ব্যাকলিংক কিভাবে তৈরি করবেন সে বিষয়ে আলোচনা ।

আমরা যারা ওয়েব সাইট ব্যবহার করি  তারা কি জানেন ব্যাকলিংক কি এবং ব্যাকলিংক কেন করতে

হয় ?

ব্যাক লিংক এর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটিকে রেংকিং এ আনতে পারি। এবং আমাদের

ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ভিজিটর আনতে পারি। আমাদের ওয়েবসাইটে অনেক ধরনের কাজ করে

যেমন বিভিন্ন ধরনের ওয়েবসাইট এর প্রচার করতে পারে। তাছাড়া ভালো কোয়ালিটি ব্যাকলিংক তৈরি

করতে পারলে গুগোল এর ফার্স্ট পেজে আসার সম্ভাবনা থাকে আমাদের ওয়েবসাইট

ব্যাকলিংক আসলে কি :

ব্যাংক লিঙ্ক হচ্ছে আপনার ওয়েবসাইটটিকে অনেক ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়া আপনার ওয়েব সাইটের

লিংকটি অনেক ওয়েবসাইটে আপনার লিংকটি শেয়ার করে দেওয়াটাই হচ্ছে ব্যাকলিংক আপনি যত বেশি

ব্যাকলিংক তৈরি করতে পারবেন আপনার ওয়েবসাইটটি তত দ্রুত গুগলের ফার্স্ট পেজে চলে আসার

সম্ভাবনা থাকে ।আপনার ওয়েবসাইটের জন্য কোন ব্যাকলিংক না করেন তাহলে আপনি যত ভালো

ধরনের পোস্ট করুন না কেন আপনি কখনই গুগোল এর ফার্স্ট পেজে আপনার ওয়েবসাইটটিকে নিয়ে

আসতে পারবেন না এটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি।

তাই অবশ্যই দেখে নিতে হবে আপনি যে ওয়েব সাইটের ব্যাকলিংক তৈরি করতেছেন ওয়েবসাইট ভালো

একটি ওয়েবসাইট কি না এবং আপনার ওয়েবসাইট রিলেটেড ওয়েবসাইট কিনা এই বিষয়গুলো লক্ষ্য

রেখে আপনাকে ব্যাকলিংক তৈরি করতে হবে ব্যাকলিংক অনেক ধরনের হয়ে থাকে যেমন বিভিন্ন

ওয়েবসাইট পোস্টিং করে তাছাড়া বিভিন্ন ওয়েবসাইট এ কমেন্ট পস্টিং করা এছাড়া আরো অনেক

ধরনের ব্যাকলিংক রয়েছে।

 প্রোফাইল ক্রিয়েট তৈরি করা:

ওয়েবসাইট কিছু মাধ্যম রয়েছে তার মধ্যে জনপ্রিয় মাধ্যম রয়েছে প্রোফাইল লিংক ক্রিয়েট করা বিভিন্ন

ওয়েবসাইটে প্রোফাইল তৈরি করা যায় এবং প্রোফাইল এর মাধ্যমে আপনার ওয়েবসাইটটিকে সেখানে

এড করে রাখতে পারবেন এটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক কাজ  ওয়েবসাইট রেংকিং করার জন্য কারণ

যে সমস্ত ওয়েবসাইটগুলোতে রেজিস্ট্রেশন করবেন এবং প্রোফাইল তৈরি করবেন সেই ওয়েবসাইটগুলোতে

অনেক মানুষ প্রবেশ করে এবং তাদের ডোমেইন অথরিটি গুলো অনেক হাই কোয়ালিটি থাকে।

 ব্লক পোস্টিং তৈরি করা:

ব্যাকলিংক ক্রিয়েট করার জন্য ব্লগ পোস্ট ভাল কাজে আসে বিভিন্ন ধরনের ওয়েব সাইটের মালিকরা

তাদের ওয়েবসাইটে ব্লগ পোস্ট করার অনুমতি দিয়ে রাখে যেগুলোকে ব্লগ পস্টিং বলতে পারেন অথবা

গেস্ট পোস্টিং বলতে পারেন এইভাবে ওয়েবসাইটের জন্য ভালো কোয়ালিটির ওয়েবসাইট থেকে যদি

আপনার ব্যকলিংক নিতে পারেন তাহলে আপনার ওয়েবসাইটটি খুব দ্রুত গুগোল ফার্স্ট পেজে চলে

আসবে একটি ওয়েবসাইট রেংকিং করানোর জন্য খুব বেশি ব্যাক লিংক এর প্রয়োজন হয় ।

কমেন্ট ব্যাক লিংক তৈরি করা:

 কমেন্টের মাধ্যমে ব্যাকলিংক তৈরি করা যায় বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আপনি কমেন্ট লিখবেন এবং

সেখানে দেখতে পারবেন কমেন্ট করার জন্য অবশ্যই আপনার ওয়েব সাইটের লিংকটি সেখানে দিতে হচ্ছে

এবং সেখান থেকে আপনি একটি ব্যাকলিংক দিয়ে যাচ্ছেন কমেন্ট ব্যাক লিংকপ্রচুর পরিমাণে করা যায়

কিন্তু কমেন্ট ব্যাক লিংক খুব বেশি কাজে আসে না তারপরেও আপনার ওয়েবসাইট রেংকিং করানোর

জন্য অবশ্যই কমেন্টে আপনার ওয়েবসাইট গুলো ব্যাকলিংক তৈরি করতে হবে।

 সর্বশেষ আপনার ওয়েবসাইটটি আমার জন্য ওয়েবসাইটে কোয়ালিটি ফুল পোস্ট থাকতে হবে এবং সাথে

ওয়েবসাইটের ব্যাকলিংক তাহলে আপনার ওয়েবসাইটে গুগল এর ফার্স্ট পেজে চলে আসবে।

Leave a Comment