”ইউ টিউব অ্যাকাউন্ট ” কিভাবে খুলবেন?(2021 এর পর্যালোচনা)

বিশ্বের সবচেয়ে বড় ভিডিও সাইট YouTube থেকেও আপনি আয় করতে পারবেন অনেক টাকা। Youtube-এর নাম শোনেননি  এমন কাউকে  হয়ত খুজে পাওয়া দুষ্কর। 2005 সালে 23 April  ইউটিউব  যাত্রা শুরু করে । কিন্তু আপনি কি  জানেন Youtube থেকে আয় করা যায় ?  আপনি Youtube  থেকে কিভাবে আয় করবেন । সে সম্পর্কে আলোচনা করবো আজ । 

YouTube  থেকে আয় করতে যা যা লাগবেঃ 

  1. Camera লাগবে । 
  2. YouTube account থাকতে হবে । 
  3. Google Ad sense Account (১৮ কিংবা তার বেশি বয়স হতে হবে) 
  4. Computer বা Mobile বা অন্য কিছু, যার দ্বারা আপনি YouTube-এ ঢুকবেন পারেন। 
  5. Regular Video Upload করতে হয়। 

Youtube Account তৈরি করবেন:-

১.Youtube এ প্রথমে ফ্রি রেজিষ্ট্রেশন করুন। যদি আগে থেকেই Account থাকে তবে ওটাই ব্যবহার করতে পারেন । 

২.আপনার Channel খুঁজে পেতে Username অবশ্যই ছোট রাখুন, এতে দর্শক মনে রাখতে পারবে।একাউন্ট তৈরী করার সময়  যে কোন  নাম না দিয়ে এমন নাম দেন যার সার্চ বেশী, সে নাম যে কেউ মনে রাখতে পারবে। 

ভিডিও আপলোড করা

Accountএ প্রথমে ‍Sign Up করুন । এরপর  উপরে  দেখুন  আপলোড  লেখা  আছে ।  সেখানে ক্লিক  করে  ভিডিও  আপলোড  করুন । 

১.ভিডিও তৈরীর সময খেয়াল রাখবেন ভিডিও টির কোয়ালিটি যেন ভাল হয় (আমি বলছি, ভিডিও টি আপনার ভিডিও ভিউয়ারদের জন্য আনন্দদায়ক  এবং তারা যেই ধরণের ভিডিওর জন্য সার্চ করছেন সেই ধরণের ভিডিও যেন হয়।) 

২.ভিডিও যেন খুব বেশি বড় না হয়। 

৩.Account Type-এর দিকে লক্ষ রেখে ভিডিও আপলোড করবেন । 

৪.ভাল Software-এর সাহায্যে Video Edit করলে ভাল হয় । 

দর্শক বাড়ান : 

এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ।আপনার আপলোডকৃত ভিডিও বিভিন্ন সোসিয়াল নেটওয়ার্কিং সাইটে শেয়ার করুন।শুধু যে ভিডিও আপলোড করে  দিলেন আর আপনি ট্রাফিক পেয়ে গেলেন, এটা ঠিক নয়। আপনি আপনার ভিডিওগুলো বিভিন্ন সোসিয়াল নেটওয়ার্কিং সাইট যেমন: ফেসবুক, টুইটার,  গুগোল ইত্যাদি সমূহে শেয়ার করুন।

দর্শকদের কমেন্ট করতে বলুন। নিজে কমেন্টের উওর দিন। আপনার প্রতিযোগীদের বা আপনার মত কাজ করছেন এরকম লোকদের অনুসরণ করুন,  আপনি যদি সফল হতে চান, তাহলে আপনার প্রতিযোগীদেরকে অনুসরণ   করুন। দেখুন তারা কিভাবে সফল হচ্ছেন। তাদের সফলতার ইতিহাসটা পড়ুন।

একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি Youtube-এর পাটনার হলে কিছু এক্সট্রা Facility পাবেন, যা আপনার আয় বাড়িয়ে দিতে বড় ভুমিকা রাখতে পারে।

 কিছু কার্যকরী কথা যা মনে রাখবেন : 

১.নিয়মিত ভিডিও আপলোড করবেন । 

২.ট্যাগ নির্বাচন করবেন সঠিকভাবে । 

৩.ভিডিও বিবরন যেন ভাল হয়, সেদিকে লক্ষ রাখবেন । 

৪.দর্শকের পছন্দ-অপছন্দ কে প্রাধান্য দিন । 

৫.দর্শকের রুচি অনুযায়ী ভিডিও আপলোড করুন । 

৬.ক্যামেরা ব্যবহারের দক্ষতা বাড়াতে হবে ।যেন ভিডিও ভাল হয় । 

৭.আপনাকে প্রচুর সময় দিতে হবে । হাল ছেড়ে দিলে চলবে না। 

মনে রাখবেন আপনার চলার পথে কিছু দর্শক আপনাকে খারাপ মন্তব্য করবেই, এতে ভেঙে পড়বেন না । প্রথম প্রথম ভাল আয় হবে না । এতে ভিডিও  আপলোডের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলবেন না। নিযমিত ভিডিও আপলোড করতে থাকবেন। অপেক্ষার ফলটি ভাল হয় । তাই বলছি এগিয়ে জান।  ফল ভাল হবে। 

Leave a Comment