ব্লগার ব্লগ এর Custom Robots txt এবং Custom robots header tags যুক্ত করবেন কিভাবে?

শুধু Google এ ব্লগ বা ওয়েব সাইট কে Submit করলেই হবে না অধিক ভিজিটর পাওয়ার জন্য এবং

সফল ব্লগিং করতে হলে আপনাকে নাম করা Search Engine গুলোতে অবশ্যই আপনার ব্লটির জন্য

আলাদা ভাবে ক্ষ্ট করতে হবে।

আপনাকে অবশ্যই ভালো ও শক্তিশালী ব্যকলিংক (Backlink) তৈরি করতে হবে এবং তা না হলে কোন

সার্চ ইঞ্জিন এ আপনার সাইট এর জন্য অবস্থান হবে না। তাই ভালোভাবে প্রতিটি সার্চ ইঞ্জিন এ আপনার

সাইটকে সাবমিট করতে হবে এবং পাশাপাশি নাম করা বড় বড় ওয়েব সাইট এ আপনার ব্লগ বা সাইট

এর জন্য ব্যাকলিংক তৈরি করতে হবে। নিচে কিছু সার্চ ইঞ্জিন এর লিংক দেওয়া হলো এবং Google এ

যে ভাবে সাবমিট করেছেন টিক একই ভাবে এই সাইট গুলোতেও করতে হবে।

সাইট সাবমিট এর পূর্বে কয়েকটি বিষয় মনে রাখতে হবে।সার্চ ইঞ্জিন এ সাইট সাবমিট করার জন্য কোনো

টাকা লাগে না এবং আর টাকা দিয়ে কোন সাইট এর জন্য কাজ করলে সেইট কাজ ভালো হয় না বরং

সাইট এর জন্য ক্ষতি বয়ে আনে। তাই নিজের সাইট এর জন্য নিজে কষ্ট করুন। এবার নিচের লিংক

গুলোতে এ গিয়ে সাইটটি ভালোভাবে সাবমিট করুন।

http://submit.search.yahoo.com

http://www.bing.com/toolbox/submit-site-url

http://webmaster.yandex.com/addurl.xml

http://zhanzhang.baidu.com/sitesubmit/index

প্রতিটি সাইট সাবমিট করার দুই সপ্তাহ পার হওয়ার পর যদি কোন সার্চ ইঞ্জিন Indexing না করে তবে

আপনার সাইটটি সাবমিট এর চার সপ্তাহ পর পুনরাই সাবমিট করবেন এর আগে না কিন্তু। কোন প্রশ্ন

থাকলে করতে পারেন।

লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার

সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে

অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে

রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।

ভাল থাকবেন।

Leave a Comment