6 things. Life does not come when it’s gone.

৬টি জিনিস জীবন থেকে চলে গেলে আর আসে না।

1.জীবন  (Life )

 জীবন সকল মানুষের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ । একবার চলে গেলে, তা আর কখনো ফিরে পাওয়া

যায় না । আপনি আমি শতবার চাইলেও আর ফিরে পাবো না ।  তাই আমাদের যা করার ও যা দেখার

একবারের জীবনেই করতে হয় ।

2. সময়  (Time) –
SEMrush

সময় আমাদের কাছে দ্বিতীয় সবচেয়ে মূল্যবান উপহার। আমাদের এ ছোট জীবনে যেটুকু সময় পায় তাও

যদি আমরা অপচয় করি ফেলি তবে আর কি থাকে বলুন। তাই এর সঠিক ব্যবহার করা উচিত। কারন

সময় একবার চলে গেলে আমরা আর ফিরে আসব না।

3. বিশ্বাস (Trust)-

বিশ্বাস একটি আয়না মত। একবার ভেঙ্গে গেলে আপনি এটি আবার পুরণ করতে পারবেন না। যদিও

আপনি কিছু আঠালো কিছু দিয়ে পূরন করার চেস্টা করেন। কিন্তু সে ভাঙ্গা লাইন থাকবে।

 4. সত্যিকারের বন্ধু ( True Friends )-

পারিবারিক সম্পর্ক আমরা জন্মগ্রহণ করি। কিন্তু বন্ধু আমরা নিজেদের জন্য করে থাকি। তাদের মধ্যে

কিছু আপন আর কিছুটা হালকা। যারা আপনার সত্য বন্ধু হয়। তারা যদি আপনার সাথে প্রতারণা করে

তবে আপনি তাদেরকে আর আপন করে নিতে পারবেন না । এটা সত্য কখা ঠিক বললাম তো । এটায়

সত্য।

5. শ্রদ্ধা  (Respect ) –  

‘সম্মান অর্জনের জন্য কয়েক বছর সময় লাগে, তবে এটি হ্রাস করার কয়েক সেকেন্ড সময় নেয়। কিন্তু

একবার চলে গেলে, তুমি কখনো ফিরে পাবে না ‘।

6. শব্দ ( Words)  –

একবার আপনি কোন কথা বললে সেটাকে আর ফেরানো যা্বে না। শব্দ এর ভিতর ক্ষতি করার ক্ষমতা

আছে । তাই আপনি যা বলবেন ভেবে ,চিন্তা করে বলবেন।

সর্বদা মনে রাখবেন, “লোকেরা যা বলেছে তা ভুলে যাবে। তারা কীভাবে আপনি তাদের অনুভব করেছেন

তা তারা কখনও ভুলে যাবে না “আপনার শব্দগুলি বিজ্ঞতার সাথে চয়ন করুন।

অতএব বন্ধুরা আমরা যা করি না কেন ।সর্বদা খেয়াল রাখা উচিত । এ সমস্ত বিষয়ের উপর তবে

আপনি ভাল থাকবেন । ভাল চলবে আপনার জীবন কাল ।

সেরা ডোমেন ও হোস্টিং সাইট : Name cheap .com

সেরা ওয়েব সাইট টুল সম্পকে জানতে : SEMrush Tool

ভাল থাকবেন কেমন ।

Leave a Comment