ব্লগ থেকে আয় করার জন্য কী কী বিষয়ে ব্লগে লিখতে পারে?

আমি আগেই বলেছি ব্লগ থেকে আয় করার জন্য প্রথম অবস্থায় ব্লগকে জনপ্রিয় করে তোলার জন্য ব্লগে

এমন বিষয় নিয়ে লিখতে হবে, যে বিষয়ে আপনি পরিপূর্ণ অভীজ্ঞা রাখেন। কারণ কোন বিষয়ে

ভালোভাবে না জেনে লিখলে সেই লেখা পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে পারবে না। আপনি যদি ইন্টারনেট

বিশ্বের বিভিন্ন টেকনোলজি নিয়ে লিখতে পারেন, তাহলে আপনার ব্লগ অল্পদিনে সবার কাছে পরিচিত হয়ে

উঠবে। তাছাড়া আপনি যদি এই সব বিষয় নাও জেনে থাকেন ,তাহলে নিচের টপিকগুলো নিয়ে লিখতে

পারেন। আশা করি আপনাদের উপকারে আসবে।

আরো জানুন:-

যে বিষয়ে লিখতে পারেন:-

  1. যে কোন ধরনের আর্টিকেল লিখতে পারেন।
  2. ছোট গল্প, প্রবন্ধ ও ছড়া লিখতে পারেন।
  3. বিভিন্ন ধরনের কবিতা লিখতে পারেন।
  4. বর্তমান সময়ো যেকোন বিষয় নিয়ে লিখতে পারেন।
  5. নিউজ লিখতে পারেন।

এছাড়া যে বিষয়ে ব্লগিং করলে বেশি আয় করা যায় তা হলো:-

  1. টেকনোলজি (টেক) বিষয়ে।
  2. প্রোডাক্ট রিভিউ বিষয়ে।
  3. ফ্যাশন এন্ড বিউটি বিষয়ে।
  4. লাইফস্টাইল বিষয়ে।
  5. অনলাইন আর্নিং বিষয়ে।
  6. রান্নাবান্না বিষয়ে।

ব্লগ থেকে আয় করার জন্য ভিজিটর বৃদ্ধির উপায়ঃ

নতুন অবস্থায় আপনার ব্লগটি কেউ চিনবে না ও জানবে না। নতুন ব্লগের ক্ষেত্রে ব্লগ না চেনাটা

স্বাভাবিক। প্রথমিক অবস্থায় গুগল হতে কেউ আপনার ব্লগে আসবে না। কারণ নতুন ব্লগ সম্পর্কে ‍গুগল

কোন তথ্য জানে না। সে জন্য আপনার ব্লগের প্রচারনা করা খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনার ব্লগের

প্রচারের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার ব্লগের প্রত্যেকটা

নতুন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক ও টুইটারে শেয়ার করা করবেন। তাহলে

ফেসবুক হতে ধীরে ধীর মানুষ আপনার ব্লগটি পড়তে শুরু করবে। যখন আপনার ব্লগে ভালোকিছু

থাকবে, তখন লোকজন আপনার ব্লগ পছন্দ করার কারনে বার বার ভিজিট করবে।

লেখালেখি করে আয়ঃ

আপনারা অধিকাংশ লোক লেখালেখি করে অনলাইন হতে আয়ের উপায় খুজে থাকেন। মূলত লেখালেখি

করে অনলাইন হতে আয়ের প্রধান উপায় হচ্ছে ব্লগিং। বিশ্বের যত সফল ব্লগার আছে, তারা সবাই ব্লগে

লেখালেখি করে অনলাইন হতে টাকা আয় করছে। কাজেই আপনি একটি ব্লগ তৈরি করে যে বিষয়ে ভালো

জানেন সেই বিষয়ে লেখালেখি করে ব্লগিং এর মাধ্যমে অনলাইন হতে টাকা আয় করে নিতে পারেন।

আরো পড়ুন:-

প্রতিটি ব্যাবসা বাড়ানোর জন্য প্রয়োজন ওয়েবসাইট ।

জেনে রাখুন ৭টি ওয়েবসাইট যেখানে ছোট ছোট কাজ করে আয় করা যায়।

ব্লগিং করে কত টাকা আয় করা যায়?

ব্লগিং করে মাসে কত টাকা আয় করতে পারবেন, সেটা নিশ্চিত করে কেউ বলতে পারবে না। কারণ

আপনার ব্লগ থেকে কি পরিমানে আয় হবে সেটা পুরোপুরি আপনার কাজের ধরনের উপর নির্ভর করবে।

কাজের ধরণ ছাড়াও আপনি ব্লগে কতটুকো সময় দিচ্ছেন, কিভাবে পোস্ট লিখছেন, কি কি বিষয়ে নিয়ে

ব্লগিং করছেন, আপনার ব্লগের কাজের ডিমান্ড অনলাইনে কি পরিমানে রয়েছে ইত্যাদি ইত্যাদি বিষয়ে

উপর একজন ব্লগারের আয়ের পরিমান নির্ভর করে। নিচের বিষয়গুলোর উপর আপনার ব্লগের আয়ের

পরিমান নির্ভর করবে।

  1. কোন ধরনের নিশ নিয়ে কাজ করছেন?
  2. ব্লগ লিখতে এবং ব্লগিং শিখতে কতটুকো শ্রম ও সময় দিচ্ছেন?
  3. ব্লগে কি পরিমান ভিজিটর গ্রো করছেন?
  4. কোন ধরনের ডিজিটাল মার্কেটিং টেকনিক ব্লগে এপ্লাই করছেন?
  5. আপনি ব্লগ লিখতে কতটুকো মেধাবি?

আরো জানুন:-

পিটিসি সাইটে রেফারেল বৃদ্ধি করে নিন ৭টি উপায়ে

মাইক্রোওয়ার্কারস থেকে আয় করুন সহজ উপায়ে?

এছাড়া আপনি আরো বিভিন্ন উপায়ে আয় করতে পারেন। অনলাইন থেকে, তবে আমি যে বিষয়গুলোর

কথা আপনাদের আজকে বলেছি । এসব বিষয় আপনি চাইলে লিখতে পারেন। আমি আশা করি আপনি

এখান থেকে ভালো অংকের টাকা আয় করতে পারবেন।

লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার

সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে

অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে

রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।

ভাল থাকবেন।

Leave a Comment