ভিতর যে কল্পনার চিত্রটি আসবে সেটি  বাস্তবিক ভাবে উপস্থাপন করতে পারবেন ।

.

3.কাজের সৃজনশীলতা তুলে ধরতে পারবেন ফটোশপের মাধ্যমে।

.

4.ফটোশপ দিয়ে বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইনের কাজ করা হয় ।

.

5. ফটোশপের মাধ্যমে প্রায় সব ধরনের গ্রাফিক্স ডিজাইন করা যায় যেমন বিভিন্ন এনিমেশন এবং বিভিন্ন গ্রাফিক্স দেখানো হয় সেগুলো মূলত

ফটোশপ দিয়ে তৈরি করা হয়।

.

6.ফটোশপ দিয়ে ভিডিও এডিটিং এর কাজ ও করা যায় যা আপনার কম্পিউটারের কনফিগারেশন খুবই ভালো হয় তাহলে আপনার ভিডিও

এডিটিং এর কাজও করতে পারবেন

.

7. বিভিন্ন ধরনের এনিমেশন তৈরি করতে পারবেন।

.

8.ফটোশপ দিয়ে আপনার নষ্ট হয়ে যাওয়া  কোন ছবি কে পুনরায় ফিরিয়ে আনতে পারবেন আগের রূপে।

.

9. ফটোশপ ফটো এডিটিং এর একটি চমৎকার সফটওয়্যার যেকোনো ভাঙ্গাচুরা ফটো কে আপনি সুন্দর একটা লুকিং দিতে পারবেন ফটোশপ

সফটওয়্যারটির মাধ্যমে।

10.ফটোশপের মাধ্যমে আপনি খুব সুন্দর করে টাইপ করতে পারবেন এবং টাইপোগ্রাফির কাজ করতে পারবেন।

.

11.বিভিন্ন ব্যানার পোস্টার ডিজাইন করতে পারবেন ফটোশপ দিয়ে।

.

12. টেক্সট কে খুব সুন্দর করে সাজাতে পারবেন । বিভিন্ন পিকচার এবং বিভিন্ন গ্রাফিক্স দিয়ে যেটা দেখতে খুবই আকর্ষণীয় লাগে।

.

13. ফটোশপ দিয়ে আর্টওয়ার্ক এর কাজ করতে পারবেন। ফটোশপে একটি ব্রাশ টুল রয়েছে এই টুল এর মাধ্যমে আপনি প্রচুর পরিমাণে আর্টওয়ার্ক

এর কাজ করতে পারবেন ও সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন।

.

14. ফটোশপ দিয়ে খুব সুন্দর ভাবে আপনার ছবির কালার পরিবর্তন করে ফেলতে পারবেন।

.

15.ফটোশপের দিয়ে আপনি টি শার্ট ডিজাইন করতে পারবেন।

.

16.ফটোশপের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবেন আপনার ফটোর মধ্যে খুবই সুন্দর কিছু ইফেক্ট এর মাধ্যমে আপনার

ছবিকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারবেন ।

.

17.ফটোশপ দিয়ে ওয়েব ডিজাইনের কাজ করতে পারেন ওয়েব ডিজাইনের সাধারণত প্রথম ধাপের কাজটি করে থাকে ওয়েব ডিজাইনার

এবং ওয়েব ডিজাইনাররা ব্যবহার করে থাকে।এই ফটোশপ সফটওয়্যার টি ব্যবহার করে আপনি খুব সুন্দর ভাবে ওয়েব ডিজাইন করতে

পারবেন এবং ওয়েব ডিজাইন করে দিতে পারবেন বিভিন্ন মার্কেটপ্লেসে এবং মার্কেট থেকে প্রচুর পরিমানে আয় করতে পারবেন।

.

পরিশেষে বলা যায় যে আপনি বা আপনারা চমৎকার সফটওয়্যার  ফটোশপ এর মাধমে কাজ শিখে অনলাইনে এবং অফলাইনে কাজ করতে

পারবেন। কারন এটি শিখতে পারলে আপনি অনেক কাজ পাবেন টাকা আয় করার জন্য । তাই কাজটি আজিই শিখতে শুরু করে দেন।

.

Best Affiliate Marketing Site

Fiverr         Name cheap             Bluehost         Grammarly          Theme Forest.

formula desk.   SEMrush     Amazon Associatesithemes.

Hostgator.    Domain.com.

.

ভাল লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভূলবেন না ।

ভাল থাকবেন।।

Leave a Comment