Start A Mini Salon
.
“আপনার যদি চুল কাটার উপর অভিঙ্গতা থাকে। তবে আপনি চাইলে এ কাজটি করে ভালো অংকের টাকা আয় করতে পারেন। তবে এই কাজের জন্য আপনার দরকার গ্রাহক।
গ্রাহক যদি আপনার কাজ পছন্দ করে তবে আপনি বাড়ি থেকে চুল কাটার কাজ শুরু করতে পারেন। প্রকৃতপক্ষে, ব্যয় কম রাখার দুর্দান্ত উপায় হতে পারে, বিশেষত যদি আপনার গ্রাহকরা আপনাকে ভালবাসেন এবং তাদের যত্ন নেওয়া আপনার প্রয়োজন।
অল্প টাকা ব্যয় করে আপনি এখান অনেক বেশ ভালোই অংকের টাকা আয় করতে পারেন।
কাজের জন্য মালামাল কোথায় পাবেন:-
বাংলাদেশের যেকোন ভালো দোকানে আপনি সেলুনের প্রসাধনী কিনতে পারবেন। আর আপনি যদি দেশের বাইরে থেকে ভালো মালামাল ক্রয় করতে চান। তবে Amazon, Ebay থেকে কিনতে পারেন।
আয়ের সম্ভাবনা: প্রতি মাসে $ 500 ডলারের বেশি টাকা আয় করতে পারেন।
আমার এই লেখাটি আপনাদের পছন্দ হলে, আপনাদের বন্ধুদেরকে জানাতে ভূলবেন না। কারন আপনার মাধ্যমে আরো অনেক মানুষের উপকার হোক এটা আমি সব সময় চাই। সে চিন্তা করে আমি সব সময় আপনাদের সেবা করে যাচ্ছি।
আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভূলবেন না। আমি অবশ্যই আপনার মূল্যবান লেখার উওর দেওয়ার চেষ্টা করবো। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবসময়।।
এস,পান দাদা