বৃদ্ধ বাবা মাকে নিয়ে লাইন । Bangla Old Parents Quotes.

বাবার কাছেই হাঁটতে শিখি, শিখি চলা-বলা, সারাটাদিন কাটত আমার জড়িয়ে তার গলা. বাবার হাতেই হাতে খড়ি, প্রথম পড়া-লেখা, বাবার চোখেই প্রথম আমার বিশ্বটাকে দেখা…আজকে বাবার চুল পেকেছে, গ্রাস করেছে জরা, তবু বুঝি বাবা থাকলেই লাগে ভুবন ভরা। বাবা এখন চশমা পড়েন, পার করেছেন আশি, তবু এখনও আগের মতনই. বাবাকে ভালবাসি…

বাবা মারা যাওয়ার পর ছেলে মা-কে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল.. কিছুদিন পরে সেখান থেকে ছেলেটির কাছে ফোন এলো,”তোমার মা খুব সিরিয়াস” ছেলেটি মাকে দেখতে এলো…দেখল মা মৃত্যুশয্যায়.. চোখে জল নিয়ে ছেলে মা কে জিজ্ঞাসা করল,”তোমার জন্যে আমি কি করতে পারি মা?” মা একটু হেসে বলল,”এই বৃদ্ধাশ্রমে আমার ঘরের ফ্যানটা খারাপ..একটা নতুন ফ্যান লাগিয়ে দাও এখানে..”

ছেলে অবাক হয়ে বলল,”এতদিন তুমি এখানে ছিলে,এতদিন কিছু বল নি,আর আজ যখন তোমার কাছে আর কয়েক ঘন্টা বাকি আছে তখন তুমি এরকম একটা অনুরোধ করছ..” মা বলল.”কারণ আমি তো এই গরমটা সহ্য করে নিয়েছি, কিন্তু যখন তোমার ছেলেরা তোমায় এখানে পাঠাবে ,তুমি এটা সহ্য করতে পারবে না..”

ভালবাসার জন্যে কখনো নিজের বাবা মা কে কষ্ট দিও না যেন! তোমার বাবা-মা তোমাকে জন্ম দিয়েছেন, তারা তোমার সব ছোটখাটো প্রয়োজনগুলো মিটিয়ে এসেছেন, তাদের প্রতি বিশ্বস্ত না থেকে তুমি এমন কারো কাছে বিশ্বস্ত হতে চাইছ যাকে তুমি কয়েক বছর হলো চিনেছ?

মা জননী চোখের মণি, অসীম তোমার দান., ঈশ্বরের পরে তোমার আসন আকাশের সমান.. ত্রিভুবনে তোমার মত হয়না কারো মান…

মায়েরাই হল প্রতিটি বাড়ির আসল কর্ত্রী ও শাসক…কারণ মায়েদের ছাড়া আমরা সকলেই অচল হয়ে পড়ি..সবদিকে খেয়াল রেখে যে বাড়িকে প্রকৃত অর্থে “বাড়ি” করে তোলে, সে-ই তো “মা”…

মিষ্টি ভালবাসা

সব পরিবারেই কিছু ব্যক্তিগত নিজস্ব সমস্যা থাকে, কিন্তু সেই সমস্যা সামলেও যাঁরা একসাথে থাকতে পারে,তারা পরিবারের মর্যাদা জানে…

সবার জীবনে এমন কিছু কষ্ট আছে যা সে মানুষটি ছাড়া কেউ বুঝবে না,, প্রেমিকা হারালে কিছু দিন পরে কষ্টে কাটার পর আবার নতুন করে অন্য একটি প্রেম করা পর সেই কষ্টটা সময়ের সাথে সাথে ভুলে থাকা যায়… কিন্তু পিতা-মাতার সাথে ঝগড়ার কষ্টটা কাউকে বলা যায় না এই কষ্টটা কতটা বিষাদময় যা কেউ বুঝবে না,,।

সময় বদলে যায় জীবনের সঙ্গে, জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে, সম্পর্ক বদলায় না আপনজনের সঙ্গে, খালি আপনজন বদলে যায় সময়ের সঙ্গে..

Leave a Comment