রিসেলার হোস্টিং কি? এর বিভিন্ন সুবিধা ও অসুবিধা সমূহ আলোচনা কর?

রিসেলার হোস্টিং বলতে কি বুঝায়:

বর্তমান সময়ে রিসেলার ওয়েব হোস্টিং খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। সাধারনত, আমরা সবাই জানি যে, কোন

ওয়েবসাইটের কন্টেন্ট ইমেজ ভিডিওস এবং বিভিন্ন ফাইল সার্বক্ষণিক চালু রাখার জন্য একটি স্পেস বা

জায়গার প্রয়োজন হয়। আর সেই নির্ধারিত স্পেস বা জায়গা কেই বলা হয় ওয়েবসাইটের হোস্টিং বা ওয়েব

হোস্টিং (Web Hosting)। আর  রিসেলার হোস্টিং হচ্ছে ওয়েব হোস্টিং এর একটি ধরন যার মাধ্যমে ঐ

অ্যাকাউন্ট এর মালিক তার নিজের হোস্টিং ব্যাবহার করে তার গ্রাহককে ওয়েব হোস্টিং সেবা প্রদান করতে

পারে। রিসেলারগন হোস্টিং সেবা ক্রয় করে তার গ্রাহকদের মধ্যে সেটি বিক্রি করতে পারে। এই প্রক্রিয়াকেই

আসলে রিসেলার বলা হয়ে থাকে।

আরো পড়ুন:

রিসেলার হোস্টিং অনেকটা শেয়ার্ড হোস্টিং এর মতই। বিভিন্ন হোস্টিং প্রোভাইডার এর কাছে থেকে কিনে যারা

মার্কেটে সেল করে সেই হোস্টিং গুলোই মূলত রিসেলার হোস্টিং।

বর্তমানে অনেক রিসেলার রয়েছেন যারা এই প্রক্রিয়ায় ভালো টাকা আয় করছেন। কিন্তু রিসেলার হোস্টিং

প্যাকেজে যেমন সুবিধা রয়েছে পাশাপাশি অসুবিধাও রয়েছে আসুন আলোচনা করা যাক:

রিসেলার হোস্টিং সুবিধা সমূহ:

১) রিসেলার হোস্টিং প্যাকেজ গুলো গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে এমনভাবে তৈরি করা হয়ে থাকে যাতে

করে পরবর্তীতে সেবা গ্রাহকদের কাছে অতি কম সময়ে এবং সহজেই প্রদান করা যেতে পারে।

 ২) রিসেলার হোস্টিং প্যাকেজের এর প্রত্যেকটি গ্রাহকদের জন্য  আপনি আলাদা আলাদা প্লানের বিস্তারিত

বিষয়ে তথ্য রাখতে পারবেন।

৩) একটি ভালো হোস্টিং কোম্পানি হতে রিসেলার এর মাধ্যমে আপনার ক্রয়কৃত হোস্টিং প্যাকেজটি  নিজের

ইচ্ছেমতো প্লান তৈরি করে আপনার গ্রাহকদের কাছে বিক্রি করতে পারবেন।

৪) রিসেলার হোস্টিং অ্যাকাউন্ট গুলোর স্টোরেজ এবং ব্যান্ডউইড প্রয়োজনমতো আপগ্রেড করা যায় বলে

রিসেলার প্রতিষ্ঠানগুলোই সব সেবা সমূহ প্রদান করে।

৫) হোস্টিং সম্পর্কিত সেবা সমূহের সকল বিষয় সর্ম্পকে রিসেলার হোস্টিং থেকে পাওয়া যায়।

৬) বিভিন্ন হোস্টিং সার্ভিস সফটওয়্যার ও সিস্টেম। যেমন- WHM, Domain Reseller Account,

Client Area ইত্যাদি। যা রিসেলার হোস্টিং প্যাকেজ পরিচালনার ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করে থাকে।

রিসেলার হোস্টিং এর অসুবিধা সমূহ:

আপনারা এতোক্ষণ রিসেলার হোস্টিং এর সকল সুবিধা সর্ম্পকে জানলেন। প্রতিটি বিষয়ের যেমন ভালো দিক

থাকে ঠিক তেমনি খারাপ দিকও থাকে। তাই রিসেলার হোস্টিং এর যেমন  বিভিন্ন সুবিধা রয়েছে ঠিক তেমনি

বিভিন্ন অসুবিধাও রয়েছে। নিম্নে সেগুলো আলোকপাত করা হলো-

১) রিসেলার হোস্টিং প্যাকেজে যদি প্রতিনিয়ত গ্রাহক বাড়তে থাকে, তাহলে আপনার রিসেলার হোস্টিং প্লান

আপগ্রেড করার প্রয়োজন হতে পারে।

২) ডেডিকেটেড হোস্টিং এর মতো একটা কম্পিউটার পুরটাই একটা সার্ভার হিসাবে ব্যবহার করতে পারবেন

না।

৩) রিসেলার হওয়া মানে আপনার গ্রাহকদের যাবতীয় হোস্টিং সম্পর্কিত দায়িত্ব স্থায়ীভাবে ভাবে নিজের

কাধে নেওয়া।

৪) আপনি যদি রিসেলার হোস্টিং প্রদানকারী প্রতিষ্ঠান এর কাছ থেকে সার্ভার সম্পর্কিত পর্যাপ্ত সুবিধা না পান

সেটা আপনার সমস্যার কারন হতে পারে।

৫) শেয়ারড হোস্টিং প্যাকেজ প্লান থেকে রিসেলার হোস্টিং প্যাকেজ প্লান একটু ব্যয়বহুল হয়ে থাকে।

৫) ভিপিএস ও ডেডিকেটেড হোস্টিং এর তুলনায় রিসেলার হোস্টিং ব্যাবহারকারি ওয়েবসাইটের লোডিং

স্পিড, সার্ভার পারফর্মেন্স তুলনামূলক ভাবে অনেক কম হয়ে থাকে।

পরিশেষে বলা যায় যে,

আপনি যদি রিসেলার ওয়েব হোস্টিং  ব্যবসা করতে চান তাহলে আমি বলবো ভেবে চিন্তে আপনার দৃষ্টিতে

যেটা ভালো সেটি শুরু করুন। আপনার সার্ভিস যদি ভালো হয় তাহলে আপনার গ্রাহকের সংখ্যা বাড়বে এবং

ব্যবসাও ভালো মতো চলবে। ভালো লাগলে আপনার বন্ধুদের কে শেয়ার করতে ভূলবেন না।আর আপনার

মনে যদি কোন প্রশ্ন কিংবা মতামত থেকে থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাবেন।

ভাল থাকবেন।।

Leave a Comment