কিছু মানুষ তোমার নিত্যদিনের অভ্যেসে পরিণত হয়ে যাবে।যার সাথে কথা বলতে বলতে ঘন্টা বা সেকেন্ডে হিসেব করতে পারবে না।একদিন দেখবে, তোমার কল-লিস্ট শুন্য হয়ে পড়ে রইবে। দুরত্বটা এভাবেই বাড়বে।
আচ্ছা, কখনো কি ভেবে দেখেছো? যার সাথে সারাজীবনের জন্য হাত ধরার অঙ্গীকার করেছিলে, সে মানুষটার জায়গাতে আজ অন্য কেউ থাকবে? অথচ দেখো, তোমাকে ছাড়া বাঁচবো না বলা মানুষটিও কিন্ত বেঁচে থাকে। তবে তার পাশে আজ আর তুমি নেই, থাকবে অন্য কেউ।
সম্পর্কের শুরুটা সুন্দর হয়। কিন্ত যখন তীক্ষ্ণতা চলে আসবে, তখন একে অন্যের প্রতি ভুল ধরাতে ব্যস্ত হয়ে পড়ো।কিন্ত ভেবে দেখেছিলে সম্পর্কের শুরুতে তুমিই আবার তার মত কাউকে পেয়ে বলেছিলে, একটা পারফেক্ট কাউকে পাওয়াতে তুমি নিজেকে সৌভাগ্যবান মনে করো। তাহলে আজ কেন তার প্রতি তোমার এতো অভিযোগ?
যার হাতে তোমার হাত রাখার কথা ছিল, তার হাতের জায়গায় হয়তো আরেক জোড়া নতুন হাত থাকবে। যার বুকে মাথা রেখে সংসার করার কথা ছিল, তার জায়গাতে হয়তো অন্যকেউ হবে। সব স্বপ্ন, ইচ্ছে একই থাকবে, শুধু মানুষটা পাল্টাবে। হয়তো আগের মানুষটা ভীষণ রকমের চায়ে আসক্ত ছিল আর নতুন মানুষটা চা দু’চোখে ই দেখতে পারে না।
যার কন্ঠ না শুনে তোমার দিন-রাত বিচ্ছিরি যেতো, দেখো একদিন তুমি তার কন্ঠ না শুনতে শুনতে তার গলার স্বর ঠিক কেমন ছিল ভুলে ই যাবে।যাকে ছাড়া ভাবতে মরে যাবে, একদিন তাকে ছাড়া বাঁচতে শিখে যাবে। তোমার ভেতর অনেক অনেক অভ্যাসের পরিবর্তন ঘটবে,যা তুমি টের ই পাবে না!
মায়া ও অভ্যাস দুটোই জানো খুব খারাপ।তুমি তোমার জীবনে ততোক্ষণ পর্যন্ত এগুতে পারবে না, যতক্ষণ অব্ধি তুমি মায়াজাল থেকে নিজেকে না ছুটাতে পারবে। তুমি ভালো কোনো অভ্যাস মেনে নিতে পারবেনা, যতোক্ষণ না তুমি বাজে অভ্যাস ত্যাগ করতে পারবে। ফোনের ওপাশটায় দিন-রাত না থেকে ভালোকিছু বই পড়ার অভ্যাস গড়তে পারতে, অন্তত কান ও মস্তিষ্ক দুটোই কিন্ত ভালো থাকতো!
সময়ের সাথে আমাদের অনেককিছুই মানিয়ে নিতে হয়।তোমাকেও মানাতে হবে। বিশ্বাস করো, জীবন কারো জন্যই থমকে থাকবেনা।তোমাকে সামনে পা বাড়াতেই হবে।তুমি যদি একই জায়গাতে স্ট্যাচুর মত দাঁড়িয়ে থাকো, সামনে যেতে পারবেনা কিন্ত।
তারচেয়ে মানিয়ে নিতে শেখো। কারো প্রস্থানে ভেঙ্গে না পড়ে ভেবো, স্রষ্টার ইচ্ছে ছিল না বলেই হয়তো। হতে পারে তোমার জীবনে ভালো কেউ অপেক্ষা করছে।যাকে স্রষ্টা শুধুমাত্র তোমার জন্য নিজ হাতে গড়ে পৃথিবীতে পাঠিয়েছেন।