সুখী জীবনের জন্য ২০ টি শিক্ষানীয় উপদেশ যা আপনার জীবনকে বদলে দেবে।

আমরা সকলে সুখি থাকার জন্য কাজ করে যাচ্ছি অবিরাম।কিন্তু সুখি থাকা কি এতো সহজ? না বন্ধুরা

এতোটা সহজ কথা নয়।আমরা জন্মের পর থেকেই নিজের ভাল থাকা বা সুখে থাকার জন্য অবিরাম

পরিশ্রম করে যায়।এবং জীবনের শেষ দিন পযর্ন্ত করে থাকি তার মধ্যে কেও সুখের দেখা পায় কেও পায়

না।এটা যার যার কাজের উপর তার কর্মের ফল র্নিভর করে।

আজ আমি আপনার সুখের থাকার জন্য ২০টি শিক্ষানীয়  উপদেশের কথা বলবো  যা আপনার জীবনকে

বদলে দিতে পারে । যদি আপনি সেই মোতাবেক কাজ করেন।

20 টি শিক্ষানীয়  উপদেশ  যা আপনার জীবনকে বদলে দিতে পারে তা হলো :

১. ভয় হচ্ছে আপনার জীবনের অন্যতম বাধা অন্য যেকোন দর্শনীয় বাধার চেয়েও ভয়ংকর

বাধা হচ্ছে ভয়।আপনার জীবনের চলার পথে আপনাকে এ সমস্ত ভয় দূর করতে হবে।

২. সত্যের জয় সব সময় হয়ে থাকে। তাই আপনাকে শত বাধার মাঝেও সত্য কথা বলতে

হবে এবং সত্যের পথে চলতে হবে।

৩.একঘেয়েমি বিষয়গুলো সরিয়ে ফেলতে হবে আপনার জীবন থেকে।

৪.বর্তমানকে আলিঙ্গন করতে হবে অতীতের কোন বিষয় নিজের জীবনের সাথে আকড়ে

রাখবেন না । বর্তমান নিয়ে থাকবেন।

৫.সফলতার ঢেউয়ের মতো প্রভাব রয়েছে তাই এগিয়ে চলুন সফলতা আসবেই আপনার

জীবনে।

৬.স্পষ্টবাদী হও হতে হবে সব জায়গাতেই।

৭.আপনার জীবনে কল্পনাকে মুক্ত করে দিতে হবে। যা ভাববেন তাই করার চেস্টা করবেন।

বেশি মাএায় কল্পনা করবেন না।

৮.ঘুরে দাঁড়ানোর চেষ্টা সব সময় করতে থাকুন।

৯.নিজের পথ অনুসরণ করুন।যেটা নিজের জন্য ভাল মনে হয় সেটায় করুন।

১০.শুধু কথা নয় বরং কাজ শুরু করুন এমন কোন গুনী ব্যক্তি হওয়ার চেষ্টা করুন।

১১.অন্যের প্রতি সহানুভূতিশীল থাকুন

১২.অপরকে সাহায্য করুন তাতে আপনার ভাল হবে।

১৩.নিজের সুখ নিজেই খুঁজে নিন। অন্য কেও দেবে না।

১৪.আত্মিক শান্তির প্রতি মনোযোগী থাকুন।

১৫.অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকুন

১৬.বন্ধু এবং বন্ধুত্বকে সম্মান করুন। তবে তারাও আপনার সম্মান করবে।

১৭.প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করুন, প্রযুক্তি যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে সে দিকে খেয়াল রাখুন।

১৮.সমস্যার শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করুন, ঝগড়া বিবাদ বা গায়ের জোরে করবেন না ।

তাতে ফল ভাল হয় না।

১৯.ব্যর্থতা থেকে শিক্ষা নিন।ভেঙ্গে পড়বেন না মনে রাখবেন ব্যর্থতার পড়েই কিন্তু

সাফলতা আসে।

২০.নিজের উপর আস্হা রাখুন। দেখবেন বদলে যাবে আপনার জীবন।

এগিয়ে চলুন হাল ছাড়বেন না। দেখবেন এক সময় সুখ আপনার জীবনে আসবেই আসবে।র্ধৈয্য ধরুন,

পাবেন হাল ছাড়বেন তো জীবন থেকে সবিই হারিয়ে যাবে। তখন শত চেস্টা করলেও আর সুখি হতে

পারবেন না। নিজের কথা শুনুন।এগিয়ে চলুন।

ভাল থাকবেন।

Leave a Comment