ব্লগিং করে কি লাভ
আপনি বলতে পারেন ব্লগিং করে কি লাভ? ব্লগিং করলে লাভ তো আছেই কিন্তু এখানে আপনাকে আগে
ঠিক করতে হবে আপনি বাংলায় ব্লগিং করবেন না ইংরেজীতে। আপনি যদি বাংলায় ব্লগিং করেন তাহলে
লাভ আছে কিন্তু একটু কম। এতে আপনি ভাল একজন লেখক হতে পারেন এবং অনলাইন ভিত্তিক
সাংবাদিকতায় চান্স পেয়ে যেতে পারেন। এছাড়া ভার্চুয়াল জগতে আপনার নাম হবে যা আপনাকে ফেমাস
করে তুলতে পারে। আবার আপনার ব্লগ যদি নামকার হয়ে উঠে তাহলে বিভিন্ন কোম্পানির ( ক্লিকবিডি,
এখনি.কম, আজকেরডিল.কম ইত্যাদি) এডস আপনার ব্লগে দিয়ে প্রতিমাসে মোটামুটি কিছু টাকা আয়
করতে পারবেন।
এছারাও বিভিন্ন এডস কোম্পানিতো (গুগল এ্যাডসেন্স, ইনফোলিঙ্কস, ক্লিকসোর) আছেই। আসলে বাংলা
ব্লগের মাধ্যমে আয় করা একটু কঠিন। ব্লগিং আর আপনি যদি ইংরেজীতে ব্লগিং করেন তাহলে ভাল লেখক
হওয়া থেকে শুরু করে সুনাম এবং আয়ের রয়েছে ব্যাপক সম্ভাবনা। এখানে আপনি বিভিন্ন বিষয়ের উপর
ব্লগ লিখে বাহারি পনের বিজ্ঞাপন ( অনেক নামকরা ব্লগ ও সনামধন্য হলে) এবং বিভিন্ন নামকরা
অনলাইন এডস কোম্পানির (গুগল এ্যাডসেন্স, ইনফোলিঙ্কস, ক্লিকসোর) পাবলিশের মাধ্যমে প্রচুর টাকা
আয় করতে পারেন। এছারাও আছে এফিলিয়েশনের মাধ্যমে আয় । তবে ইংরেজী ব্লগিং থেকে আয় করতে
হলে যথেষ্ট অভিজ্ঞতার দরকার হবে কারন বর্তমানে অনেক অনেক ইংরেজী ব্লগ আছে অনলাইনে।
তাছাড়া অনলাইনের জনপ্রিয়তার সাথে সাথে মানুষ ব্লগিং এ খুব বেশি ঝুকে পড়ছে।
আরো পড়ুন:-
নেমচিপ কোম্পানির সেরা সব হোস্টিং প্যাকের দাম সর্ম্পকে আলোচনা
লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার
সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে
অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে
রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
ভাল থাকবেন।