আউটসোসিং বা ফ্রি-ল্যান্সিং কাজের জন্য অসংখ্য ওয়েবসাইট আছে। কিন্তু সবগুলো সাইটই যে আপনার
জন্য উপযুক্ত হবে এমন নয়। কারণ, একেক সাইটের একেক রকম ধরণ। পৃথবী জুড়ে কোম্পানীগুলোর
কাজের ধরণ বদলে গেছে বহু আগে। অধিকাংশ কোম্পানীই এখন সরাসরি লোকজনকে কোন কাজ না
নিয়ে তাদের অফিসিয়াল কাজগুলো আউটসোসিং মার্কেটগুলো থেকে করিয়ে নেয়। আর যারা কাজ করে
দেয়, তাদের সংখ্যা তো অগণিত। কেউ পড়াশুনা শেষ করে কাজ করছে, আবার কেউ পড়াশুনায় থাকা
অবস্থাতেই ভবিষ্যৎ চাকরির বাজারের দূরাবস্থার কথা চিন্তা করে কাজ শুরু করে এই মার্কেটপ্লেস
গুলোতে । আর আয় করে চাকরির থেকে চার গুন বেশি টাকা।
আপওয়ার্ক সাইটে কাজ করে আয়:
পুরনো নাম ওডেক্স। ইলেন্সের সঙ্গে একত্রিত হয়ে আপওয়ার্ক নামে এখন আরও বড়, আরো বিস্তৃত। এখানে
ছোট বড়, স্বল্প-মেয়াদী এবং দীর্ঘ মেয়াদী লক্ষ লক্ষ কাজ রয়েছে। এখানে ফিক্সড্ রেট এবং ঘন্টা হিসেবে
কাজ করা যায়। ফিক্সড্ রেটের ক্ষেত্রে ক্লায়েন্টরা পুরো কাজটি শেষ করার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট
উল্লেখ করে দেয় আর ফ্রি-ল্যান্সাররা নিজ নিজ ডিমান্ডের সঙ্গে মিলে কাজটি করার জন্য প্রপোজাল দেয়।
কাজ শেষ হয়ে গেলে ক্লায়েন্ট পেমেন্ট করে দেয়। তবে ফিক্সড্ অ্যামাউন্টের কাজের পেমেন্টের ক্ষেত্রে
আপওয়ার্ক কোন দায় দায়িত্ব নেয় না। ঘন্টা ভিত্তিক কাজই এখানে বেশি পপুলার। কাজের ধরণ অনুযায়ী
ক্লায়েন্ট প্রতি ঘন্টার জন্য একটা নির্দিষ্ট অংক উল্লেখ করে দেয়। আর ফ্রি-ল্যান্সাররা বিট করে আরো
বাড়িয়ে নিয়ে কিংবা ওই অ্যামাউন্টেই কাজ নিয়ে করতে শুরু করে। আপওয়ার্কের অটোমেটিক টাইম
ট্রেকার প্রতি মূহুর্তের কাজের ডাটা কালেকশন করে রাখে আর বায়ার সেগুলো দেখে নিশ্চিত হতে পারে
তার কাজে কোন ফাঁকি দেয়া হচ্ছে কিনা। আর পেমেন্টের ক্ষেত্রেও কোন ফাঁকি দেয়ার অপশন নেই,
কারণ ওই দায়িত্ব আপওয়ার্ক নিয়ে নেয়। এক ঘন্টা পার হলেই এই এক ঘন্টার পেমেন্ট আপনার
অ্যাকাউন্টে জমা হয়ে যায়।
কাজের জন্য রেজিস্ট্রেশন করুন
টপটাল সাইট:
কাজের জন্য রেজিস্ট্রেশন করুন
টপটাল মূলত টেকনোলোজি লাভারদের জন্য তৈরি। আপনি যদি একজন সফট্ওয়্যার ইঞ্জিনিয়ার কিংবা
একজন ওয়েব ডেবেলপার অথবা একজন সিস্টেম অ্যানালাইজার হয়ে থাকেন, তবে এ সাইটটি আপনার
জন্য সবচেয়ে উপযোগী হবে বলে আমি করি। এখানে অন্যান্য কাজের সংখ্যা নাই বললেই চলে, সবই
ডেভেলপমেন্ট রিলেটেড।এখানে ক্লায়েন্টের সংখ্যা নগন্য। কিন্তু জেপিমরগান, জেনডেক্স, এয়ারবিএনবি
সহ বিশ্বের বাঘা বাঘা কোম্পানীগুলোই এই সাইটের প্রধান প্রধান ক্লায়েন্ট। এ রকম একটা ক্লায়েন্টের কাজ
করতে পারলেই আপনার ক্যারিয়ার দাঁড়িয়ে যাবে।
ফ্রি–ল্যান্সার সাইট:
কাজের জন্য রেজিস্ট্রেশন করুন
আপনার যদি প্রতিযোগীতা মূলক মানসিকতা থেকে থাকে, যদি নিজেকে আউটসোর্সিং কাজের জন্য প্রস্তুত
করে থাকেন, তাহলে প্রি-ল্যান্সার আপনার জন্য কাজের প্রিডম রেখে দিয়েছে, আপনি অনায়াসে এ সুযোগ
নিতে পারেন। অন্য সাইটগুলোর সঙ্গে এ সাইটের সবচেয়ে বড় ভিন্নতা হচ্ছে, এখানে আপনাকে অন্য প্রি-
ল্যান্সারদের সাথে প্রতিযোগীতা করে নিজের দক্ষতা প্রমাণ করতে হবে। আর তাতেই খুলে যাবে আপনার
আয়ের উৎস।
কলেজ রিক্রু্টার সাইট:
কাজের জন্য রেজিস্ট্রেশন করুন
নাম দেখেই হয়তো বুঝতে পারছেন এই সাইট হচ্ছে কলেজ ছাত্রদের জন্য। এখানে সবাই সবার কলিগ,
সবাই সবাইকে সাহায্য-সহযোগীতা করে থাকে টিপস্ দিয়ে, কাজ পাইয়ে দিয়ে থাকে। আপনার যেটা
করতে হবে সেটা হচ্ছে অন্যদের সঙ্গে সম্পর্ক পাতানো এবং সে সম্পর্ককে গাঢ করা। তবে এটা আপনার
মেইন কাজ নয়, মেইন কাজ হচ্ছে ক্লায়েন্টের কাজ। এখানে ক্লায়েন্টরা আসে কিছুটা কম টাকায় কাজ
করিয়ে নেয়ার জন্য। আর যারা কাজ করে দেয় তাদের বেশিরভাগই স্টুডেন্ট,। আপনি যদি এখনো
পড়াশুনার মাঝে থেকে থাকেন, তাহলে আপনারও সুযোগ রয়েছে এখানে জয়েন করে বাড়তি উপার্জনের।
যারা একটু কম দক্ষ, তাদের জন্য এই সাইট হতে পারে সেরা পছন্দ।
গুরু সাইট থেকে আয়:
কাজের জন্য রেজিস্ট্রেশন করুন
এ সাইটে প্রত্যেক প্রি-ল্যান্সারকেই একটি করে ওয়ার্ক রুম দেয়া হয়। আপনার রুমেই আপনি কাজ
করবেন। নিজের মত সাজিয়ে নেবেন নিজের রুম, রাখবেন পুরনো কাজের উদাহরণ যা দেখে ক্লায়েন্ট
আপনাকে চিনবে, আপনার কাজ সম্পর্কে ভাল ধারণা নিতে পারবে। আর এ সাইটের অটোমেটিক ক্রলার
খুঁজে খুঁজে আপনার উপযোগী কাজগুলো আপনার রুমের টেবিলে এনে রাখবে যাতে পরবর্তীতে আপনি
সেগুলো দেখে বাচাই করে পছন্দের কাজটি করতে পারেন।
ফ্রি-ল্যান্সার হিসেবে কাজ করা আসলেই ভাল। আমি এখানে কাজ করে অনায়াসে ভাল টাকা আয় করতে
পারেন।
আজ এ পযর্ন্ত ভাল থাকবেন।