“সময়” তোমায় বলছি

কেমন আছো, ভাল আছো তো ?

আজ সময়টা বড় অস্থির, বিষন্ন আমার মনটা,

আমার যা কিছু ছিল স্বকীয়, তা সব আজ প্রশ্নের মুখে ।

সবাই দিব্যি ভালো থাকার ভান করে চলেছে।

অথচ আমি এটা তৈরি করিণি,তুমি কিন্তু এগিয়ে চলেছো

একটু থামো “সময়” তোমায় বলছি।।

গভীর থেকে গভীর হয়ে আসা নিঃস্তব্ধতার ছায়া

নীরব রাতের অন্ধকারে যেন আরো বেশি চেনা মনে হয়,

কারো জন্য থেমে থাকার সময় যে নায় তার,

আর তার সাথেই হারিয়ে যায় স্বপ্নের মায়াজাল।

একটু থামো “সময়” তোমায় বলছি।।


জীবনে ধ্রুব হয়ে যাওয়া কিছু মুহূর্তের মাঝে,

ক্ষণস্থায়ী করে দেয় আমাকে,

আবেগী মন আঁকড়ে ধরে রাখতে চায় ফেলে আসা সময়কে।

একটু থামো “সময়” তোমায় বলছি।।


নীরব রাতে অন্ধকার মুছে গিয়ে ,

ঊষার প্রথম আলোকস্পর্শে জেগে ওঠে পৃথিবী,

মেঘলা আকাশ পরিস্কার হয়ে শুরু হয় এক নতুন দিনের,

  আর শুরু হয় অপেক্ষা,

হয়তো সেই ফেলে আসা স্তব্ধতাটুকুর জন্যই আমার বেচেঁ থাকা।।

একটু থামো “সময়” তোমায় বলছি।।

কিছু সময় আমি যেন থাকি একা!

যার কারনে মনে হয় আজও পাইনি তোমার  দেখা!

নিজের স্বার্থ হাসিল করার জন্য চলছে এ খেলা, এ যেন এক গোলোক ধাঁধাঁ,

কে কার আপন আর কে কার বা পর অস্থির এই সময়ে !

নিজের স্বার্থে। কিছু মানুষ বন্ধু হয়ে আসে জীবন চলার পথে,

স্বার্থ পূরণ হলে হারিয়ে যায় তার নিজের গতিতে।

একটু থামো “সময়” তোমায় বলছি।।

আজ ভাবছি স্মৃতির দেয়াল থেকে  মুছে ফেলবো তোমার সব লেখা,

কিন্তু মুছে ফেলা কি এতো টা সহজ, ভাবছি বসে আজ আমি একা।

আজ না হোক অন্যদিন ঠিকই সম্মুখে তুলে ধরবে সব লেখা!

সেদিন কি পারবে যেদিন আবার হবে তোমার আমার দেখা।

একটু থামো “সময়” তোমায় বলছি।।

কিছু বন্ধু  শুদ্ধ করে দেয় জীবনকে,

কিছু বন্ধু  এলোমেলো করে দেয় মনকে

আর কিছু বন্ধু থাকে সারাজীবন মনের গভীরে,

চলে গেলেও ভুলা যায় না কোনো ভাবে।

আর এই বন্ধুগুলো হয় এতোটাই আপন,

যারা মনের সাথে মন মিলিয়ে থাকে সারাটা জীবন।

কিন্তু আমার বেলায় কেন ঘটলো এ রকম।

শুনছো একটু থামো “সময়” তোমায় বলছি।।

মনে পড়ে সেই হারানো দিনের কথা নিঃসঙ্গতায় কাটে দিন,

মনে পড়ে তোমার আমার কত প্রেম ছিল ফ্রেমে বন্দি।

কখনো ভাবিনি হারিয়ে যাবে অনিয়মের রাস্তা জালে,

কেন মন তবে আজ কাঁদে স্মৃতির পাতা খুঁড়ে খুঁড়ে।।

একটু থামো “সময়” তোমায় বলছি।।

হারিয়ে ফেলেছি তোমায় আমি, হারিয়ে ফেলেছি আমার ভালবাসা,

হারিয়ে ফেলেছি সেই চেনা প্রকৃতিটা যেখানে সখের প্রজাপ্রতিরা গাইত গান,

তুমি আমার হাতটা ধরে,বলেছিলে কখনো যাবে নাতো চলে,

কখন ভাবিনি হব এতটা অসহায় নিজেকে পুড়াবো এমনটা করে।

একটু থামো “সময়” তোমায় বলছি।।

ফেলে আসা সেই অতীতে বেদনার চিহ্ন তে খুঁজে পাই নাতো তোমায়

তবু বহুদূরের সুখস্মৃতি রেখে এসে আজকের সময়গুলোতে  বেদনাময়

সাগরে কেন ডুবে যাই।

বিলাসী স্বপ্নেজালে বাস্তবটা নিয়ে কখনো  ভাবি নি

স্বপ্নকে শুধু স্বপ্নদের ভিড়ে ঠেলে দিয়েছি তুমি কিন্তু আর আসোনি।

একটু থামো “সময়” তোমায় বলছি।।

আজ আমি অবসরে অন্ধকারে বসে আলোর মাঝে তোমায় খুজি।

জানি তুমি আসবে না, তবু তোমার পথ চেয়ে আছি।

নীরব ভালোবাসার উপলব্ধি হয়ে যায় জীবনের নীতি

বিশ্বাসের পাহাড়ে উঠে নিজেকে সঁপে দেই বলি এটা আমার ভাগ্যের পরিনতি

একটু থামো “সময়” তোমায় বলছি।।

স্পর্শ কাতর হবে তুমি, আমাকে ছুঁতে এগিয়ে আসবে,

হাত বাড়াবে ,ঢলে পরবে বিছানায় কিংবা মাটিতে,

কোথায় আমি, আমি তো থাকবো না ওখানে!

এরপর তুমি কাঁদবে একাকী, জোরেশোরে কান্নার স্বাদ জাগবে মনে,

কিন্তু ব্যর্থ তুমি! বোবাকান্নাই থাকবে তোমার নিকটে!

একটু থামো “সময়” তোমায় বলছি।।

তাই বর্তমান খুঁজে যাই ধণাত্মক অতীতের কাছে,

জীবনের ছন্দ মেলাই অবশিষ্ট উপকরণের মাঝে,

আজ আমি আছি, কাল হয়তো আর থাকবো না,

ভাল থেকো তুমি, বুঝবে না কখনো আমার মনের বেদনা।

কাকে বলবো মনের কথা ভেবে না পায়

  তুমি জানো সকলি, তাই “সময়” তোমায় বলে যায়।।।

Leave a Comment