মার্কেটিং ও ডিজিটাল মার্কেটিং এর পার্থক্য নিয়ে আলোচনা। পর্ব-৫

মার্কেটিং বা মার্কেটাররা না থাকলে কী হতো?

মার্কেটার’রা না থাকলে আপনারা হয়তো ফেয়ার & লাভলী দিয়ে দাঁত মাজতেন আর টুথপেস্ট দিয়ে

খেতেন পাউরুটি, হয়তো Veet দিয়ে পুরুষরা সেভ করতো আর শেভিং ফোম হতো নারীদের শেম্পু,

হয়তো হারপিক দিয়ে নিয়মিত জামা-কাপড় পরিষ্কার করেতেন আর ভিমকে মাখতেন গায়ে।পছন্দসই

মোবাইলটি এলাকার দোকাটিতেই রেখেই পাড়ি জমাতেন বিদেশে,জানতেন না পাশের হাসপাতালটিতে কি

কি রোগের চিকিৎসা হয় ,কেউ অসুস্থ হলে এম্বুলেন্স এর পরিবর্তে ফোন দিতেন ফায়ার সার্ভিসে,

কমিউনিটি সেন্টারে কী বিয়ে,জন্মদিনের বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয় নাকি সিনেমা দেখানো হয় তা

ভাবতে ভাবতেই রাতের ঘুম হারাম করে দিতেন।তাই মার্কেটাররা হচ্ছেন শিক্ষক, মার্কেটার রা শিখায়

সঠিকভাবে বাঁচতে। তারাই আপনাকে বলে দেয়, কোন জিনিস কি কাজে লাগে। এবং আপনি সেই মাপিক

কাজে ব্যবহার করছেন । আসলে তারা যদি না থাকতো তবে মনে হয় অনেক সমস্যা হতো । তারা

আমাদের অনেক সাহায্য করে থাকেন।

সঠিকভাবে বাঁচতে। তারাই আপনাকে বলে দেয়, কোন জিনিস কি কাজে লাগে। এবং আপনি সেই মাপিক

কাজে ব্যবহার করছেন । আসলে তারা যদি না থাকতো তবে মনে হয় অনেক সমস্যা হতো । তারা

আমাদের অনেক সাহায্য করে থাকেন।

আমি মনে করি শিক্ষকতার চেয়ে মার্কেটিং এর মহত্ব অনেকাংশে বেশী, কেননা মার্কেটারদের পড়াতে হয়

পৃথিবীর সবচেয়ে অমনোযোগী ছাত্রদের।আর এই জন্য তাদের বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়।

যেমন-টিভি বা নিউজ পেপার   বিজ্ঞাপন, বিলবোর্ড, মূল্যছাড়, অফার, কুপন,খেলাধুলা বা বিভিন্ন

সামাজিক অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা ইত্যাদি। এই প্রক্রিয়াসমূহের মাধ্যমেই মার্কেটারগণ পণ্য বা সেবা

ভোক্তাদের দোড়গোড়ায় পৌছে দেন সাথে ব্যবসায়িক সরবোচ্চ মুনাফা অর্জনের মাধ্যমে অর্থনীতির চাকা

সচল রাখেন।আর মার্কেটারদের এসব কৌশলী কার্যক্রমই হচ্ছে মার্কেটিং।

মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর পার্থক্য নিয়ে আলোচনা

মার্কেটিং ও ডিজিটাল মার্কেটিং এর মধ্যে মেজর কিছু পার্থক্য আছে ।সে বিষয় নিয়ে আলোচনা করা যাক।

 মার্কেটিং:

টেলিভিশন, ব্যানার, ফেস্টুন, লিফলেট, রেডিও, সংবাদপত্র ইত্যাদির মাধ্যমে পন্য প্রচার প্রচারণাকে মার্কেটিং বলে

এনালগ মার্কেটিং কাজের খরচের পরিমান অনেক বেশী হয়ে থাকে এবং ফলাফল অনেক কম পাওয়া

যায় ।

বিজ্ঞাপনের এর ফলাফল এর কোন পরিপূর্ণ ডাটা পাওয়া যায় না এনালগ মার্কেটিং এ

টার্গেটেড কাস্টমারের কাছে বিজ্ঞাপন প্রচার সম্ভব হয় না এনালগ মার্কেটিং এ

এনালগ মার্কেটিং এর মাধ্যম অনেক কম এবং এগুলোর কার্যকারিতা অনেক কম ।

ডিজিটাল মার্কেটিং :

ডিজিটাল উপায়ে পণ্যর বিজ্ঞাপন কাস্টমারের কাছে পৌঁছে দেয়াকে ডিজিটাল মার্কেটিং বলা হয়ে থাকে।

ফলাফল অনেক বেশী পাওয়া যায় ডিজিটাল মার্কেটিং এর খরচের তুলনায় ।

বিজ্ঞাপনের এর ফলাফল হিসাবে ডিজিটাল মার্কেটিং এ সম্পূর্ণ ডাটা পাওয়া সম্ভব ।

ডিজিটাল মার্কেটিং এ টার্গেটেড কাস্টমারের নিকট বিজ্ঞাপন প্রচার সম্ভব ।

ডিজিটাল মার্কেটিং এর মাধ্যম ও অনেক বেশী এবং গ্রহণযোগ্যতা ও অনেক বেশী । এছাড়া বিভিন্ন

সিস্টেমে বিজ্ঞাপন প্রচার করার ব্যবস্থা রয়েছে।

সুতরাং এখন ডিজিটাল মার্কেটিং এর গ্রহন যোগ্যতা অনেক বেশি।এবং মাধ্যমে আয়ও হয় অনেক বেশি।

Leave a Comment