কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন। আজকের পোস্টে আমি আলোচনা করবো “ভিপিএস
হোস্টিং কি? এবং এর বিভিন্ন সুবিধা ও অসুবিধা সমূহ সর্ম্পকে” । আশা করি আপনাদের উপকারে
আসবে।তাহলে আসুন জেনে নেওয়া যাক।ভিপিএস হোস্টিং আপনার ব্যক্তিগত কম্পিউটারের মত। যেটা
কিনলে ঐ ভার্চুয়াল কম্পিউটার যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ব্যবহার করতে পারবেন । ঠিক ব্যক্তিগত
কম্পিউটারের মতো। মাসে যদি মিলিয়ন ভিসিটরও আসে আপনার সাইটের লোডিং স্পিড কমবে না।
ভিপিএস হোস্টিং (VPS Hosting):
VPS এর ফুল ফর্ম হলো (Virtual Private Server)। যখন একটা Computer কে বিশেষ কোন
Software বা অন্য কিছু দিয়ে ভাগ করে অনেক গুলো Server তৈরি করা হয় তখন প্রত্যেক ভাগকে
একএকটা VPS বলে। আশা করি বুঝতে পারছেন।
আরো জানুন:
ভিপিএস হোস্টিং (VPS Hosting) সাধারণত শেয়ারড হোস্টিং (Shared Hositng) থেকে আলাদা
কারণ এখানে হোস্টিং কোম্পানি আপনাকে আলাদা Ram, Hard Disk, CPU দিয়ে থাকে। মানে
আপনার বাসার Personal Computer এর মত। মূলত তারা আপনার জন্য একটা আলাদা
Computer এর ব্যবস্থা করে রেখে দিবে। তার মানে আপনার সাইট বেশি নিরাপদ থাকে এবং স্পিড
ও ভালো থাকে। তারমানে এই না যে শেয়ারড হোস্টিং (Shared Hositng) নিরাপদ না, শেয়ারড
হোস্টিং ও নিরাপদ তবে তা ভিপিএস থেকে একটু কম।
ভিপিএস হোস্টিং এর বিভিন্ন সুবিধা সমূহ:
1.ভিপিএস হোস্টিং ব্যাবহারকারি ওয়েবসাইটের লোডিং স্পিড অনেক বেশি হয়ে থাকে।
2.ভিপিএস হোস্টিং এর আলাদা Ram, Hard Disk, CPU হয়ে থাকে।
3.ভিপিএস হোস্টিং এ সিকিউরিটি ব্যবস্থা বেশি হয়ে থাকে যেহেতু এক হার্ড ডিস্কের মধেই শুধু আপনার
সাইট থাকবে।
4.ভিপিএস হোস্টিং এ আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উচ্চ পারফরম্যান্সের হার্ডওয়ারসমূহ
ওয়েবসাইট কে
5.দ্রুতগতিসম্পন্ন এবং নিরাপদ করে থাকে।
ভিপিএস হোস্টিং এর বিভিন্ন অসুবিধা সমূহ:
1.ভিপিএস হোস্টিং এর দাম একটু বেশি হয়ে থাকে শেয়ারড হোস্টিং এর থেকে।
2.ডেডিকেটেড হোস্টিং এর মতো একটা কম্পিউটার পুরটাই একটা সার্ভার হিসাবে ব্যবহার করতে
পারবেন না।
3.ভিপিএস হোস্টিং প্যাকেজ প্লান সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
VPS Hosting
আরো জানুন:
আশা করি লেখাটি পড়ে বুজতে পারছেন VPS Hosting) কি এবং এর সুবিধা ও অসুবিধাসমূহ যারা
বড় পরিসরে ব্যবসা করতে চান আমার মনে হয় তাদেরকে VPS Hosting কেনা উচিত। কারন এটা
একটি খুব মজবুত হোস্টিং । লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না । আর এ
বিষয় নিয়ে আপনার মনে যদি কোন প্রশ্ন কিংবা মতামত থেকে থাকে তাহলে নিচে কমেন্ট করে
জানাবেন।
ভাল থাকবেন।।