শেয়ারড হোস্টিং কি? শেয়ারড হোস্টিং এর বিভিন্ন সুবিধা ও অসুবিধা গুলো কি কি?

বর্তমানে হোস্টিং ব্যাবহারকারি দের মধ্যে ( দামে সুবিধা , বিভিন্ন ফিচার এবং মান ভালো হওয়ার

কারনে ) বেশির ভাগই ব্যাবহারকারি তাদের স্ব স্ব ওয়েবসাইটের জন্য শেয়ারড হোস্টিং কিনে থাকেন ।

তাই আজকের পোস্টে আমরা “শেয়ারড হোস্টিং কি এবং শেয়ারড হোস্টিং এর বিভিন্ন সুবিধা ও

অসুবিধা গুলো কি কি?” এ বিষয় নিয়ে আলোচনা করবো । চলুন বিস্তারিত জেনে নিয়ে যাক …

শেয়ারড হোস্টিং:

শেয়ারড হোস্টিং মানেই হচ্ছে এক পিসিতে একটা হার্ড ডিস্ক থাকবে সেই হার্ড ডিস্ক এর সব স্পেস শেয়ার

করা হয় অনেকে হোস্টিং ইউজারদের মধ্যে।

শেয়ারড হোস্টিং বিভিন্ন সুবিধা:

এই ধরনের হোস্টিং স্পেস নিতে খরচ কম লাগে এবং যে কেউ সহজেই চালাতে পারে যদি তাকে একবার

দেখিয়ে দেওয়া হয় ভালোভাবে। এছাড়া নিম্নলিখিত সুবিধাবলির কারনে আমাদের দেশের বেশির ভাগ

মানুষই শেয়ার্ড হোস্টিং ব্যবহার করে থাকে। যেমনঃ

    1.আনলিমিটেড সাব ডোমজেম থাকে।

    2.আনলিমিটেড ইমেইল থাকে

    3.আনলিমিটেড ডেটাবেস থাকে

    4. ৯৯.৯% আপটাইম সুবিধা আছে।

    5. ফ্রি cPanel সুবিধা আছে

    6. ফ্রি ডোমেইন কন্ট্রোলার থাকে

    7.ফ্রি লাইফ টাইম এসএসএল সুবিধা থাকে

শেয়ার্ড হোস্টিং প্যাকেজ গুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন।

আরো জানুন: এফিলিয়েট অনপেজ ও অফপেজ SEO শিখুন ।
অসুবিধাঃ

1.শেয়ারড হোস্টিং এ নিরাপত্তা কম থাকে যেহেতু এক হার্ড ডিস্কের মধ্যে ৫০/১০০/১৫০ এর বেশি

গ্রাহকের  ওয়েবসাইট এর ইনফো, ডাটা থাকে।

2. অনেক সময় লোড বেশি পড়লে সাইট ডাউন হয়ে যাওয়ার সম্ভবনা থাকে।

3.  ভিপিএস হোস্টিং ব্যাবহারকারি ওয়েবসাইটের তুলনায় শেয়ারড হোস্টিং ব্যাবহারকারি

ওয়েবসাইটের লোডিং   স্পিড অনেক কম থাকে।

আশা করি পোস্ট টি পড়ে শেয়ারড হোস্টিং সম্পর্কে বুঝতে পেরেছেন। লেখা গুলো পড়ে ভালো লাগলে

অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ।

ভাল থাকবেন

Leave a Comment