সার্চ ইন্জিনে অ্যালগারিদমের জন্য ৭ টি বিষয় বেশি গুরুত্বপূর্ণ, সে বিষয়ে ধাপে ধাপে আলোচনা করা
হলো–
১।ডোমেইন নেম বা ডোমেইন সংক্রান্ত তথ্য
২।লিংক পপুলারিটি বা সাইটের ব্যাকলিংক।
৩।ব্যাক লিংকের আনকের টেক্সট।
৪।সাইটে কী-ওয়ার্ড ব্যবহার।
৫।রেজিষ্টেশন ও হোস্টিং এর ডাটা।
৬।ওয়েব সাইটের ভিজির বা ট্রাফিকের পরিমান।
৭।সামাজিক ওয়েব সাইটে জনপ্রিয়তা।
তাহলে আসুন নিচে এ বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করা যাকঃ-
১।ডোমেইন নেম বা ডোমেইন সংক্রান্ত তথ্য:-
সার্চ ইন্জিন অপটিমাইজেশনের ১০০% এর মধ্যে ২৩.৮৭% ই হলো ডোমেন নেইম এর তথ্য। তাহলে
চিন্তা করুন ডোমেনের নামকরণ বা এর সঠিক তথ্য সার্চ ইন্জিন অপটিমাইজেশনে কতটা গুরুত্বপূর্ণ।তাই
এসইও করার সময় প্রথমেই আপনাকে নজর দিতে হবে আপনার ডোমেইনের নামের দিকে।লক্ষ্য রাখতে
হবে আপনি যে বিষয় নিয়ে এসইও করতে যাচ্ছেন সে বিষয় এর সাথে আপনার ডোমেইন নামের মিল
থাকে।
২।লিংক পপুলারিটি বা সাইটের ব্যাকলিংক:-
সার্চ ইন্জিন অপটিমাইজেশনে ব্যাক লিংক “বিল্ডিং ফাউন্ডেশনের” মত কাজ করে।যার প্রমান মিললো
এখানে।এখানে এসইও এর ১০০% মধ্যে ব্যাক লিংক বা লিংক পপুলারিটি দখল করে আছে ২২.৩৩%
স্থান।
তাই এসইও করার সময় এই ব্যাকলিংকে ফেলে দেওয়ার কোন কারণই নেই।কথাটা মাথায় রাখুন এসইও
করার সময়।
৩।ব্যাক লিংকের আনকের টেক্সট:-
আমরা যখন সাইটে কোন লিংক দিই তখন লিংকটি একটা টেক্সটের মধ্যে রাখি।যেমন একটা সফটওয়্যার
ডাউনলোডের লিংক দিলে তা হতে পারে Download Softwer বা click heare to Download
ইত্যাদি।এখানে আপনি যে লিংকটা দিলেন তার আনকোর টেক্স হল এই Download Softwer বা
click heare to Download।ব্যাক লিংকের সাথে আনকোর টেক্সটের একটা মিল রয়েছে।যেমন
আপনি যখন কোথাও আপনার লিংক দিবেন তখন আপনার লিংকের সাথেই আনকোর টেক্সটটি দেয়ে
দিতে পারেন।এসকল নিয়ে পরে বিস্তারিত আলোচনা করবো।
৪। সাইটে কী-ওয়ার্ড ব্যবহার:-
১০০% এসইওর মধ্যে ১৫.০৪% স্থান কিন্তু কম নয়।তাই বলা যায় সাইটের ব্যবহারিত কী-ওয়ার্ড সার্চ
ইন্জিন অপটিমাইজেশনে বেশ ভূমিকা পালন করে। তাই ভালো ফল পেতে হলে সঠিক কী-ওয়ার্ড এর
ব্যবহার আপনাকে অবশ্যই করতে হবে।
৫।রেজিষ্টেশন ও হোস্টিং এর ডাটা:-
এই বিষয়টাকে আমরা অনেক গুরুত্ব সহকারে দেখিনা।কিন্তু এসইও তে এর ও অনেক গুরুত্ব বহন করে
থাকে।এখানে দেখা যাচ্ছে ৬.৯১% এই ওয়েব সাইটের রেজিষ্টেশন ও হোস্টিং এর ডাটা দখলে।তাই
যতদূর সম্ভব আপনারা চেষ্টা করবেন ভালো ভালো সব ওয়েব সাইটের মাধ্যমে ডোমেন বা হোস্টিং
করার।
যেমন ভালো ভালো সাইটের মধ্যে godaddy.com এবং Namecheap.com সাইটটি বেশ ভালো।
আপনি এখান থেকে আপনার পছন্দ মতো ডোমের এবং হোষ্টিং কিনতে পারেন।
- আশা নিয়ে বিখ্যাত উক্তি।Best Bengali Quotes on Hope ।
- Bengali Lines & Captions about Hope. আশা নিয়ে কিছু কথা ।
- জীবন নিয়ে কিছু বাণী *Bengali Life Quotes*
- শাড়ি নিয়ে ইনস্টাগ্রাম ক্যাপশন।(Bengali Quotes and captions about Saree).
- 100+ Bengali Smile Quotes and Captions. (বাংলা হাসি নিয়ে উক্তি ও ইনস্টাগ্রাম ক্যাপশন।)
বাদ বাকি অন্য সব মিলে আছে ১১.৫৯%।এর মধ্যে আছে ,ওয়েব সাইটের ভিজির বা ট্রাফিকের
পরিমান,সামাজিক ওয়েব সাইটে জনপ্রিয়তা। এগুলো ধারা বাহিক ভাবে কাজ করে থাকে।
তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন।
লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার
সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে
অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে
রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
ভাল থাকবেন।