SEO এর জন্য Google Webmaster Tool একটি অনেক বড় বিষয়। তাই Google
Webmaster Tool এ যে কোন সাইট কে খুব সর্তকতার সাথে Submit করতে হবে। আপনার সাইট
টি যখন রেজি হবে তখন আপনার প্রথম কাজ হবে সাইট এর জন্য একটি সাইট ম্যাপ তৈরি করা এবং তা
সাবমিট করা। সাইটম্যাপ একটি ব্লগ বা ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়েবমাস্টার টুলস।
আপনার সাইটের আপডেট সংবাদ গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন মারফত পাঠকের কাছে পৌছাতে
সাইটম্যাপের প্রয়োজনীয়তা অনেক। আপনি যখন আপনার ব্লগ বা ওয়েবসাইটের আপডেট প্রকাশ
করবেন তখন সার্চ ইঞ্জিন সাথে সাথে সাইটম্যাপ এর মাধ্যমে আপনার আপডেট সংক্রান্ত তথ্য জানতে
পারবে।
আরো পড়ুন:-
- বিখ্যাত মনীষী ভলতেয়ার এর সেরা ২৫ উক্তি ।অনুপ্রেরণামূলক উক্তি।
- বিখ্যাত মনীষিদের সেরা ২৫ উক্তি!!অনুপ্রেরণামূলক উক্তি (আপনার জীবন পরিবর্তন করুন)।
- রোনাল্ড রিগান এর সেরা ২৫ উক্তি!!অনুপ্রেরণামূলক উক্তি।শিমন পান
- হিটলারের কিছু মূল্যবান কথা ও উক্তি।শিমন পান
- Rabindranath Tagore Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
Google Webmaster Tool এ লগিং করুন। নিচের ছবির মতো Add Site এ ক্লিক করুন।

এখন দেখবেন নিচের মতো একটি উইনডো আসবে যে খানে আপনার ব্লগ সাইট বা ওয়েব সাইট
এর Address টি লিখুন এবং continue এ ক্লিক করুন।

এরপর Google Webmaster Tool এর ড্যাস বোর্ড নিচের ছটির মতো আসবে এখানে সাইট ম্যাপ
(Sitemap) ক্লিক করতে হবে এবং সাইট ম্যাপ(Sitemap) Submit করতে হবে। নিচের ছবি গুলো
লক্ষ করুন।


ফাকা বক্সে “sitemap.xml” বসাতে হবে। ইচ্ছা করলে আপনি সাইট ম্যাপ(Sitemap) Submit টি
টেষ্ট করতে পারেন। ব্যস হয়ে গেল আপনার সাইট ম্যাপ(Sitemap) Submit এর পালা। আপনি
Google Webmaster Tool বিভিন্ন ট্যাব গুরে দেখেন আশা করি বুঝতে পারবেন না হলে না বুঝতে
পারলে প্রশ্ন করেন আশা করি উত্তর পাবেন।
আরো জানুন:-
এক সময় ছিল যখন কেউ লাইব্রেরী গঠন করতে চাইলে তার প্রয়োজন হতো বিশাল একটা রুমের,
সেলফের এবং বিভিন্ন ধরনের বইয়ের যার বিস্তৃতি হত মোটামুটি অনেক বড় আকারের, কিন্তু আজকে
ক্ষুদ্র একটা যন্ত্র কম্পিউটারের মধ্যেই গড়ে তোলা সম্ভব বিশাল আকারের ডিজিটাল লাইব্রেরী যা হয়তো
হতে পারে একটি বড় আকারের লাইব্রেরী এর চেয়েও শতগুন বড়। একসময় ছিল যখন একটা সংবাদ
এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাতে লাগতো কয়েকদিন, আজকে তা কয়েক সেকেন্ডেইসম্ভব।
এভাবেই পত্রিকায় একটা লেখা পাঠিয়ে তা প্রকাশ করে পাঠকের কাছে পৌছাতে লাগবে বেশ কয়েকদিন
বা বেশ কিছুটা সময়। কিন্তু বর্তমান সময়ে আপনি আপনার চিন্তা, বক্তব্য, মতামত বা সমালোচনা দুই
এক সেকেন্ডের মধ্যেই পাঠিয়ে দিতে পারেন পাঠকদেরকাছে।
পরিশেষে: লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না ।
আপনার সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে
থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো
পর্যালোচনা করে রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
ভাল থাকবেন।