বিনিয়োগ ছাড়া আয় করুন মাসে ৩০ হাজার টাকা ঘরে বসে।

অনলাইন আয়:-

বিনিয়োগ ছাড়া আপনি ঘরে বসে আয় করুন মাসে  ৩০ হাজার টাকা। বর্তমানে অনলাইন ব্যবহার করেন না এবং সেখান থেকে বাড়তি কিছু

আয়ের চিন্তা করেন না, এমন লোক খুবই কমই পাওয়া যায়। আমরা যারা অনলাইন ব্যবহার করি, তাদের মধ্যে বেশিরভাগ লোকজনই ব্যস্ত

থাকি স্যোসাল মিডিয়ার ও  অ্যাপস নিয়ে কিংবা ইউটিউব এর মতো জনপ্রিয় ভিডিও শেয়ারিং মাধ্যম নিয়ে।কিন্তু অনেক মানুষ জানেন না

ছোট ছোট কিছু কাজ করে ইন্টারনেট থেকে বড় ধরণের আয় করা সম্ভব। আবার যারা জানেন তাদের মাঝে অনেকেই সঠিক প্রচেষ্টা এবং

সঠিকভাবে সময় ব্যবহার না করার কারণে আয় করতে পারেন না।

যে সমস্ত ছোট ছোট মাধ্যম থেকে ঘরে বসে আয় করা যায় সেগুলোর কয়েকটি বিষয় নিয়ে আজ আলোচনা করছি তাদের জন্য যারা আয়

করতে চাইছেন কিন্তু পারছেন না। এর জন্য আপনাকে দিনে কেবল ২ থেকে ৫ ঘন্টা সময় ইন্টারনেটে ব্যয় করতে হবে। আর সেটা সম্ভব হবে

 আপনার ইচ্ছা শক্তি আর অল্প কিছু অভিজ্ঞতার বদলে। আপনি চাইলে তা করতে পারবেন কিন্তু এর জন্য আপনার অনেক ধৈর্য্য প্রয়োজন।

তাহলে আসুন আলোচনা করা যাক।আপনি ঘরে বসে কোন কাজ করে আয় করতে পারেন।

Best Affiliate Marketing Site

Fiverr         Name cheap             Bluehost         Grammarly          Theme Forest.

formula desk.   SEMrush     Amazon Associatesithemes.

Hostgator.    Domain.com.

ব্লগিং করে আয়:

আপনি যদি অনলাইনে স্থায়ী, নির্ভরশীল এবং স্থিতিশীল কোন কাজ করতে চান, তাহলে সেখানে প্রথম সারিতে থাকবে ব্লগিং করা। ব্লগিং এমন

একটি কাজ যেটি আপনি পার্ট টাইম এবং ফুলটাইম করতে পারেন। প্রথমাবস্থায় আপনি যখন নিজেকে ব্লগিংয়ে যুক্ত করবেন তখন ব্লগিং বুঝতে

আপনার বেশ কিছু সময় দিতে হবে।আপনি যদি একবার কাজটা আয়ত্ব করতে পারেন তাহলে আপনি অনেক ফুল টাইম চাকুরিজীবির চেয়ে

অনেক বেশি সম্মানজনক আয় করতে পারবেন এই সেক্টর থেকে।

ঘরে বসে লেখালেখি করে আয়:

আপনি যদি ভাল লেখার করতে পারেন।তবে আপনি লেখা লেখি করে আয় করতে পারেন। অনলাইনে এ ধরনের প্রচুর কাজ আছে। আপনি

৫০০ শব্দের কন্টেন্ট এর জন্য ৫$ থেকে ১০$ আয় করতে পারেন। ব্লগ এবং ওয়েবসাইট, প্রুফরিডিং, একাডেমিক লিখন, কপিরাইট ইত্যাদি

লেখার মতো লেখার বিভিন্ন ধরনের কাজ রয়েছে। আপনি এগুলোর মধ্যে যেকোন বিষয় নিয়ে লিখতে পারেন।এ কাজ গুলো আপনি বিভিন্ন

ফিজার, আইউরিটার, ইল্যান্স, আপউভার, ফ্রিল্যান্সার প্রভৃতি ফ্রিল্যান্স সাইটগুলিতে পেতে পারেন। আপনি  সেখানে  সাইনআপ  করে আপনার

লেখার কাজ করতে পারেন।।

ঘরে বসে অ্যাড পড়ে আয়:

বর্তমানে লক্ষাধিক লোকের কাছে সবচেয়ে জনপ্রিয় কাজ হলো বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে অ্যাড ক্লিলিং কাজ। এই জবগুলোকে জনপ্রিয়

ওয়েবসাইটগুলোই সরবরাহ করে থাকে। এই সব জনপ্রিয় ওয়েব সাইট গুলোতে গিয়ে আপনার কাজ হবে কেবল অ্যাড ক্লিক করা এবং কয়েক

সেকেন্ডের জন্য সেই অ্যাডগুলো দেখা। আপনার বেশ কয়েকটি ওয়েবসাইটের ওপর গবেষণা এবং সেই ওয়েবসাইটগুলোকে পরীক্ষা করে দেখে

আপনাদেরকে বলতে পারি যে, ৫/৬ টি’র বেশি কোম্পানি যারা এই কাজগুলো দিয়ে থাকেন তারা তাদের এমপ্লয়িদেরকে শুধু্ উপযুক্ত সম্মানি

প্রদান করেন না বরং তারা চেষ্টা করেন সম্মানি সঠিক সময়েপ্রদান করতে। তাহলে দেরি না করে আপনিও হতে পারেন একজন অ্যাড রিডার

এবং এই সেক্টর থেকে ইনকাম করতে পারেন নিয়মিত। ঘরে বসে অ্যাড পড়ে আয় করার একটি বিশ্বস্ত ওয়েবসাইট হল পেইডভার্টস।

ঘরে বসে হন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট করে আয়:

বিশ্বজুড়ে লক্ষ লক্ষ লোক ভার্চুয়াল সহকারী (ভিএ) হিসাবে ঘরে থেকে কাজ করছে এবং সময় এবং দক্ষতার উপর নির্ভর করে ভাল আয় উপার্জন

করছে। ভার্চুয়াল সহকারী হিসেবে কাজ করার জন্য আপনি ভার্চুয়াল সহকারী হিসাবে কাজ করতে বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলিতে সাইনআপ

করতে পারেন এবং কাজ করতে পারেন এবং প্রতি ঘন্টায় $ 5- $ 10 (500 থেকে 1000 টাকা) চার্জ করতে পারেন। আপনার উল্লেখযোগ্য

দক্ষতা ও বাজেটের ভিত্তিতে লোকজন আপনাকে কাজ দেবে এবং আপনাকে উভয়ের মধ্যে নির্ধারিত হারের ভিত্তিতে আপনাকে অর্থ প্রদান করবে।

প্রয়োজন অনুযায়ী আপনি 2 ঘন্টা, 8 ঘন্টা বা দিন কাজ করতে পারেন।

ঘরে বসে জিপিটি জব করে আয়:

জিপিটি’র মিনিং হলো- গেট পেইড টু টাস্ক, টাকার বিনিময়ে কারো কাজ করে দেওয়া। জিপিটি  এবং অ্যাড রিডিং প্রায় কাছাকাছি ধরণের কাজ

কিন্তু কাজের ধরণে সামান্যতম কিছু পার্থক্য লক্ষ্য করা যায়।অনলাইনে খুঁজলে এ ধরণের কিছু বিশ্বস্ত ওয়েবসাইট পাবেন যারা তাদের মেম্বারদেরকে

এই ধরণের কাজ দিয়ে যাচ্ছেন। আপনি সহজেই সে-সব ওয়েবসাইট থেকে কাজ পেতে পারেন। কিন্তু কাজ পেতে হলে আপনাকে অবশ্যই

ওয়েবসাইটগুলোতে নিবন্ধন করতে হবে (সাইন আপ) করতে হবে।

ঘরে বসে অনলাইন জরিপ করে আয়:

ঘরে বসে অনলাইন সার্ভে করে অর্থ উপার্জন করতে পারেন। অনলাইন সার্ভেগুলো হলো হোমওয়ার্কার, পার্টটাইমার এবং ছাত্রদের জন্য অর্থ

উপার্জনের সবচেয়ে ভালো মাধ্যম। যে-সব সাইটগুলোতে ভালো জরিপ রয়েছে, আপনি সে-সব সাইটগুলোর সাথে নিবন্ধিত হতে পারেন এবং

বিভিন্ন জরিপ পূরণ করে অর্থ উপার্জন করতে পারেন।সুতরাং বন্ধুরা আপনি ঘরে বসে অনলাইন আয় করতে পারেন।কেও র্পাটটাইম বা

ফুলটাইম হিসাবে আপনি কাজটি করতে পারেন। কোন রকম ঝামেলা ছাড়াই। আপনি আয় করতে পারেন মাসে বেশ অনেক টাকা।

ভাল থাকবেন আজ পযর্ন্ত ।

আরো জানুন:- ই-কমার্স বলতে কি বুঝ ? কত প্রকার ও এর বৈশিষ্ট্য সর্ম্পকে আলোচনা কর ? পাট-১

Leave a Comment