Fiverr Freelancer Site Join Now.
ফাইভার একাউন্টে খুললে যে বিষয় গুলো মেনে চলা দরকার:
১) আপনার নামটি সঠিক অথবা নিশ রিলেটেড নাম username হিসেবে ব্যবহার করতে হবে।
২) সিকিউরিটি কশ্চিন এ্যাড করতে হবে।
৩) প্রোফাইল পিকচার হিসেবে সিম্পেল এবং হাসি দেয়া এমন একটি ছবি আপলোড করতে হবে।
৪) নিজের সম্মন্ধে এবং কি সার্ভিস দেওয়া হবে সেটির একটি শর্ট ডিস্ক্রিপ্সন দেওয়া।
৫) সোশ্যাল সাইট এর প্রোফাইল এ্যাড করা।
Fiverr এ্যাকাউন্ট খোলার আগে আপনাকে অবশ্যই এগুলো মেনে চলতে হবে।
Read More:-
- Fiveer গিগের Impressions,Views এবং Clicks এর দ্বারা কি বোঝায়? Spandada-7
- Fiverr Gig Optimization করবেন কিভাবে ? Spandada-6
- Fiverr Gig কি? কিভাবে একটি Gig তৈরি করবেন? Spandada-4
- Fiverr Pro Seller বলতে কি বোঝায়? কিভাবে অ্যাপ্লাই করবেন? Spandada-14
- Fiverr Referral Program সম্পর্কে আলোচনা জেনে নিন।
- Fiverr এ কাজ করার সুবিধা ও অসুবিধা গুলো কি কি? Spandada-10
Fiverr একাউন্টে যে বিষয় গুলো এড়িয়ে চলা দরকার:
আপনি যদি Fiverr এ্যাকাউন্ট খুলে থাকেন। তবে আপনাকে যে বিষয়গুলো মেনে চলতে হবে।
১) নিজেকে আমেরিকান বা ব্রিটিশ সেলার বোঝানোর জন্য প্রক্সি ব্যবহার করা। এক্ষেত্রে কোনো দেশ নয় বরং কাজের যোগ্যতাই ঠিক করবে কত
টাকা আর্ন করা যাবে।
২) প্রাপ্ত অর্ডার গুলো নির্ধারিত সময়ের মধ্যে কমপ্লিট করতে না পারা।
৩) ইমেইল আইডি বা সরাসরি কন্টাক্ট করা যাবে এমন কোনো বিষয় শেয়ার করা।
৪) ব্যক্তিগত কোনো ইনফরমেশন দেওয়া যার কারনে একাউন্ট ব্যান্ড হয়ে যাবে।
৫) এমন কোনো গিগ ক্রিয়েট করা যে কাজ পারা যাবে না।
৬) একের অধিক ২টি একাউন্ট ক্রিয়েট করা।
এগুলো Fiverr রে কাজ করার সময় আপনার এড়িয়ে চলতে হবে। কারন আপনার কাজের স্বচ্ছতা যতো বেশি থাকবে। ততো আপনার কাজ
পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
Fiverr: অনলাইন এ কোন সময় থাকলে কাজ পাওয়া সম্ভবনা বেশী:
Fiverr যদি আপনি কাজ করতে চান। তবে আপনি রাতে অনলাইনে থাকলে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ আমাদের দেশে বেশির
ভাগ ক্লায়েন্ট USA এর সুতরাং timezone অনুসারে আমাদের এখানে যখন রাত তখন USAতে দিন, তাই রাতে অনলাইনে থাকলে কাজ পাওয়ার
সম্ভাবনা বেশি থাকে।
তবে দিনে পাওয়া যায় না এমন না, দিন ও অন্যান্য দেশের Client পাওয়া যাবে। সকালে বেশিরভাগ Client Knock করে থাকে যারা অফিসের
বাইরে পার্সোনালি কাজ করিয়ে নেয়। সাধারনত মাঝরাত থেকে সকালের দিকে একটিভ থাকলে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি ।
Fiverr Freelancer Site Join Site.
লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই
বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো
পর্যালোচনা করে রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
ভাল থাকবেন।