ফেসবুকে সিপিএ মার্কেটিং করে আয় করতে চান তবে আমার এ পোষ্টটি মনোযোগ দিয়ে পড়তে হবে শেষ
পযর্ন্ত তাহলে আপনি ভাল ধারনা পাবেন কিভাবে আয় করা যায়।
ফ্রি বলতে আমি আপনাদের বুঝিয়েছি কিভাবে আপনি সিপিএ এর অফারগুলো ফ্রিতে শেয়ার করার
মাধ্যমে বেশি পরিমাণ ট্র্যাফিক জেনারেট করতে পারবেন। তবে জেনে রাখা ভাল যে, পেইড মেথডে
আপনি যে পরিমাণ ট্রাফিক জেনারেট করতে পারবেন, ফ্রি মেথডে ঠিক সেই পরিমাণ ট্রাফিক জেনারেট
করতে পারবেন না। কিন্তু ফ্রি বলে তো ফেলে দেয়া যায় না, বরং ঠিক মতো করতে পারলে আপনি এই
ফ্রি মেথড ইউজ করেই প্রচুর পরিমাণে ট্রাফিক জেনারেট করতে পারবেন।
ফেসবুকে সিপিএ মার্কেটিং এর ফ্রি মেথড:
এই আর্টিকেলে আমি আপনাদের জন্য লিখেছি কিভাবে ফেসবুকে ফ্রি মেথড ব্যবহার করে ট্রাফিক
জেনারেট করবেন। আপনারা চাইলে আরো অন্যান্য যে সকল সোশ্যাল মিডিয়া রয়েছে, সেগুলোতেও
প্রায় একই রকম পদ্ধতিতে সিপিএ মার্কেটিং করতে পারবেন।তবে আপনি ফ্রি অথবা পেইড যেভাবেই
অফার প্রমোট করতে চান না কেনো প্রথমেই আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে :-
আপনি কি ধরণের অফার নিয়ে কাজ করতে ইচ্ছুক আছেন?
কোন কোন দেশের মানুষের কাছে আপনার অফারগুলো পৌঁছাতে চান ?
যে অফারগুলো নিয়ে কাজ করবেন সেগুলো কি সব বয়সের মানুষের জন্য নাকি নির্দিষ্ট একটা বয়সের মানুষের জন্য?
অফারগুলো কি ছেলে-মেয়ে উভয়ের জন্য আছে?
আরো জানুন: Facebook থেকে টাকা আয় করবেন যেভাবে (ভিডিও আপলোড কোরে)
আপনি যেকোনো অফার নিয়ে কাজ করার আগেই আপনাকে উপরের বিষয়গুলো নিয়ে ভেবে নিতে হবে।
কারণ, এই কয়েকটি বিষয় আপনার মার্কেটিং-এ ব্যাপক প্রভাব ফেলবে। তাই ভালভাবে চিন্তা করে
তারপর সিদ্ধান্ত নিতে হবে। ফেসবুকে আপনি চাইলে অনেকভাবে ফ্রি মেথড ব্যবহার করে আপনার
অফারগুলো প্রমোট করতে পারবেন, তা হলো:-ফেসবুক গ্রুপের মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে,
ফেসবুক অ্যাকাউন্ট করার মাধ্যমে।
কিভাবে ফেসবুক গ্রুপে সিপিএ মার্কেটিং করবেন:
1.প্রথমে আপনি কোন অফার নিয়ে কাজ করতে চান সেটি আগে সিলেক্ট করুন।
2.জানা প্রয়োজন অফারটি কোন দেশের মানুষের জন্য প্রযোজ্য সেটি জানলে ভালো হয়।
মনে করুন, আপনি যে অফারটি নিয়ে কাজ করছেন সেটি ফ্রান্স মানুষের জন্য। এখন আপনি একটি
ফেসবুক গ্রুপ তৈরি করলেন যেখানে সব মানুষ বাংলাদেশী। তাহলে এই গ্রুপে আপনি আপনার অফারটি
শেয়ার করলেও আপনার কোনো লাভ হবে না। তাহলে আপনাকে এমন একটি গ্রুপ তৈরি করতে হবে
যেখানে সব ফ্রান্স মানুষ থাকবে। তাহলেই আপনি অফারটি শেয়ার করার মাধ্যমে লাভবান হবেন।
আরো পড়ুন: Facebook কে অযথা সময় ব্যায় না করে আয় করুন ।
3.এখন এমন একটা গ্রুপ আপনাকে তৈরি করতে হবে যেন আপনি ফেসবুক থেকে হেল্প নিতে পারেন।
আপনাকে আগে এমন সব ফ্রেন্ড আপনার লিস্টে অ্যাড করতে হবে যারা সবাই ফ্রান্স থাকে।
এখানে অন্য কোনো দেশের মানুষ থাকবে না। তারা কোন কোন গ্রুপে অ্যাড আছে তা আপনাকে জানতে
হবে। তারপর তাদেরকে আপনার এই গ্রুপে অ্যাড করতে হবে। এভাবে আপনি আপনার গ্রুপে মেম্বার
সংখ্যা বাড়াতে পারবেন।
ফেসবুক পেজে সিপিএ মার্কেটিং করবেন যেভাবে:
ফেসবুক গ্রুপের মতো ফেসবুক পেইজের মাধ্যমেও আপনি যদি মার্কেটিং করতে চান,
1.তাহলে আপনাকে বিভিন্ন অফারের জন্য আলাদা আলাদা পেইজ তৈরি করতে হবে।
2.যেখানে এমন সব মানুষ থাকবে যাদের জন্য মূলত এই অফার।
3.এখানে আমি আপনাকে একটি ভালো টিপস্ দিতে পারি। ফেসবুকে আপনি যখন কোনো পোস্ট টাকা
দিয়ে বুস্ট করতে যাবেন তখন আপনার কাছে এমন কিছু প্রশ্ন জানতে চাওয়া হবে, যেমন- আপনার এই
অফার কোন দেশের মানুষের জন্য, কত বয়সের মানুষের জন্য, শুধু কি ছেলেদের জন্য নাকি শুধু
মেয়েদের জন্য বা উভয়ের জন্য। এই প্রশ্নগুলোর উত্তর দিলে আপনাকে ঠিক এমন কিছু পেইজ দেখাবে যে
পেইজগুলোতে ঠিক এই মানুষগুলোই এক্টিভ আছে।
আরো জানুন: কিভাবে আয় করবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হয়ে।
4.এতে করে আপনার লাভ হলো আপনি এই পেইজগুলোতে গিয়ে সেখান থেকে তাদেরকে আপনার পেজে
ইনভাইট করতে পারবেন।
আমি আপনাদের যে প্রসেসের কথা বললাম সেটা করতে আপনাকে কোনো পোস্ট বুস্ট করতে হবে না।
শুধু বুস্ট করার জন্য কয়েকটি ধাপ এগিয়ে যাবেন। তাহলেই আপনারা দেখতে পাবেন যে আপনার
কাঙ্ক্ষিত ট্র্যাফিক কোন কোন পেইজে আছে। এভাবেই আপনি ফেসবুক পেইজের মাধ্যমে মার্কেটিং করতে
পারবেন একদম ফ্রিতে।
ফেসবুক অ্যাকাউন্টে সিপিএ মার্কেটিং করবেন যেভাবে:
সিপিএ মার্কেটিং এর ফ্রি মেথডটি পড়ে অবশ্যই এটা বুঝতে পেরেছেন যে, ফ্রিতে মার্কেটিং করতে হলে
আপনাকে অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কারণ আপনি তো আর একই দেশের অফার নিয়ে
কাজ করবেন না। বিভিন্ন দেশের বিভিন্ন অফার নিয়ে আপনি কাজ করবেন। তাই আপনার অবশ্যই
অনেকগুলো অ্যাকাউন্ট থাকতে হবে ফেসবুকে।
তাছাড়া আপনি অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে ম্যাসেঞ্জারেও মার্কেটিং করতে পারবেন।
ধরুন আপনার এমন একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে যেখানে চার হাজারের উপরে কানাডার ফ্রেন্ড
আছে। এখন আপনি চাইলে তাদের সাথে মেসেঞ্জারেও আপনার অফার শেয়ার করতে পারেন।
আরো জানুন: আয় করুন সোস্যাল মিডিয়া ওয়েবসাইট থেকে
তাছাড়া আপনার যদি কিছু ভালো বন্ধু হয়ে যায় তাহলে তো আর সমস্যাই নেই। আপনি আপনার
অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অফার নিয়ে এমনিতেও পোস্ট করতে পারবেন। অনলাইনে মার্কেটিং করার মূল
টিপস হলো ট্র্যাফিক জেনারেট করা। যে যত বেশি ট্র্যাফিক জেনারেট করতে পারবে তার তত বেশি
লাভ হবে। শুধু ফেসবুক নয়, আপনি চাইলে টুইটার, ইন্সটাগাম এগুলোতেও মার্কেটিং করতে পারেন।
আজ জানলেন ফেসবুকে সিপিএ মার্কেটিং করার ফ্রি মেথড।
তাহলে সিপিএ মার্কেটিং এর পেইড মেথড সম্পর্কে জানতে চাইলে চোখ রাখুন এই সাইটে। আর ফ্রি মেথড
নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানান। যদি লেখাটি আপনাদের ভালো লেগে
থাকে এবং সিপিএ মার্কেটিংয়ে আপনার একটু হলেও উপকার হয়, তাহলে শেয়ার করতে ভুলবেন না।
আজ এ পযর্ন্ত ভাল থাকবেন।