অনলাইনে কাজ করা যেমন সহজ তেমনি কঠিন আছে। আপনি যদি ইন্টারনেট থেকে ইনকাম করতে চান
তার আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং ধৈর্য্য ধরতে হবে। বর্তমান সময়ের অনেক জনপ্রিয় একটি
মাধ্যম হয়ে উঠেছে অনলাইনে কাজ করার জন্য তারমধ্যে উল্লেখ যোগ্য একটি হচ্ছে লোগো ডিজাইনকরে
। আপনি লোগো ডিজাইন করে অনলাইন থেকে প্রচুল টাকা আয় করতে পারবেন।
প্রতিটা কোম্পানি, প্রতিষ্ঠান , ওয়েব সাইট, অথবা ইউটিউব চ্যানেলে সমস্ত কিছুর জন্য একটি লোগো
প্রয়োজন হয় আর আপনি যদি একজন লোগো ডিজাইনার হতে পারেন তাহলে এই সমস্ত ধরনের লোগো
আপনি তৈরি করে দিতে পারবেন খুব সহজে।এবং এই লোগো তৈরি করে আপনি প্রচুর পরিমাণে টাকা
ইনকাম করতে পারবেন। এটি আপনি যেমন অনলাইনে করতে পারবেন তেমনি অফলাইনে করতে
পারবেন ।
লোগো তৈরির কারন:
লোগো হচ্ছে এমন একটি প্রতীক যেখানে কোম্পানি বা প্রতিস্ঠানটি কোন ধরনের এবং এটি কি নিয়ে
কাজ করে এই সমস্ত কিছু ফুটিয়ে তোলা হয় একটি লোগো মাধ্যমে।আপনি যদি ভালো মানের একটিলোগো
তৈরি করতে পারেন। তা আপনি 500 থেকে 1000 ডলার ও বিক্রি করতে পারবেন।
লোগো ডিজাইন শিখবেন কিভাবে:
লোগো ডিজাইন করার জন্য আপনাকে যা যা শিখতে হবে গ্রাফিক্স ডিজাইনের কিছু সফটওয়্যার রয়েছে
সে সফটওয়্যার গুলো আপনাকে ভালোভাবে শিখে নিতে হবে। লোগো ডিজাইন করার সবচেয়ে জনপ্রিয়
সফটওয়্যার হচ্ছে এডোবি ইলাস্ট্রেটর । এ সফটওয়্যার দিয়ে আপনি যে কোন ধরনের লোগো ডিজাইন
তৈরি করে ফেলতে পারবেন। পরবর্তীতে আপনি কিভাবে লোগো ডিজাইন করবেন , তার প্রচুর পরিমাণে
টিউটোরিয়াল ইউটিউবে এডোবি ইলাস্ট্রেটর এর বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপনি পেয়ে যাবেন সার্চ
করলে আপনি সেগুলো দেখেও লোগো ডিজাইন শিখতে পারেন।
এডোবি ইলাস্ট্রেটর এর পাশাপাশি এডোবি ফটোশপ শিখে রাখা ভালো একজন ভাল মানের গ্রাফিক্স
ডিজাইনার হতে হলে আপনাকে দুটি সফটওয়্যার সর্ম্পকে ভালোভাবে ধারনা থাকতে হবে । তা হলো
এডোবি ফটোশপ আরেকটি হচ্ছে এডোবি ইলাস্ট্রেটর। এই দুটি সফটওয়্যার যদি আপনি ভালভাবে
শিখতে পারেন তাহলে আপনি যে কোন ধরনের লোগো ডিজাইন তৈরি করতে পারবেন এবং গ্রাফিক্স
ডিজাইনের প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন। মনে করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন।
ভাল লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করতে পারেন
আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করার জন্য।
ভাল থাকবেন।।