ডিজিটার সময়ে একন মোবাইল ডিভাইসে উন্নত ক্যামেরা সুবিধা থাকার কারণে ভিডিও রেকডিং করা
এখন খুবই সহজ ব্যাপার হয়ে গেছে। কিন্তু ভিডিও এডিটিং করাটা ততটা সহজ এখনো হয়ে ওঠেনি।
ভিডিও এডিটিং শেখা কিছুটা কমপ্লিকেটেড।
আরো পড়ুন: হোস্টিং ব্যান্ডউইথ কি ?ওয়েব সাইটে হোস্টিং ব্যান্ডউইথ কেন নেওয়া উচিৎ?
আপনি যদি মনে করেন যে ভিডিও শ্যুট করে সরাসরি আপলোড করে দেবো, তবে ভুল করবেন।
আসলে, এমন কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যেগুলোর জন্যে আপনার ভিডিও এডিটিং শেখা উচিৎ।
যে সমস্ত কারণে ভিডিও এডিটিং শেখা দরকার তার সর্ম্পকে আলোচনা করা হলো আশা করি আপনাদের
কাজে আসবে আসুন আলোচনা করা যাক:
1. ভিডিও দ্রুত মানুষের মনে জাযগা তৈরি করে:
আমরা ছবি তুলে তা বিভিন্ন সোসিয়াল মিডিয়ায় দিয়ে থাকি।ছবি মানুষের হৃদয়ে হাজারো কথা বলে,
কিন্তু আপনি জানেন কি সেখানে ভিডিও লক্ষ কথা বলতে সক্ষম। ভিডিও যে কারো আবেগ,
অনুভূতিতে দ্রুত সাড়া ফেলতে পারে এবং মানুষের মনে জায়গা করে নিতে পারে।একটি মানুষকে খুব
সহজেই হাসাতে আবার কাঁদাতে পারে, এমনকি রাগাতেও পারে। আপনার তৈরি করা ভিডিও মানুষ দেখে
কতোটুকু পছন্দ করবে বা তাদের মনে জায়গা করতে পারবে তা র্নিভর করে আপনার ভিডিও এডিটিং
টেকনিকের উপর। একটা সাধারণ ভিডিওকে আপনি এডিটিং করে অসাধারণভাবে উপস্থাপন করতে
পারবেন এবং কেড়ে নিতে পারবেন অসংখ্য মানুষের ভাললাগা, ভালবাসার অনুভূতি।
2. ইউটিউবে ভিডিও দিয়ে আয় করা ।
আমারা সকলে দেখে থাকি ইউটিউবেতাজা খবর থেকে শুরু করে, ফানি ভিডিও, শিক্ষণীয়, প্যারানর্মাল,
এমনকি মহাকাশ নিয়েও বাংলায় প্রচুর ইউটিউব চ্যানেল গড়ে উঠেছে।এ বিভিন্ন ধরনের ভিডিও তৈরি
করে ইউটিউবের মাধ্যমে বাইরের দেশের মানুষ বহু আগে থেকেই মোটা অংকের আয় করছেন। এমন
অনেকে আছেন যারা ইউটিউব থেকে প্রতি মাসের লাখ টাকা আয় করে থাকেন।সেদিক থেকে আমাদের
দেশ পিছিয়ে নেয় তারা এখন আকর্ষণীয় ভিডিও তৈরি করে ইউটিউব থেকে অনেক টাকা আয় করছে।
আরো পড়ুন: রিসেলার হোস্টিং কি? এর বিভিন্ন সুবিধা ও অসুবিধা সমূহ আলোচনা কর?
নিশ্চয়ই খেয়াল করেছেন যে ইউটিউবে এখন অসংখ্য বাংলা চ্যানেল আছে। আপনি ভিডিও এডিটিং শিখে
ইউটিউবে ভিডিও চ্যানেল খুলে নিতে পারেন। অন্যান্যদের মতো ভিডিও আপলোড করে ভিউ বাড়িয়ে
ইনকাম শুরু করতে পারেন।
3. ভিডিও গুরুত্বপূর্ণ মার্কেটিং টুল
আপনি ভিডিও এডিটিং এর কাজ শিখে আয় করতে পারেন খুব সহজে ।আপনি যদি ভাল মানের ভিডিও
এডিটিং করতে পারেন, তবে বিভিন্ন কোম্পানীর প্রোডাক্ট মার্কেটিং ভিডিও তৈরি করে আয় করতে
পারবেন অনেক টাকা। শুধু এটা শেষ নয়, বিভিন্ন অ্যাডভার্টাইজিং হাউজে উচ্চ বেতনে চাকরি পেতে
পারেন এবং গড়ে তুলতে পারেন ভাল ক্যারিয়ার। আপনিভিডিও এডিটিং এর সঠিক কৌশল আর এডিটিং
সিক্রেট দিয়ে আপনি খুব সহজেই যে কাউকে যে কোন মেসেজ দিয়ে দিতে পারবেন।
আরো জানুন: ওয়েব হোস্টিং কি? দেশীয় হোস্টিং কেনার সময় যে বিষয় গুলি জানা খুব দরকারী ?
এটা হতে পারে সচেতনতা মূলক মেসেজ, হতে পারে আপনার আপকামিং কোন ইভেন্টের অগ্রিম মেসেজ।
ম্যাচিং মিউজিক সহ ভিডিওর মতো পাওয়ারফুল মার্কেটিং টুল খুব কমই আছে।মানুষ শুধু টিভিতে
ভিডিও দেখে না ,তারা কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব ও মোবাইলে ভিডিও দেখে থাকে।সে কারনে এখন
ছোট বড় কোম্পানীগুলো এখন তাদের পণ্যের প্রচার ও প্রসারের জন্যে টিভির উপর নির্ভরশীল নয়।
বরং, প্রপেশনাল ভিডিও এডিটরদের দিয়ে প্রমোশনাল ভিডিও বানিয়ে ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন
মাধ্যমে প্রচার করছে।
শেষ কথা
পৃথিবীর প্রযুক্তির অগ্রগতি ও সফট্ওয়্যারের সহজ লভ্যতার কারণে ভিডিও এডিটিং শেখা এখন সহজ
ব্যাপার হয়ে গেছে।আপনি যদি চান এটা ঘরে বসে নিজে নিজেই ভিডিও এডিটিং শিখতে পারেন। এর
জন্যে আপনার দরকার হবে একটি ভাল মানের ভিডিও এডিটিং ল্যাপটপ যা আপনাকে দেবে নিজের মতো
নিজের সময়ে এডিটিং শেখার সুবিধা। এবং আরো দরকার হবে ভাল মানের ভিডিও এডিটিং সফট্
ওয়্যার । তবে আপনি খুব সহজে কাজ শিখতে পারবেন।
আরো পড়ুন: ভিপিএস হোস্টিং কি? এর সুবিধা ও অসুবিধা সমূহ আলোচনা কর?
ভিডিও এডিটিং এখন অনেক সন্মানজনক ক্যারিয়ার।
আপনি যদি একজন ভাল মানের ভিডিও এডিটর হতে পারেন, তবে আপনার আর কোন চিন্তা
না্য় আপনি যেকোন জায়গায় ভাল চাকরির পেয়ে যাবেন। আবার আপনি নিজেও বিভিন্ন মাধ্যম থেকে
আয় করতে পারেন। কাজেই, আর বসে থাকবেন না অলস সময়টাকে কাজে লাগিয়ে দিন, অহেতুক
সময় নষ্ট না করে ভিডিও এডিটিং শিখে নিন। এবং আয় করুন আপনার ইচ্ছে মত।
ভাল থাকবেন।।
- বিখ্যাত মনীষী ভলতেয়ার এর সেরা ২৫ উক্তি ।অনুপ্রেরণামূলক উক্তি।
- বিখ্যাত মনীষিদের সেরা ২৫ উক্তি!!অনুপ্রেরণামূলক উক্তি (আপনার জীবন পরিবর্তন করুন)।
- রোনাল্ড রিগান এর সেরা ২৫ উক্তি!!অনুপ্রেরণামূলক উক্তি।শিমন পান
- হিটলারের কিছু মূল্যবান কথা ও উক্তি।শিমন পান
- Rabindranath Tagore Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).