আপনার ব্যবসার সকল কাজ ও পণ্যের প্রচার প্রচারনার জন্য এখন সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো বিভিন্ন
সোশ্যাল মিডিয়া সাইট। আপনি এখানে আপনার ব্যবসার উন্নতির জন্য বিভিন্ন প্রচার ও প্রচারনা করতে
পারেন।সোশ্যাল মিডিয়া সাইটে ব্যবসায়ের জন্য ২১ টি উপকারি দিকর্নিদেশনা নিয়ে আলোচনা করা
- বিখ্যাত মনীষী ভলতেয়ার এর সেরা ২৫ উক্তি ।অনুপ্রেরণামূলক উক্তি।
- বিখ্যাত মনীষিদের সেরা ২৫ উক্তি!!অনুপ্রেরণামূলক উক্তি (আপনার জীবন পরিবর্তন করুন)।
- রোনাল্ড রিগান এর সেরা ২৫ উক্তি!!অনুপ্রেরণামূলক উক্তি।শিমন পান
- হিটলারের কিছু মূল্যবান কথা ও উক্তি।শিমন পান
- Rabindranath Tagore Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
হলো :
ব্রান্ড সচেতেনতা বৃদ্ধি করতে হবে :
১- বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষ সোশ্যাল মিডিয়া ব্যাবহার করে থাকে, সোশ্যাল মিডিয়া সহজ লভ্য
মাধ্যম যেখানে নতুন নতুন গ্রাহক এবং খুব নির্দিষ্ট ভোক্তার নিকট পৌঁছানো যায় ।
২- মানুষ সেই ব্রান্ড এর সাথে সম্পর্ক গড়ে তোলে, যার সর্ম্পকে আগে থেকেই সোশ্যাল মিডিয়াতে প্রচার
করা হয়েছে ।
৩- ৬০% ফেসবুক উইজার বলেন তারা নিত্য নতুন পণ্য বা সেবা সম্পর্কে এই প্লাটফর্ম থেকেই জানতে
পারেন ।
ব্রান্ড কে মানবিক করে তোলে ।
৪- ইংল্যান্ডের Trinity Mirror Solutions আবিস্কার করেছে যে অর্ধেক এর ও বেশী প্রাপ্ত বয়স্ক
মানুষ বিশ্বাস করে না যতক্ষণ না বাস্তব প্রমান না পায় , কোম্পানি যা দাবি করছে তার সত্যতা প্রচারের মাধ্যমে ।
৫- আপনার বর্তমান গ্রাহক এবং সম্ভাব্য গ্রাহকের সাথে সম্পর্ক গড়ে তুলতে আপনার ব্রান্ডের মানবিক
দিক তুলে ধরতে হবে । তা যেন উইজারদের গ্রহন যোগ্য হয়।
আপনার ব্রান্ড কে আপনার সেক্টরে বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠা করুন ।
৬- আপনার বিজনেস যা হোক না সোশ্যাল মিডিয়াতে, আপনার সেক্টরে নিজেকে বস হিসেবে প্রতিষ্ঠা
করতে সুযোগ দিয়ে থাকে , আপনার বিজনেস সম্পর্কিত টপিকের তথ্য দিয়ে থাকে।
৭- আপনার ব্রান্ডের সুনাম ছড়িয়ে দিন , নিজেকে অগ্রপথিক হিসেবে প্রতিষ্ঠা করা গ্রাহকের বিশ্বাস অর্জন
করতে অনেক বড় ভূমিকা রাখে ।
সবার মনে আসন করে নেয়া :
৮- সোশ্যাল মিডিয়া সাইটে কম করে হলেও দিনে একবার লগ ইন করুন এবং বিভিন্ন কমেন্টের উওর
দিন, দেখবেন আরো বেশীর ভাগ ইউজার দিনে অনেক বার লগ ইন করবে ।
৯- সোশ্যাল মিডিয়া আপনার ফ্যান এবং ফলোয়ার এর সাথে সম্পর্ক আরও গাড় করতে প্রত্যেক বার
যখন লগ ইন করে তখন আপনাকে সুযোগ করে দেয় ।
ওয়েবসাইট এর ভিজিটর বৃদ্ধি করে :
১০ – আপনার ওয়েবসাইট বা ব্লগ থেকে আবেদন ময়ি কনটেন্ট সোশ্যাল চ্যানেলে শেয়ার করা এবং
অনন্য উপায় আপনার পাঠক পাওয়ার জন্য যখন নতুন কিছু লিখবেন বা পণ্য সর্ম্পকে বলবেন তখনি
তা শেয়ার করবেন ।
১১- সোশ্যাল চ্যানেলে চ্যাটে অংশ নেয়া অনন্য উপায় হতে পারে আপনার প্রদর্শন বাড়ানোর , নতুন
গ্রাহকের মনোযোগ আকর্ষণের , আপনার দক্ষতা দেখানোর মধ্যে দিয়ে আপনার ওয়েবসাইটে ভিজিটর
বাড়াতে পারেন ।
গ্রাহকের তথ্য সংগ্রহ করার মাধ্যমে:
১২- সোশ্যাল মিডিয়া আপনার পণ্য বা সেবায় গ্রাহকের ইন্টারেস্ট দেখানোর পথ তৈরি করে দেয় খুব
সহজেই ।
১৩- সোশ্যাল মিডিয়ার গুরুত্ব পূর্ণ উপকারিতা হচ্ছে গ্রাহকের তথ্য সংগ্রহ বিজনেসের জন্য , অনেক
সোশ্যাল প্লাটফর্ম তা বিশেষ ভাবে সুযোগ করে দিয়েছে ।
বিক্রয় বৃদ্ধি করা:
১৪ – আপনি যাই বিক্রয় করেন না কেন সোশ্যাল মিডিয়া সেল করতে সাহায্য করবে , আপনার সোশ্যাল
এ্যাকাউন্ট একটি বড় অংশ সেল ফানেল এর জন্য এই প্রক্রিয়া একজন নতুন কন্টাক্ট কে আপনার গ্রাহক
করে ছাড়বে ।
১৫- যে ভাবে সোশ্যাল মিডিয়ার ইউজার বেড়ে চলেছে তাই বলা যায় আপনার গ্রথ এবং সেল বাড়তেই
থাকবে, সোশ্যাল মিডিয়া পণ্য খোজা এবং ই কমার্স এর জন্য প্লাটফর্ম হওয়ায় এর গুরুত্ব বাড়তেই আছে ।
ভাল পার্টনারশিপ গড়ে তুলুন :
১৬- যখন মানুষ আপনার কোম্পানি বা পণ্য সম্পর্কে সোশ্যাল মিডিয়া তে কথা বলবে , তখন আপনি
ব্রান্ড সচেতেনতা তৈরি করতে পারবেন , বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবেন , এবং আরও বেশী সেল
এর জন্য নিজেকে সেট করতে পারবেন ।
১৭- আপনার কোম্পানি বা পণ্য সবার মুখে মুখে রটিয়ে দিতে একটি জাদুকারি উপায় হচ্ছে যার অনেক
ফ্যান ফলোয়ার আছে এমন কারো সাথে পার্টনারশিপ গড়ে তোলা , যাতে করে সেই সমস্ত ফ্যান ফলোয়ার
দের মনোযোগ আকর্ষণ করতে পারেন আপনার কোম্পানি জন্য ।
ভাল লেখা পাবলিশ করা:
১৮- সোশ্যাল চ্যানেলে ভাল লেখা পাবলিশ করা আপনার অভিজ্ঞতা প্রমান করবে এবং নিত্য নতুন
গ্রাহক তৈরি করবে ।
১৯- বিজনেসের জন্য সোশ্যাল মিডিয়ার উপকারিতা বৃদ্ধি করতে আপনার কনটেন্ট মার্কেটিং প্ল্যান
নিশ্চিত করতে সাহায্য করে থাকে।
ভাইরাল হতে হবে:
২০- যখন আপনার সোশ্যাল পোস্ট লাইক , কমেন্ট , শেয়ার করা আরম্ভ করবে তখন আপনার কনটেন্ট
তাদের ফ্রেন্ড এবং ফ্যামিলি কে দেখানো শুরু করবে ।
২১- ভাইরাল হতে এই কনসেপ্ট আপনাকে এক ধাপ এগিয়ে রাখবে , যখন মানুষ আপনার কনটেন্ট
আরো জানুন: ডিজিটাল মার্কেটিং এর বর্তমানে গুরুত্ব কতটুকু
ডিজিটাল মার্কেটিং কি ? কেন করবেন ? এর সর্ম্পকে কিছু আলোচনা ?
তাদের নেটওয়ার্কে শেয়ার করবে , এবং তাদের নেটওয়ার্ক স্যুট করবে , তখন আপনার কনটেন্ট
ইন্টারনেটে ছড়িয়ে যাবে, ফলে আপনি হাজার হাজার এমনকি লক্ষ্য লক্ষ্য শেয়ার পাবেন ।
এভাবে এগিয়ে গেলে সোশ্যাল মিডিয়া সাইটে আপনার ভিজিটর বাড়বে এবং তা আপনার ব্যবসায়ের
জন্য ভাল নিয়ে আসবে ।
আজ এ পযর্ন্ত ,ভাল থাকবেন।