বাংলাদেশ থেকে ওয়েব সাইট কেনার আগে জেনে নিন অতি প্রয়োজনীয় ১১ টি ফিচার সর্ম্পকে।

বর্তমানে আমাদের বাংলাদেশে অসংখ্য ডোমেইন এবং হোস্টিং কোম্পানি রয়েছে যারা কিনা ভালো

মানের ডোমেইন এবং হোস্টিং সেবা প্রদান করে থাকে। আবার এর মধ্যে অনেক হোস্টিং কোম্পানি

রয়েছে যারা কিনা হোস্টিং প্যাকেজ কিনার আগে নিজেদেরকে সেরা দাবী করলেও পরবর্তীতে দেখা যায়

তাদের সার্ভিস তুলনামূলক ভাবে অনেক খারাপ হয়ে থাকে। বিশেষ করে ব্যান্ডউইথ, আপটাইম, লোডিং

স্পিড, কাস্টমার সাপোর্ট ইত্যাদি বিষয় গুলোর ক্ষেত্রে সর্বদা সমস্যা লেগেই থাকে। তাই আপনি যদি নতুন

হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটি ভালো মানের হোস্টিং কোম্পানি বাছাই করা অনেক টা কঠিন

হয়ে দাড়ায়। ঠিক এই বিষয়গুলো মাথায় রেখে আজকে আমরা হোস্টিং কোম্পানি গুলোর অতি

প্রয়োজনীয় ১১ টি ফিচার নিয়ে আলোচনা করবো।

হোস্টিং কোম্পানি গুলোর অতি প্রয়োজনীয় ১১ টি ফিচার সর্ম্পকে আলোচনা:-

১) ইউজার কন্ট্রোল প্যানেলঃ

২) এক ক্লিকে ওয়েব অ্যাপ ইনস্টল:

৩) আনলিমিটেড ব্যান্ডউইথ, ইমেইল, সাবডোমেইন সহ সমস্ত প্লানঃ

৪) সার্ভার আপটাইম গ্যারান্টিঃ

৫) লাইফটাইম ফ্রি এসএসএলঃ

৬) ইজি ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম

৭) পিওর এসএসডি হোস্টিং অ্যান্ড স্পিড টেকনোলজিস

৮) সার্ভার আপগ্রেড সুবিধাঃ

৯) ২৪/৭ ফ্রেন্ডলি কাস্টমার সাপোর্টঃ

১০) ব্যাকআপ অ্যান্ড ইজি রিস্টোরেশনঃ

১১) মানি ব্যাক গ্যারান্টিঃ

হোস্টিং কোম্পানি গুলোর অতি প্রয়োজনীয় ১১ টি ফিচার

. ইউজার কন্ট্রোল প্যানেল চেক করুন:

কন্ট্রোল প্যানেল হলো অধিক গুরুত্বপূর্ণ একটি ফিচার। এটির মাধ্যমে আপনি সহজেই আপনার পছন্দের

ওয়েব সাইট নিয়ন্ত্রণ করতে পারবেন। তাই এমন একটি হোস্টিং কোম্পানি নির্বাচন করুন যারা মূলত

সার্ভিস প্রদান করে cPanel এবং Integrated Client Area থেকে যেটা অনেক Lightweight,

User-Friendly এবং সহজে ব্যবহারযোগ্য করতে পারবেন।

.এক ক্লিকে ওয়েব অ্যাপ ইনস্টল সুবিধা আছে কিনা :

একটি ভালো মানের হোস্টিং কোম্পানি অবশ্যই পপুলার প্রোগ্রামগুলো থাকে ( যেমন WordPress,

Magento, Joomla and Scripts) এ সব কোম্পানি 1 Click Auto Installer অফার করে

থাকে।তাই আগে চেক করুন আপনার হোস্টিং কোম্পানি এ ধরনের সহজ 1 Click ইন্সটলার অফার

করছে কী না। যদি 1 Click ইন্সটলার না করে থাকে তাহলে আপনি অন্য কোন হোস্টিং কোম্পানি

নির্বাচন করুন।

৩. পিওর এসএসডি হোস্টিং  অ্যান্ড স্পিড টেকনোলজিস আছে কিনা:

পিওর এসএসডি হোস্টিং (Pure SSD Hosting) এ আপনি পাবেন ২০ গুণ File Management

Experience যা আপনার ওয়েবসাইট লোডিং স্পিড বাড়িয়ে দিয়ে থাকে। তাই যেসব হোস্টিং

কোম্পানি পিওর এসএসডি হোস্টিং  সার্ভিস সুবিধা দেয় সে সমস্ত ভালো মানের হোস্টিং কোম্পানি

বাছাই করুন।

. আনলিমিটেড ব্যান্ডউইথ, ইমেইল, সাবডোমেইন সহ সমস্ত প্লান আছে কিনা:

এমন একটি হোস্টিং কোম্পানি সিলেক্ট করতে হবে যাদের প্রত্যেক প্যাকেজে আপনি সে ধরনের বাঁধা

ছাড়াই আনলিমিটেড ব্যান্ডউইথ, বিজিনেস ইমেইল, সাবডোমেইন ও আনলিমিটেড ডাটাবেজ তৈরি

করতে পারবেন। সুতরাং আপনি কেন লিমিটেড হোস্টিং কোম্পানির সার্ভিস ব্যবহার করে আপনার

ক্রিয়েটিভিটি কে সীমাবদ্ধ রাখবেন।

৫. ২৪/ ফ্রেন্ডলি কাস্টমার সাপোর্ট দেয় কিনা:

সকল হোস্টিং কোম্পানি গুলোই তাদের কাস্টমারদের সঠিক ও উন্নতমানের সেবা প্রদান নিশ্চিত করতে

নিজস্ব সাপোর্ট টিম ব্যাবহার করে থাকে। যার মাধ্যমে আপনি যে কোন সময় অর্থাৎ দিনে ২৪ ঘণ্টা,

সপ্তাহে ৭ দিন ও বছরে ৩৬৫ দিন, টিকিট অ্যান্ড অনলাইন নলেজ বেস অথবা ইমেইলের মাধ্যমে সর্বদা

টেকনিক্যাল হেল্প এবং সাপোর্ট পাবেন। এমন হোস্টিং কোম্পানি সিলেক্ট করুন ।

৬. ইজি ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম আছে কিনা:

একটি ভালো মানের হোস্টিং সার্ভারে ওয়েব বেসড ইজি ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে যা

ওয়েবসাইটকে অর্গানাইজ রাখার পাশাপাশি আপনার ওয়েবসাইটকে জাঙ্ক মুক্ত রাখবে। যার ফলে

আপনি সহজেই ফাইলগুলি কপি, স্থানান্তর, কম্প্রেস এবং আন কম্প্রেস করতে পারবেন।

৭. ব্যাকআপ অ্যান্ড ইজি রিস্টোরেশন আছে কিনা:

সফটওয়্যার জনিত কারনে হোক অথবা কোন মিসটেকের কারনে হোক, যে কোন সময় আপনার

ওয়েবসাইট টি ক্রাশ করতে পারে কিংবা সব ডাটা হ্যাক হয়ে যেতেও পারে। এজন্য প্রয়োজন ডাটা

ব্যাকআপ অ্যান্ড ইজিরিস্টোরেশন অপশন। যা একটি ওয়েবসাইটের জন্য অপরিহার্য। তাই এমন হোস্টিং

কোম্পানি সিলেক্ট করুন যারা কিনা ফ্রিতে এবং ডেইলি বেসিসে ফুল ব্যাকআপ অফার করে থাকে।

৮. লাইফ টাইম ফ্রি এসএসএল দেয় কিনা:

এমন হোস্টিং কোম্পানি বাছাই করুন যারা কিনা ডোমেইন কেনার সাথে সাথে বিনা মূল্যে আপনার

ওয়েবসাইটের জন্য লাইফ টাইম SSL ফ্রি দিয়ে থাকে।

৯.সার্ভার আপগ্রেড সুবিধা দেয় কিনা:

হোস্টিং কোম্পানি বেছে নেওয়ার সময় তাদের সার্ভার আপগ্রেড অপশন আছে কি না সেটার ব্যাপারে

নিশ্চিত হোন। তারপর সামনের দিকে এগিয়ে চলুন।

১০.মানি ব্যাক গ্যারান্টি দেয় কিনা:

বেশির ভাগ হোস্টিং কোম্পানি গুলো কম পক্ষে হলেও ৩০ দিন মানি ব্যাক গ্যারান্টি দেওয়ার পাশাপাশি

১৫ দিন ফ্রি ট্রায়াল পিরিয়ড দিয়ে থাকে। তাই এসব হোস্টিং সার্ভিস নেওয়ার পরে আপনি যদি তাদের

সার্ভিস পছন্দ না করেন অথবা ট্রায়াল পিরিয়ডের পর আপনি যদি হোস্টিং ক্যান্সেল করেন তাহলে তারা

ফুল মানি ব্যাক দেবে। এমন একটি হোস্টিং কোম্পানি বাছাই করুন যেটি কিনা কোনো ক্যান্সিলেশন ফি

ছাড়াই 100% মানি ব্যাক গ্যারান্টি অফার করে।

১১. কাস্টমার রিভিউস অ্যান্ড রিকমেন্ডেশন আছে কিনা:

একটি হোস্টিং কোম্পানি কেমন সার্ভিস দিচ্ছে সেটা তাদের কাস্টমারদের দেওয়া রিভিউস অ্যান্ড

রিকমেন্ডেশন দেখে অনেকটা বোঝা যায়। তাই কোন হোস্টিং সার্ভিস কেনার আগের অবশ্যই সেই

হোস্টিংকোম্পানির কাস্টমারদের রিভিউস অ্যান্ড রিকমেন্ডেশন গুলো এক নজরে দেখে নিন।

১২.সার্ভার আপটাইম গ্যারান্টি দিচ্ছে কিনা:

একটি ওয়েবসাইটের লোডিং স্পিড ঠিক রাখার ক্ষেত্রে ৯৯.৯৯ % সার্ভার আপটাইম অনেক গুরুত্বপূর্ণ।

তাই এমন হোস্টিং কোম্পানি সিলেক্ট করুন যারা আপনাকে সর্বদা ৯৯.৯৯ % সার্ভার আপটাইম

গ্যারান্টি প্রদান করবে।

উপরোক্ত প্রয়োজনীয় ফিচার গুলো যাচাই করার পর অবশ্যই হোস্টিং রিভিউ ও কন্ডিশন গুলো

মনোযোগ দিয়ে পড়ে নিবেন। এতে করে পূর্বে যারা ঐ সব হোস্টিং কোম্পানির সার্ভিস ব্যাবহার করেছে

সে সম্পর্কে খারাপ-ভালো উভয় মতামত ই পাবেন। যা আপনাকে সঠিক ও ভালো মানের হোস্টিং

কোম্পানি যাচাই করতে সাহায্য করবে। পাশাপাশি লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই  আপনার

বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না।

ভাল থাকবেন।।

Leave a Comment