আপনি অনলাইনে কাজ করতে চান। কিন্তু কোন বিষয় নিয়ে কাজ করবেন ভেবে পাচ্ছেন না। আমি
আপনাকে সাহায্য করতে পারি।নিচের লেথাটি পড়ুন ভাল ধারনা পাবেন বলে আশা রাখি। আপনি যদি
সহজে ইনকাম করতে চান তবে আমি আমার অভিজ্ঞতায় বলবো কষ্ট না করলে কোন কিছুই সম্ভব না-
তবে একটা কাজ অনলাইনে সহজে ইনকাম করা যায় তা হলো:”ইউটিউব মার্কেটিং” আপনি যদি এই
সেক্টরটি নিয়ে কাজ করেন তবে আমি মনে প্রাণে বলবো যে, সঠিকভাবে করলে এবং নিয়ম অনুসরণ
করে যদি করতে পারেন- ১০০% পেমেন্ট টাকা মিস নেই এবং আরো ভাল বিষয় আপনাকে কারো কাছে
আবেদন করতে হচ্ছে না শুধু আপনার পচ্ছন্দের নিস নিয়ে ভিডিও তৈরি করুন আর আপনার ইউটিউব
একাউন্টে আপলোড করুন।

এ্যাকাউন্ট খুলতে Sign Up করুন
তারপর দেখবেন আয় কিভাবে আসে, বসে বসে টাকা গুনবেন। কিন্তু হ্যাঁ এর জন্য আপনাকে প্রথমে কিছু
সময় ব্যয় করতে হবে এটাকে ভাল ভাবে শেখার জন্য, শুধু শেখা নয় এক্সপার্ট হতে হবে ঐ বিষয়ে এমনি
এমনি তো টাকা হাতে আসবে না। যদি এই সেক্টরে নতুন হন বা আপনি কোন কিছুই জানেন না, যে
কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন ।
জানতে পড়ুন :
ইউটিউব কি?
ইউটিউব এ্যাকাউন্ট কিভাবে খুলবেন?
কিভাবে কাজ শুরু করবেন?
ইউটিউব এ্যাকাউন্ট গুগল এ্যাডসেনস কিভাবে যুক্ত করবেন?
ইউটিউব আয় করা টাকা কিভাবে পাবেন?
এগুলো শিখে আপনি খুব সহজে ইউটিউব চ্যানেল থেকে আয় করতে পারবেন ।আমি করছি এবং আয় ও করছি ।
আপনি চিন্তা করতে পারেন আমি এখনতো কাজ শিখলাম ভালভাবে কোন মার্কেটে কাজ করবো ,যেখানে
আয় করা খুব সহজ এবং পেমেন্ট নিশ্চিত দিবে সেই সমস্ত মার্কেটের কথা বলুন তো আমি মনে করে
বায়ারের পিছনে না ঘরে আপনি কাজ ভাল ভাবে শিখে নিজের দোকানে রাখুন আর দেখবেন যে বায়ার

মানে কাষ্টমার আপনাকে খুজছে এটাই সবচেয়ে ভাল। তাহলে ফাইবার মার্কেট অনেক ভাল। এখানে
আপনি আপনার কাজ দেখাতে পারেন । ফাইবার একটি ভাল মার্কেটপ্লেস।
আমার মতে আপনি যে কোন একটি কাজ শিখুন আর একটি মার্কেটে কাজ করুন তবেই আয় সম্ভব বলে
আমি মনে করি। সময় থাকলে এদিক সেদিক দুই একটা মার্কেট অথবা কাজও শিখতে পারেন। এই ছিল
আজকের লেখা।
ভাল থাকবেন