মোবাইল দিয়ে ফ্রি ওয়েব সাইট খুলে আয় করুন

বন্ধু রা প্রায় সময় বলেন অনেক চেষ্টা করেছেন অনলাইন এ আয় করতে কিন্তু পারেন নি । তারপর

অনেকে জানতে চান আপনি কিভাবে আয় করেন। বন্ধুরা অনলাইনে আয় করা এতোটা সহজ কাজ না ।

আপনি যদি অনলাইন থেকে আয় করতে চান তবে আপনাকে র্ধৈয্য ধরে কাজ করে যেতে হবে।তবে

আপনি সফল হতে পারবেন। আমি এখানে শুধু  কিছু কাজের লিংক  দিব । আপনি এ সমস্ত সাইটে গিয়ে

কাজ পেতে পারেন। আমি বিশ্বাস করি আপনি পারবেন।

প্রথমেই mobile advertising company গুলোর ঠিকানা  দিচ্ছি যেখান থেকে আপনি আয় করতে

পারবেন:

আরো জানুন:-

http://mobgold.com

http://admob.com

আমি আপনাদের অনুরোধ করবো http://admob.com এ register করতে,  কারন এটির

মালিকানা google এর । ওরা pay করে  paypal আর চেক দিয়ে  থাকে। ওদের চেক আপনি

বিডি এর bank থেকে ক্যাশ করতে পারবেন । আপনার যদি paypal না থাকে, কিন্তু money

bookers থাকে তাহলে mobpartner.com ইউজ করতে পারেন । mobpartner.com টাকা

পাঠায় moneybookers এ ও ।

সাইট তৈরি করুন:

আমি ধরে নিচ্ছি আপনি অলরেডি html অন্তত জানেন । ধরে নিচ্ছি আপনি blogspot আর অন্যান্য

free web hosting try করেছেন ।

প্রথমে wap site create করুন । design নিয়ে ভাববেন না এখন । আপনি free wap site

বানাতে পারেন নিচের site গুলো থেকে যদি আপনি অলরেডি free web hosting use না করেন

http://mywibes.com/

http://wap.wapka.mobi/wapka_index.xhtml

http://phn.me

এই site গুলো আপনাকে ওদের wap builder এর মাধ্যমে design করতে দিবে । ওরা আপনাকে

এড কোড বসাতে দিবে । আপনি যদি advanced user হন আর যদি free web hosting গুলো

use করেন তাহলে নিচের লিন্ক গুলো ভিজিট করুন

http://coding-talk.com

http://coding-central.info

এই সাইট গুলো থেকে wap script নামিয়ে আপনার free web hosting সাইট এ ইনস্টল করুন ।

তারপর এড কোড গুলো বসিয়ে দিন । সাইট বানিয়ে বসে থাকলে তো আর হবে না ! ভিজিটর বাড়াতে

হবে । ভিজিটর বাড়াতে গিয়ে দয়া করে spammer হবেন না । wap toplist গুলোতে রেজিষ্টার

করুন । রেজিষ্টার এর পর ওদের দেয়া লিন্ক গুলো আপনার সাইট এ বসান । ভিজিটর পাবেন ই । গুগল

এ সার্চ দিন http://www.google.com/search?q=wap+toplist একটা বিষয় মনে

রাখবেন,সাইট এর content এই আসল বিষয় । আপনার সাইট থেকে পাওয়ার মত কিছু থাকলে

অবশ্যই ভিজিটর পাবেন ।

লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার

সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে

অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে

রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।

ভাল থাকবেন।

Leave a Comment