ভূমিকা:
এফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে সফট্ওয়্যার হচ্ছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান। তবে এটি নিয়ে
কথা বলার আগে এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে একটু বলে নেওয়া ভালো। আমরা জানি, মার্কেটিং মানেই
কোন পণ্য বা সেবার প্রচার অর্থাৎ ক্রেতাকে ঐ পণ্য সম্পর্কে আগ্রহী করে তোলা। বর্তমানে সব কিছুতে
প্রযুক্তির ব্যবহার চলে আসায় অন্য সব কিছুর পাশাপাশি মার্কেটিং বিষয়টিতেও অনেক নতুন ক্ষেত্র যুক্ত
হয়েছে এবং প্রতিনিয়ত হচ্ছে।
এফিলিয়েট মার্কেটিং কি সেটা জানলেন, এবার জানুন, এফিলিয়েট মার্কেটিং সফট্ওয়্যার কী কাজে লাগে।
ধরা যাক, সবকিছু জেনে নিয়ে এফিলিয়েট মার্কেটিং শুরু করলেন, এর জন্যে প্রচার প্রচারণাও করলেন,
কিন্তু এবার ডিজিটাল দুনিয়ায় আপনি নিশ্চয়ই কোন ক্রেতাকে হাত ধরে সাথে নিয়ে গিয়ে পণ্য কিনে
দিবেন না! কম্পিউটারের সামনে বসে আপনি যে প্রচারণা করেছেন, তাতে উদ্বুদ্ধ হয়ে ক্রেতা একটি পণ্য
কিনল, কিন্তু বিক্রেতা সেটি জানবে কীভাবে?
আরো জানুন:
হ্যাঁ! ঠিক ধরেছেন,এজন্য আপনাকে একটি সিস্টেমের সাহায্য নিতে হবে।এফিলিয়েট মার্কেটিং সফট্ওয়্যার
হচ্ছে সেই সিস্টেম। আপনার প্রচারণা, পেমেন্ট, ক্রেতার তথ্য, সবকিছু ম্যানেজ করবে এটি। একটি ভালো
এফিলিয়েট মার্কেটিং সফট্ওয়্যার ছাড়া এই ক্ষেত্রে ভালো ক্যারিয়ার কল্পনা করা সম্ভব নয়।
তাই এফিলিয়েট মার্কেটিং করতে চাইলে অবশ্যই কোন না কোন এফিলিয়েট মার্কেটিং সফট্ওয়্যার
আপনাকে ব্যবহার করতে হবে। মার্কেটিং এর জন্য ব্যবহৃত সফট্ওয়্যারগুলো সব সময়ই বেশ দামী হয়ে
থাকে, এজন্য অনেকগুলোর মধ্য থেকে নিজের চাহিদা, কাজের ধরণ, সামর্থ্য ও পছন্দ অনুযায়ী একটি
বেছে নেওয়া জরুরী।
আপনাদের সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে থাকছে ৫ টি সেরা এফিলিয়েট মার্কেটিং সফট্ওয়্যার নিয়ে
আলোচনা। তাহলে আলোচনা করা যাক:-
1.AffTrack Site:
২০০৯ সাল থেকে এফিলিয়েট নেটওয়ার্কের সাথে যুক্ত থাকা AffTrack আসলে একটি এফিলিয়েট ট্রাকিং
সিস্টেমের চেয়ে অনেক বেশি কিছু। অসাধারণ মোবাইল ফ্রেন্ডলি ইন্টারফেস, একে আরও বেশি সহজ
এবং ব্যবহারযোগ্য করে তুলেছে।
AffTrack এর উল্লেখযোগ্য ফিচারের মধ্য রয়েছে, পুরোপুরি ফ্রি প্রক্সি ডিটেকশন, শতভাগ রিয়েলটাইম
অ্যানালাইটিক্স, জিও-টার্গেটিং, ডিভাইস টার্গেটিং, চমৎকার সব সুবিধা সম্বলিত ফাইল ম্যানেজার,
এফিলিয়েট রেফারেল প্রোগ্রাম, ইত্যাদি।
AffTrack সোর্স
2.Everflow Site:
Everflow Site দারুণ সব ফিচার, সাথে চমৎকার ইউজার ইন্টারফেসের মিশ্রনের জন্য অনেকের
কাছেই এটা এফিলিয়েট ট্রাকিং প্লাটফর্ম। অ্যাডভান্সড ক্যাম্পেইন ম্যানেজমেন্ট এবং রিপোর্টিং
ফাংশনালিটি এর অন্যতম বৈশিষ্ট্য। খুব সহজভাবে এতে মোবাইল এবং ডেস্কটপের ট্রাফিক হ্যান্ডেল
করতে পারবেন, কাজের চলমান পরিস্থিতির দেখতে পারবেন গ্রাফের মাধ্যমে। আর অন্যান্য ফিচারের
মধ্য অ্যাডভান্সড নোটিফিকেশন সিস্টেম, দ্রুত রেসপন্স, অ্যাডভান্সড মিডিয়া বায়িং টুলস ইত্যাদি
উল্লেখযোগ্য। খরচ ও সুবিধা বিবেচনায় যে কোন সফট্ওয়্যারের চেয়ে এটি এগিয়ে থাকবে।প্রতি মাসে
২০০ ডলার বা ১৭০০০ টাকা থেকে শুরু, ট্রায়াল ভার্সন নেই, তবে ইচ্ছে করলে ডেমো থেকে দেখে নিতে
পারবেন এটি কীভাবে কাজ করে।
EverFlow সোর্স
3.Post Affiliate Pro Site:
সারা পৃথিবীতে প্রায় ২৯০০ এর উপরে এফিলিয়েট মার্কেটিং কোম্পানিতে ব্যবহৃত অন্যতম সেরা
সফট্ওয়্যার Post Affiliate Pro। ইন্টারফেসকে পছন্দমত কাস্টমাইজড করা আর প্রচুর থিম
ব্যবহারের সুবিধা যে কোন সৌন্দর্যপ্রেমী মানুষের কাছে ভালো লাগবে। সেই সাথে বিভিন্ন ভাষাতে
ব্যবহার করার সুযোগও রয়েছে এতে।
ফোর্সড ম্যাট্রিক্স, সরাসরি লিংক ট্র্যাকিং, এফিলিয়েট লিংক স্টাইল, ফ্রড প্রোটেকশন, ট্রেন্ড রিপোর্ট, লিংক
ব্যানার হিসেবে ইমেজ, টেক্স কিংবা ফ্ল্যাশফাইলের ব্যবহার ইত্যাদি এর উল্লেখযোগ্য ফিচার।
Post Affiliate Pro ব্যবহারের জন্য খরচ মাসে ৯৭ ডলার বা প্রায় সাড়ে আট হাজার টাকা থেকে
শুরু। রয়েছে ১৪ দিনের ফ্রি ট্রায়াল ভার্সন।
Post Affiliate Pro সোর্স
LinkTrust Site:
নেটওয়ার্ক এর পাশাপাশি আপনার এফিলিয়েট লীড ট্র্যাক, কল, কনভারসেশন সবকিছু পরিচালনা করবে
LinkTrust এফিলিয়েট মার্কেটিং সফট্ওয়্যার। সফলভাবে প্রচারণা চালানোর ক্ষেত্রে LinkTrust এর
জুড়ি মেলা ভার। কাস্টমাইজেবল ইন্টারফেস ব্যবহার করে সার্ভার পোস্ট, কুকিজ, সিপিএ, সিসি,
মোবাইল ট্র্যাফিক, এবং পে-পার-কল ইত্যাদির মাধ্যমে সমস্ত ধরণের অফলাইন এবং অনলাইন বিজ্ঞাপন
ট্র্যাক করতে পারবেন।
অন্যান্য ফিচারের মধ্য রয়েছে, মোবাইল ট্রাকিং, রিয়েল টাইম রিপোর্টিং, রিমোট ট্রাফিক ম্যানেজমেন্ট,
ক্যাম্পেইন ম্যানেজমেন্ট ইত্যাদি।
এবার আসি খরচের ব্যাপারে। AffTrack মতোই এটিও বেশ ব্যায়বহুল। ২৯৯ ডলার বা প্রায় ২৫৫০০
টাকার মতো গুনতে হবে প্রতিমাসে এটি ব্যবহার করার জন্য। ১৪ দিনের ফ্রি ট্রায়াল এবং ডেমো ভার্সন
রয়েছে এতে, যার ফলে কেনার আগে LinkTrust ব্যবহার করে কাজের সিস্টেম বুঝে নিতে পারবেন।
Link Trust সোর্স
CAKE Site:
যারা অ্যাফিলিয়েট নেটওয়ার্ককে পরিচালনা করার জন্য কার্যকর এবং ক্লাউড ভিত্তিক সফট্ওয়্যার
খুঁজছেন, তাদের জন্য রয়েছে CAKE! খাবারটির মতোই মজাদার এবং কার্যকর এই সফট্ওয়্যারটিতে
আপনি এক ড্যাশবোর্ডের মাধ্যমেই সব ধরণের পারফরমেন্স পরিচালনা এবং চেক করে দেখতে পারবেন।
এফিলিয়েট মার্কেটিং সফট্ওয়্যারগুলোর সাথে তুলনা করে একে সিম্পলের মধ্য গর্জিয়াস বললে খুব বেশি
ভুল বলা হবে না।
ফ্রড প্রোটেকশন, সপ্তাহে সবদিন সারাক্ষণ অফিশিয়াল সাপোর্ট, পিক্সেল ম্যানেজমেন্ট, ডিভাইস-লোকেশন-
ক্যাম্পেইনকে কেন্দ্র করে টার্গেটিং, রিয়েল টাইম ম্যাট্রিক্স এর অন্যতম বৈশিষ্ট্য।
খরচ কেমন পড়বে সে ব্যাপারে কোন আগাম কোন তথ্য নেই। CAKE এর ডেমো ভার্সন ব্যবহারের পর
তাদের সাথে যোগাযোগ করলে এব্যাপারে জানতে পারবেন।
CAKE সোর্স
খুব সহজে নিজের ব্যবসার প্রচার ও তুলনামূলক অল্প পরিশ্রমে ফ্রিল্যান্সারদের অর্থ উপার্জনের একটি
চমৎকার এবং খুবই জনপ্রিয় পদ্ধতি এই এফিলিয়েট মার্কেটিং। আর একজন এফিলিয়েট মার্কেটার হিসেবে
নিজেকে সফল করে তুলতে চাইলে ভালো একটি এফিলিয়েট মার্কেটিং সফট্ওয়্যার ব্যবহারের বিকল্প
নেই। সেই সাথে এড়ানো প্রয়োজন এফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে সাধারণ ভুলগুলো। কোন
সফট্ওয়্যারটি কেমন লেগেছে আপনার কাছে বা আপনি কোনটা ব্যবহার করছেন সেটি আমাদেরকে
কমেন্ট করে জানিয়ে দিন।