ভূমিকা:
কেমন আছেন বন্ধুরা,ভাল নিশ্চয়ই। আজ আমি আলাপ আলোচনা করবো কিভাবে আপনি অনলাইন
থেকে ভিডিও, অডিও গান, মুভি, ওয়াজ ইত্যাদি যেকোন কিছু ডাউনলোড দিতে পারবেন।আমরা প্রায়
সকলেই জানি, যে কোন ধরনের গানের জন্য ইউটিউব হচ্ছে সেরা প্লাটফ্রম। কারণ বর্তমানে যেকোন
গান রিলিজ হয় এই ইউটিউবের মাধ্যমে । তাই সবার আগে আপনি এই ইউটিউবেই পাবেন সব ধরনের
নতুন গান। এখানে শুধু বাংলা গান নয় বিশ্বের সকল ধরনের গানই এখন রিলিজ হয় ইউটিউবে। তাই যে
কেউ ইউটিউবে পেতে পারেন সব ধরনের গান। কিন্তু একটি সমস্যা হলো ইউটিউবে কোন ডাউনলোড
করার সিস্টেম নাই। যত ক্ষন আপনি ইউটিউবে গান বা কোন ভিডিও দেখতে থাকবেন ঠিক ততক্ষণ
আপনার মেগাবাইট কাটতে থাকবে। যা অনেক খরচ সাপেক্ষ বিশেষ করে আমরা যারা মোবাইল সিম
নেটওর্য়াক ব্যবহার করি তাদের জন্য তো অনেক বেশি খরচের ব্যাপার।
তাই আমরা চাই অনলাইন থেকে আামাদের পছন্দের গান গুলো আমরা ডাউনলোড করে তা আমাদের
মোবাইল বা কম্পিউটারের মেমরিতে রেখে তার পর মেগাবাইট ছাড়া শুনতে, কিন্তু আমরা বেশির ভাগ
সময়ই একটা সমস্যায় পরি আর সেটি হলো আমরা কোন গানই ইউটিউব থেকে ডাউনলোড করতে পারি
না। অনলাইন থেকে ইউটিউবের মাধ্যমে কোন ভিডিও, মুভি অথবা MP3 গান ডাউনলোড দেওয়াটা
অনেক কষ্টকর । কারন গুগল সার্চ দিয়ে যেইসব সাইট পাওয়া যায়, বেশীর ভাগ এই থাকে না , থাকে
শুধু পপ-আপ বিজ্ঞাপন/Popup Ads। একটা ফাইল ডাউনলোড করলে দেখা যায় আরেকটা অ্যাপ
ডাউনলোড হয়ে গেছে। তাছাড়া নানা আডাল্ট বিজ্ঞাপন দেওয়া থাকে।
ফ্রি গান ডাউনলোড বিষয়ে আলোচনা :
আজ আমি নতুন কিছু সাইটের এ্যাপস সর্ম্পকে আলোচনা করবো।যার দ্বারা আপনারা খুব সহজে
ইউটিউব বা অনলাইন থেকে ভিডিও, মুভি অথবা MP3 গান ডাউনলোড করতে পারবেন।
আমাদের আশেপাশে অনেকেই রয়েছে যারা বাংলা গান খুব পছন্দ করে।তারা মাঝে মাঝে একটি সমস্যায়
পরে থাকে। তা হলো বাংলা গান ডাউনলোড করা নিয়ে সমস্যা। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা
জানেন না যে বাংলা গান কিভাবে ডাউনলোড করতে হয় ও কোথায় থেকে গান ডাউনলোড করতে
হয়।আর এর সমাধান হলো আপনাকে প্রথম বার মেগাবাইট খরচ করে আপনার মোবাইল কিংবা
কম্পিউটারের মেমরিতে গানটি ডাউনলোড করে শুনতে হবে। বাংলা গান ডাউনলোড করা একসময়
বেশ সহজ ছিল কারণ আগে প্রচুর ডাউনলোড সাইট ছিল। যার ফলে গুগলে সার্চ করার সাথে সাথেই
ভালো ভালো কিছু ওয়েবসাইট চলে আসত কিন্তু বর্তমানে বেশির ভাগ ভালো ভালো ডাউনলোড
ওয়েবসাইট গুলো বন্ধ হয়ে যাওয়ায় বেশির ভাগ মানুষই এখন অত সহজে বাংলা গান ডাউনলোড করতে
পারে না।
তাই আজ এই আর্টিকেলের মাধ্যমে সেরা 13টি ডাউনলোড ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিবো।
সেখান থেকে আপনি যে কোন ধরনের অডিও, ভিডিও গান ডাউনলোড করতে পারবেন। কোন রকম
ঝামেলা ছাড়াই।শুধু বাংলাই নয় সাথে হিন্দি ও ইংলিশ গান ও ডাউনলোড করতে পারবেন সেই সব
ওয়েবসাইট গুলো থেকে।
যেভাবে অডিও, ভিডিও গান ডাউনলোড করবেন:
বাংলা অডিও, ভিডিও গান ডাউনলোড পাশাপাশি হিন্দি ও ইংলিশ গান ডাউনলোড করতে আপনি নিচে
দেওয়া উপায় সমূহ ব্যবহার করতে পারেন।
1.InsTube সাইট :
আপনি যদি গান শুনতে ভাল বাসেন তবে আপনাদের এই অ্যাপটির বিষয়ে জানা দরকার। আমরা
আজকে এখানে আপনাদের এমন একটি অ্যাপের বিষয়ে বলব যেখানে আপনারা শুধু গান শুনতে আর
দেখতে পারবেন তা না এর সঙ্গে এখান থেকে গান একদম ফ্রিতে ডাউনলোড করতেও পারবেন।
** InsTube একটি ভিডিও আর মিউজিক ডাউনলোড অ্যাপ, যা অ্যান্ড্রয়েড ইউজার্সদের জন্য
পাওয়া যায় আর এটি আপনারা গুগলের প্লে স্টোরে পেয়ে যাবেন। আর আপনারা এর অফিসিয়াল
ওয়েবসাইট থেকে এটি এপিক ফাইল হিসাবে ডাউনলোড করতে পারবেন।
প্রথমে অ্যাপসটি ডাউনলোড করুন।
অ্যাপটি ডাউনলোড শেষ হলে এটি Install করুন।তারপর থেকে অ্যাপসটি কোন রকমের রেজিস্ট্রেশান ছাড়া আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন।
InsTube এ সাইটের নিয়ম কানুন খুব ভাল।
অ্যাপটিতে একটি ভিডিও লক ফিচার আছে, যা ব্যবহারকারীদের ডিভাইসে একটি প্রাইভেট লোকেশান ক্রিয়েট করার অনুমতি দিয়ে থাকে।
আপনি চাইলে আপনার ভিডিও এখানে রাখতে পারবেন ।
Instube অ্যাপস 25টি প্ল্যাটফর্ম সাপোর্ট দিয়ে থাকে । এখানে আপনারা 25টি প্ল্যাটফর্মে গান আর ভিডিও
ডাউনলোড করতে পারবেন। আর এর মধ্যে থেকে ফেসবুক, ইউটিউব, সাউন্ডলাইট, AOL, টুইট আর
অন্যান্য ওয়েবসাইট আছে।
এই অ্যাপের বেশ কিছু ফরমেট সাপোর্ট করে আর এর এ কারনে আপনারা আলাদা আলাদা ফরমেটের
গান আর ভিডিও ডাউনলোড করতে পারবেন। আর এর সঙ্গে আপনারা কিছু ফরমেটের ভিডিও
ডাউনলোড করতে পারবেন।
এখানে MP3,MP4, M4A আর 3GB আছে। এছাড়া 1280 পিক্সাল রেজিলিউশান পর্যন্ত ভিডিও ডাউনলোড করা যায়।
এই অ্যাপের স্পিড অনেক ভাল আছে।যার কারনে ফোনে বেশি স্পেস কভার করবে না। এই অ্যাপের
মাধ্যমে গান আর ভিডিও ডাউনলোড হবে খুব কম সময়ে। ফ্রিতে এই অ্যাপটি পাবেন এবং আমি আশা
করি গান শোনা ও দেখার সময় আপনাদের পছন্দ হবে।
2. Sumirbd.mobi সাইট :
বাংলা গান ডাউনলোড করার আর একটি জনপ্রিয় ও মানসম্মত সাইট হলো sumirbd.mobi এখানে
শুধু বাংলা গানই না আরো অনেক ধরনের গান দেখতে পাবেন গানই এই ওয়েবসাইটটিতে পাওয়া যায়।
** যেমন হিন্দি গান, কলকাতা বাংলা গান ,তামিল গান, ইংলিশ গান ইত্যাদি।
**এই সাইটের প্রধান বৈশিষ্ট হলো এটিও ভিজিটর ফ্রেন্ডলি।ভিজিটরদের তারা প্রচুর সুবিধা দিয়ে থাকে।
** সঠিকভাবে সব ধরনের গান নিয়মিত আপডেট দিয়ে থাকে এই সাইটটি।
**এই সাইট থেকে যে কেউ খুব সহজেই যে কোন ধরনের গান ডাউনলোড করতে পারে। কোন ধরনের
ঝামেলা ছাড়া তাই বেশ জনপ্রিয় বাংলাদেশের মানুষের কাছে। আপনিও ইচ্ছে করলে এই সাইট থেকে যে
কোন ধরনের গান ডাউনলোড করতে পারেন। বিশেষ করে বাংলা গানের আপডটে তারা খুব ভালো
দিয়ে থাকে।
**আপনার যদি মেগাবাইট কম থাকে তাহলে এই সাইটে তারা কয়েকটি কোয়ালিটির গান আপলোড করে
থাকে যার ফলে ভিজিটররা তাদের সুবিধা মত তাদের মেগাবাইট অনুযায়ী গান ডাউনলোড করতে
পারে।
3. FusionBD.Com সাইট :
বাংলা গান ডাউনলোড করার আর একটি সাইট fusionBD.com । এই ওয়েবসাইটে সব ধরনের
বাংলা গান সবার আগে পাবলিশ করে থাকে । এবং এই সাইটটি বাংলার মানুষের কাছে খুবই জনপ্রিয়
একটি ওয়েবসাইট ।
এই সাইটি বন্ধুত্বপূর্ণ সাইট সকল ভিজিটরদের জন্য।
এখানে আপনি যা ডাউনলোড করবেন তার সকল প্রকার ডাউনলোড এ ভিজিটরদের সর্বোচ্চ সুবিধা দিয়ে থাকে।যা অন্য কোন সাইটেই দেওয়া হয় না।
খুব সুন্দর করে সাজানো সাইটি যার ফলে একজন ভিজিটর খুব সহজেই তার প্রয়োজনীয় সকল কিছু এখান থেকে পেয়ে যায়।
বাংলা অডিও, ভিডিও গান ডাউনলোড খুব সহজেই ডাউনলোড করা যায়।
এছাড়া সাইটটিতে রয়েছে বাংলা গান, হিন্দি গান, ও কলকাতার বাংলা গান। এছাড়াও পুরোনো
দিনের অনেক গান আপনি এই সাইট থেকে ডাউনলোড করতে পারবেন।
এই সাইটের ডাউনলোড প্রক্রিয়াটি সব থেকে বেষ্ট।
এই সাইটে বেশি বিজ্ঞাপন নাই যার ফলে কোন কিছু ডাউনলোড করতে গেলে কোন বিজিটরকেই খুব
বেশি বিরক্তির মধ্যে পড়তে হয় না।
4. muzicbd.net সাইট:
muzicbd.net বিশেষ করে বাংলা গান ডাউনলোডের জন্য এই ওয়েবসাইটটি সেরা।
** কেউ যদি বাংলা গান পছন্দ করে থাকে ও বাংলা গান ডাউনলোডের জন্য সমস্যায় পড়ে থাকে তাহলে
তার জন্য একটা সমাধান হতে পারে এই সাইটটি।
**muzicbd.net তারা আপনাকে বাংলা গান ডাউনলোডের জন্য সর্বোচ্চ সুবিধা দিয়ে থাকে।
** আপনি খুব সহজে এই সাইট থেকে যে কোন বাংলা গান ডাউনলোড করতে পারবেন। কোন রকম
ঝামেলা ছাড়া ।
**আমি নিজেও এই সাইটাট ব্যবহার করি নতুন নতুন গান ডাউনলোড করার জন্য।
তাই আপনিও বাংলা গান ডাউনলোডের জন্য এই সাইটটিকেই ব্যবহার করতে পারেন।
5. gaana.com সাইট:
ভাল গান ডাউনলোড করে রাখার জন্য অন্যতম সেরা একটি ওযেবসাইট হলো gaana.com।
**এই সাইটে আপনি পাবেন সকল ধরনের বাংলা গানের আপডেট ।
**ডাউনলোড করতে পারবেন খুব সহজেই।তা আবার ফ্রিতে।
** কোন ধরনের সমস্যা নাই এ সাইটে। তাই এই সাইট থেকে আপনার ডাউনলোড করার সমস্যার
সমাধান হবে আশা করা যায়।
6. music.com.bd সাইট :
বাংলা গান ডাউনলোড করার জন্য আরো একটি সাইট হলো music.com.bd এই সাইট থেকে আপনি
যেকোন বাংলা গান ডাউনলোড করতে পারবেন খুব সহজে।
** কারণ এটিও খুব জনপ্রিয় একটি বাংলা গান ডাউনলোড ওয়েবসাইট।
**এই সাইটটি জনপ্রিয় হয়ে উঠার একটি প্রধান কারণ হলো এখানে খুবই সহজে ডাউনলোড করা যায়।
** যারা ইন্টারনেটে ডাউনলোড করতে পারে না তারা একবার দেখলে খুব সহজে তারা ডাউনলোড করতে পারবে।
** বাংলা গান ডাউনলোড করার জন্য এটিই সেরা ওয়েবসাইট।
**আপনি যদি বাংলা গান ডাউনলোড করা নিয়ে সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনা জন্য music.com.bd সাইটি হবে তার একমাত্র সমাধান।
আশা করি আপনারা সবাই এই সাইটি থেকে সব ধরনের বাংলা গান খুব সহজেই ডাউনলোড করতে পারবেন।
ইউটিউব থেকে বাংলা গান ডাউনলোড করার নিয়ম:
7.ToolsMash.Com সাইট:
ইউটিউব থেকে বাংলা গান ডাউনলোড করতে চাইলে আপনি ToolsMash.Com সাইট থেকে করত
পারেন। এখান থেকে খুব সহজে ডাউনলোড করা যায়।
**প্রথমে ToolsMash.Com সাইটে যান।
** সাইট উপর এ দেখবেন একটা সার্চ বক্স আছে, আপনার কাঙ্ক্ষিত ভিডিও অথবা অডিও এর নাম
লিখে সার্চ করুন।
** আপনার কাঙ্ক্ষিত ভিডিও এর লিস্ট চলে আসছে দেখতে পারবেন।
** এখন যেটায় ইচ্ছা, সেটায় খুলুন, দেখবেন নিচে আপনার ঐ ভিডিও এর ডাউনলোড লিংক চলে
আসছে। ডাউনলোড লিংক এ ভিডিওটির ফাইল সাইজ, ভিডিও কুয়ালিটি দেওয়া থাকবে। আপনার ইচ্ছা
মত ডাউনলোড করে নিন।
** যে ইউটিউব ভিডিওটি ডাউনলোড করতে চান তার নাম অথবা URL টি টুলসম্যাস এর সার্চ বক্সে
সার্চ দিন এবং আগের স্টেপ গুল ফলো করুন।
**সাইটটি থেকে আপনি যেকোন মোবাইল ফোন এর স্পেসিফিকেশন এবং বাংলাদেশে ফোনেটির দাম
জানতে পারবেন। যার জন্য সাইটের উপর এর Specs এ ক্লিক করুন। দেখবেন সব ফোন ব্রান্ড এর
লিস্ট চলে আসছে।
**সাইটটির কাজ এখনোও চলছে, খুব শিগ্রই অ্যান্ড্রোইড আপ এবং গেমস ডাউনলোড করার ওপশন
যোগ করা হবে।
8.http://keepvid.com :
এই ওয়েব সাইট এ গিয়ে ইউটিউব এর ভিডিও এর যে url address আছে সেটা কপি করতে হবে।
তারপর http://keepvid.com এই ওয়েবসাইটের যেখানে খালি জায়গা পাবেন আপনাকে সে box এ পেস্ট করতে হবে।
তারপর download বাটন ক্লিক করতে হবে.
তখন সেখানে কয়েকটা ডাউনলোডের অপসন দেখাবে তার মধ্যে আপনার যে ফরমেটটি দরকার বল মনে হবে সেই ফরমেটটি ডাউনলোড করলে হয়ে যাবে।
9.www.downloadhelper.net
প্রথমে আপনাকে যা করতে হবে তা হলো mozilla firefox এর জন্য extension ডাউনলোড করে নিতে হবে৷
তারপর youtube এ ভিডিও টি ওপেন করলেে আপনি download helper এর button দেখতে পাবেন৷
তারপর সেখানে ডাউনলোড এর option পাবেন৷তারপর আপনি ডাউনলোডের কাজ শুরু করতে পারেন।
youtube vedio ডাউনলোড করতে media player ব্যবহার করতে পারেন।
10.Internet Download Manager:
আপনি Internet Download Manager (IDM) 6.১৮ ব্যবহার করে ডাউনলোড করে দেখতে
পারেন. Internet Download Manager এর অফিসিয়াল সাইট থেকে আপনি এটি ডাউনলোড
করতে পারেন, আর এই লিংক থেকে লাইফটাইম ডাউনলোড করতে পারবেন।
11 .http://www.youtubebyclick.com/ :
আপনি FireFox and Chorme এর মাধ্যমে http://www.youtubebyclick.com/ সাইট
থেকে আপনার পছন্দ মতে গান,ভিডিও ইত্যাদি ডাউনলোড করতে পারেন। বিভিন্ন ফরমেটে Mp3
and Mp4 আপনি ডাউনলোড করতে পারেন.কোন
রকম সমস্যা ছাড়াই।
12. (http://tzonebd.com/) :
**প্রথমে আপনাকে atube catcher লিখে গুগলে সার্চ করে সফটওয়্যার টা নামিয়ে নিতে হবে।
** তারপর ইন্সটল করতে হবে।
** এখন শুধু লিঙ্ক পেস্ট করুন আর ডাউনলোড করুন মন মতন কোয়ালিটি তে… Free make ও ট্রাই করতে পারেন।
**যদি ডাউনলোড ম্যানেজার কাজ না করে তাহলে ব্রাউজার এর অ্যাড অন্স অ্যাড করে নিন।। দেখেন ভিডিও ডাউনলোড এর অ্যাড অন্স আছে।
13. www.ssyoutube.com সাইট :
**এই সাইটে আপনার কাঙ্খিত লিংক দিন।
**আপনি যে ভিডিও টি ডাউনলোড করতে চান সেই ভিডিও এর অ্যাড্রেস বার এ “www.youtube.
com/xyzhjvh” “.youtube” এর আগে “ss” লিখে “www.ssyoutube.com/xyzhjvh”
আপনি পছন্দমত ভিডিও কোয়ালিটি সিলেক্ট করে idm dea download করতে পারবেন। .
শেষ করার আগে আপনি যদি ইউটিউব থেকে গান ও ভিডিও ডাউনলোড করতে চান সেজন্য আপনাকে
যা করতে হবে তা হলো :
**ইউটিউব থেকে গান ডাউনলোড করার জন্য আপনাকে সবার প্রথমে যে গানটি ডাউনলোড করতে
চান তার নাম দিয়ে সার্চ করতে হবে।
** তারপর সেই গানটি খুজে পাওয়ার পর সেটি প্লে করতে হবে।
** গানটি প্লে করার পর আপনারা আপনাদের ব্রাউজারের উপরে সেই গানটির UrL দেখতে পাবেন ।
আপনাকে শুধু সেখানে একটু পরিবর্তন করতে হবে তাহলেই সেই গানটি আপনি ডাউনলোড করতে
পারবেন।
ধরুন https://www.youtube.com/watch?v=RWnFowWtT78 এটি একটি বাংলা গানে ইউটিবে url ।
এই গানটি আপনি ডাউনলোড করতে চান তাহলে আপনাকে এখানে শুধু একটু পরিবর্তন করতে হবে
আপনাকে youtube” এর আগে “ss” লিখে করে দিতে হবে। https://www.ssyoutube.com
/watch?v=RWnFowWtT78 এটি করে দিতে হবে তারপর ইন্টার প্রেস করলেই ডাউনলোড অবশন
পেয়ে যাবেন।
তারপর আপনি ডাউনলোড করতে পারবেন ।
হয়তো আমার লেখাটি বুঝতে আপনাদের কোন সমস্যা হয়নি । এখন আপনারা ইউটিউব থেকে
গান,ভিডিও সহজে ডাউনলোড করতে পারবেন।
আজ এ পর্যন্ত ভাল থাকবেন সকলে ।