- বিখ্যাত মনীষী ভলতেয়ার এর সেরা ২৫ উক্তি ।অনুপ্রেরণামূলক উক্তি।
- বিখ্যাত মনীষিদের সেরা ২৫ উক্তি!!অনুপ্রেরণামূলক উক্তি (আপনার জীবন পরিবর্তন করুন)।
- রোনাল্ড রিগান এর সেরা ২৫ উক্তি!!অনুপ্রেরণামূলক উক্তি।শিমন পান
- হিটলারের কিছু মূল্যবান কথা ও উক্তি।শিমন পান
- Rabindranath Tagore Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
আমাদের দেশে বা বিদেশে অনেক মানুষ আছে । যারা লেখালেখি করতে ভাল বাসে । আবার অনেকে সখের বসে লিখতে লিখতে কবি হয়ে গিয়েছে।এ রকম উদাহরন আপনি চাইলে আপনার আশে পাশে অনেকমানুষ পাবেন । আপনার লেখা আপনার মনের কথা বলে, আপনার চেতনাকে জাগিয়ে রাখে ।
এ রকম অনেক বন্ধু আছে যারা লিখেছেন গল্প, কবিতা বা উপন্যাস কিন্তু পাবলিস করতে পারছেন না ।তাদের জন্য আমার এ লেখা টি ।
বই কার মাধ্যমে পাবলিশ করবেন :
আগে মানুষ লেখালেখি করতো কিন্তু পাবলিশ করতে অনেক খরচ তাই আমাদের মাঝ থেকে অনেক নামনা জানা কবি ,সাহ্যিতিক হারিয়ে গিয়েছে ।তাদের লেখা গুলো যদি থাকতো তাহলে মানুষ আরো নতুন কিছু শিখতে পারতো। আজ আর ভাবা ভাবির কিছু নায় ।আপনার লেখা আপনি নিজে পাবলিশ করতে পারবেন ।
তা সম্ভব হয়েছে শুধু মাএ অনলাইনের জন্য।অনলাইনের যুগে এখন আর পাবলিশের জন্য কারো পা ধরে বেড়ানো লাগেনা একটি লেখা পাবলিশ করার জন্য ।এখন খুব সহজে নিজেই নিজের বই বের করে আয করা যায়।কিন্তু অনলাইনের সহায়তায় নিজে থেকে পাবলিশ করা বই বেশি মানুষের হাতে পৌছানো সম্ভব!
আরো পড়ুন: ওয়েবসাইট কি? একটি ওয়েবসাইটে কি কি সুবিধা থাকে?
শুধু মাএ অনলাইনের জন্য।অনলাইনের যুগে এখন আর পাবলিশের জন্য কারো পা ধরে বেড়ানো লাগেনা একটি লেখা পাবলিশ করার জন্য ।এখন খুব সহজে নিজেই নিজের বই বের করে আয করা যায়।কিন্তু অনলাইনের সহায়তায় নিজে থেকে পাবলিশ করা বই বেশি মানুষের হাতে পৌছানো সম্ভব!
বই কিভাবে পাবলিশ করবেন :
যে বিষয়ে পারদর্শী, তার উপর বই লিখতে হবে। সেটা জীবন কাহিনী,গল্প,উপন্যাস,কবিতা হতে পারে। এমএস ওয়ার্ড থেকে লেখা গুলোকে পিডিএফ, ই-পাব, ডক তৈরি করতে হবে। বিভিন্ন কোম্পানীর মাধ্যমে (যেমন, mediafire) সেগুলো প্রিমিয়ার করে সেল করতে পারেন।
অবশ্য তার বিনিময়ে তাদেরকে কিছু টাকা প্রদান করতে হবে। নিজের ওয়েব সাইট থাকলে সেখানে পাবলিশ করতে পারেন । তাহলে আপনার বারতি কোন টাকা খরচ হবে না ।
কিছু কথা :
অনলাইনে কিছু বই আগে ফ্রি পাবলিশ করতে হবে ।এখানে আপনার লাভ ছাড়া কোন ক্ষতি হবে না । তার মাধ্যমে যারা পড়বে তারা আপনার লেখার মান বুঝতে পারবে। যে লেখাটি প্রিমিয়াম করতে চান তার কিছু অংশ ফ্রি ভাবে পাঠক কে পড়তে দিলে তারা বইটি পেতে আগ্রহী হবে। তখন বাকি টুকুর জন্য তারা সম্পূর্ণ বইটি পেতে চাইবে তা প্রিমিয়াম হলেও। এভাবে ইনকাম আপনার হাতের নাগালে চলে আসবে।
আরো পড়ুন: কীভাবে অতিথি পোস্ট অন্যান্য ব্লগগুলিতে পোষ্ট করবেন।
অনলাইনে বিভিন্ন কোম্পানী আছে যারা ডোমেন ও হোষ্টিং বিক্রি করে থাকে । পাশাপাশি বিভিন্ন উন্নতমানের থিম ও বিক্রি করে থাকে। এবং কিছু বিশেষ সময়ে তারা বিভিন্ন প্রোডাক্টে বছরের নানা সময় বড় ধরণের ছাড় দিয়ে থাকে । আর আমি আমার এই পেইজে বিশাল বিশাল ছাড়গুলো আপনাদের জানাতে থাকবো যাতে করে আপনারা কিছুটা টাকা বাঁচাতে সক্ষম হন।
এবং এ ছাড় পাওয়া মাএ এসব প্রোডাক্ট কিনতে পারেন ।কোন ঝামেলা ছাড়া ।তো এই ওয়েবপেইজটিতে নিয়মিত চোখ রাখুন ও নিত্য-নতুন ছাড় সমূহ সম্পর্কে জানুন।
Namecheap কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট এর বিষয়ে জানতে নিচে ক্লিক করুন:
Domains সর্ম্পকে ক্লিক করুন । কোন প্রোডাক্টে র কেমন দাম ।
Hosting সর্ম্পকে ক্লিক করুন । কোন প্রোডাক্টে র কেমন দাম ।
WordPress সর্ম্পকে ক্লিক করুন । কোন প্রোডাক্টে র কেমন দাম ।
Security SSL Certificates সর্ম্পকে ক্লিক করুন । কোন প্রোডাক্টে র কেমন দাম ।
সীমিত সময়ের জন্য Namecheap এ বর্তমানে চলমান আকর্ষণীয় ছাড়সমূহ!
Namecheap Stellar হোস্টিং ৫০% ডিসকাউন্ট
Stellar Plus হোস্টিং ২৬% ডিসকাউন্ট
Stellar Business হোস্টিং ২০% ডিসকাউন্ট
পরিশেষে বলতে হয়:
স্বপ্ন সবায় দেখতে পারে । তা বাস্তবায়ন কজনে করতে পারে বলুন । তাই বলছি অনলাইনের কারনে আপনার অনেক পথ পরিষ্কার হয়ে গিয়েছে। আর দেরি করবেন না সময় ফুরিয়ে যাওয়ার আগে আপনারমনের কথা জানিয়ে জান এ পৃথিবীর মানুষের কাছে তাতে নিজে শান্তি পাবেন আর শান্তি পাবে যারা আপনার লেখাটি পড়বে।
ভাল থাকবেন ।