যেভাবে রক্ষা করবেন আপনার অনেক সাধের গুগল এডসেন্স একাউন্ট

খুব কষ্টে, দিন রাত খেটে অনেকদিন পর পেলেন গুগল এডসেন্স এর একাউন্ট।আপনার এ গুগল এডসেন্স

এ্যাকাউন্ট কে “দুষ্টু” লোকজনের হাত থেকে কিভাবে রক্ষা করবেন সে সব বিষয়টি নিয়ে আমি আজ

আপনাদের সুবিধার জন্য আলোচনা করবো আশা করি আপনারদের অনেক উপকারে আসবে।

কিভাবে রক্ষা করবেন আপনার গুগল এডসেন্স এ্যাকাউন্ট:

১।শেয়ার করবেন না আপনরা গুগল এডসেন্স পাবলিশার আইডি। তাতে করে আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে।
২। আপনি আপনার সাইটে কোন রকম ভুয়া ক্লিক করবেন না।
৩। আপনার ওয়েব সাইটের ডোমেইন এর Whois ইনফো গোপন রাখুন।
আরো জানুন:- অনলাইনে সেরা ২০টি কপিরাইট ফ্রি ছবির ওয়েব সাইট সর্ম্পকে আলোচনা
৪। প্রতিদিন আপনার ইমেইল চেক করুন কারন বিভিন্ন সময়ে গুগল এডসেন্স বিভিন্ন তথ্য জানতে চেয়ে ইমেইল করে থাকে।এবং তার উওর সঠিক সময়ের মধ্যে দিতে হয়।
৫। আপনার সাইটে পেইড ট্র্যাফিক ও ক্লিক এক্সচেঞ্জ কে না বলুন।
৬।ওয়েব সাইটের লিংক শেয়ার থেকে ১০০ হাত দূরে থাকুন।
৭।কপিরাইটেড কনটেন্ট মুক্ত রাখুন আপনার ওয়েবসাইটকে।
৮।ভুয়া ক্লিক ঠেকাতে প্লাগিন ব্যবহার করুন।

উপরের এসকল বিষয় গুলো যদি নিয়মিত মেনে চলতে পারেন, তাহলে আমি আশা করি আপনার

একাউন্ট সব সময় সেফ থাকবে। তবে এসবের চেয়ে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা। একটু চোখ

কান খোলা রাখলেই এসকল সমস্যা গুলো আপনি দ্রুত শনাক্ত করতে পারবেন এবং তা সমাধানও করতে

পারবে।

আরো জানুন: শুরু করুন ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার।

লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার

সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে

অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে

রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।

ভাল থাকবেন।

Leave a Comment