ফাইবার কি ? কিভাবে একটি ফাইবার একাউন্ট করবেন। Spandada-1

Fiverr সর্ম্পকিত আলোচনা:

কেমন আছেন সবাই,আশা করি ভাল আছেন? আজকে আমি আপনাদের সাথে একটি জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস Fiverr নিয়ে আলোচনা

করব। আমি Fiverr সম্পর্কে আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করব । আশা করি আপনারা আমার লেখাটি মনোযোগ দিয়ে পড়বেন।

আমরা নানা কাজে অযথা সময় ব্যায় করে থাকি। কিন্তু একটু সচেতন হলে আপনিও Fiverr থেকে মাসে অনেক অনেক ডলার আয় করতে

পারেন।

আরো জানুন:-

ফাইভার হল একটা অনলাইন মার্কেটপ্লেস। এখানে সেলার কোন একটি কাজের জন্য গিগ তৈরী করে। ওই গিগটি যদি কোন বায়ারের দরকার

হয় তাহলে গিগটা সে কিনবে। এভাবে ফাইভারে গিগ তৈরী করে আয় করা যায়। ফাইভার হলো একটি ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস। এখানে

সার্ভিসেস কিনা বেচা হয়। প্রত্যেক সার্ভিসের মূল্য কমপক্ষে ৫ ডলার।

যেহেতু এটি একটি অনলাইন মার্কেটপ্লেস সেহেতু এখানে অনলাইন এবং প্রযুক্তি ভিত্তিক বিভিন্ন সেবা বিক্রি করা হয়। ফাইভার এ যে কোন ধরনের সেবা

দিয়ে গিগ তৈরি করা যেতে পারে। সেটা হতে পারে একাউন্ট তৈরি করা থেকে শুরু করে সেই একাউন্টকে কম্পিলিট করা পর্যন্ত। এখানে কাজ করতে

হলে অবশ্যই কোনো কাজে দক্ষতা অর্জন করতে হবে।

যে কাজে পারদর্শী তেমন কিছু কাজ দিয়ে একাউন্ট সাজিয়ে রাখতে হবে যাতে বায়ারা সেটা দেখে আকষিত হয়। এটাকে ফাইভারের ভাষায় গিগ

বলে। গিগ যত আকর্ষনিয় হবে কাজের তত রিকুয়েস্ট তত আসবে। এইসব কাজ করে দিতে পারলেই ঘরে বসে আয় করা যায়।

Fiverr  বলতে কি বুঝ?

ফাইভার হ’ল একটি অনলাইন মার্কেটপ্লেস যা বিভিন্ন ধরণের পরিষেবা, কার্য এবং মিনি-জব সরবরাহ করে। ২০১০ সালে প্রতিষ্ঠিত। সহজ ভাষায়,

ফাইভার হচ্ছে একটি বেচা কেনা করার মার্কেটপ্লেস যেখানে আপনি একটি প্রোডাক্ট বিক্রি করবেন আর একজন বায়ার সেটি আপনার কাছ থেকে

কিনবে। যেহেতু এটি একটি অনলাইন মার্কেটপ্লেস সেহেতু আপনি এখানে অনলাইন এবং প্রযুক্তি ভিত্তিক বিভিন্ন সেবা বিক্রি করে পারবেন।

ফাইভারের লক্ষ্য এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম সরবরাহ করা যেখানে ফ্রিল্যান্সাররা তাদের উপলভ্য ডিজিটাল পরিষেবাগুলির বিজ্ঞাপন এবং

তালিকাবদ্ধ করতে পারে। ফাইভার এ সারা বিশ্বের অনেক বায়াররা বিভিন্ন ধরনের কাজ দিয়ে থাকে। এখানে অনুবাদের কাজ থেকে শুরু করে

গ্রাফিক্স ডিজাইন, এসইও এবং অন্যান্য কাজ পাওয়া যায়।

আরো জানুন:-

প্রাথমিকভাবে সহজে কাজ পাওয়ার জন্য নুতন ফ্রিল্যান্সারদের জন্য ভিন্ন ধারার সেরা অনলাইন মার্কেটপ্লেস ফাইভার। ফাইভার ইতিমধ্যে অত্যন্ত

জনপ্রিয় মার্কেটপ্লেস হিসেবে সবার কাছে পরিচিত হয়ে উঠেছে। এ মার্কেটপ্লেসে গিগ এর রেট ৫ ডলার দেখে অনেকে কাজ করতে কম উৎসাহিত হয়।

আসলে বিষয়টি ঠিক এরকম না। এ মার্কেটপ্লেসে কাজ করে অনেকে প্রতিমাসে গড়ে ১৫০০ ডলারের বেশীও আয় করছেন।

এখানে বায়ার নয়, বরং ফ্রিল্যান্সাররাই কাজের অফার টিউন করে থাকে এবং বায়ার উক্ত অফার কিনে নেয়। এখানে প্রতিটি অফার বা কাজকে

গিগ বলা হয়। প্রতিটি অফার বা গিগ এর মূল্য মাত্র ৫ ডলার হওয়ায় গিগগুলো দ্রুত সেল হয়ে থাকে। এজন্য দেখা যায়, অনেকেই যারা আপওয়ার্ক,

ফ্রিল্যান্সার এ সুবিধা করতে পারছেন না, কিন্তু ফাইভার থেকে ভাল আয় করছেন।

Fiverr এ্যাকাউন্ট কিভাবে খুলবেন?

Fiverr  এ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে যা যা করতে হবে সে বিষয়ে আলোচনা করবো । আমি ধাপে ধাপে বলবো আপনি কিভাবে Fiverr  

এ্যাকাউন্ট। আসুন এবার দেখে নেওয়া যাক কিভাবে একটা প্রোফেশনাল ফাইবার একাউন্ট করা যায়।

১.প্রথমে www.fiverr.com  এ প্রবেশ করতে হবে।

2. www.fiverr.com এ প্রবেশ করার পর নিচের মত একটা পেজ আসবে। পেজের উপরের দিকে দেখেন join লেখা আছে।

এখানে  ক্লিক করতে হবে।

 ৩.ক্লিক করার পর নিচের মোট একটা পপ-আপ পেজ আসবে। ওই খানে আপনি আপনার যে মেইলটা দিয়ে ফাইবার একাউন্ট করতে চান ।

সেটা বস্ক এ বসিয়ে দিন এবং Continue বাটনে ক্লিক করতে হবে।

৪.অথবা আপনি আপনার ফেজবুক, টুইটার ,গুগল প্লাস দিয়ে ও fiverr এ্যাকাউন্ট করতে পারবেন এই অপশন গুলো ও আপনি পপ আপ বস্ক

এর নাইস পাবেন।

 

৫.Continue বাটনে ক্লিক করার পর নিচের মত আর একটা পপ আপ পেজ আসবে ওখানে আপনি আপনার User Name এবং Passwoed

বসিয়ে join বাটনে ক্লিক করুন।

৪.এরপর আপনার ইমেইল এ একটা কনফার্ম মেসেজ যাবে ম্যাসেজটা খুলবেন এবং Active Your Account লেখা আছে দেখবেন সেখানে

ক্লিক করুন

আরো পড়ুন:-

৫.আপনার ফাইবারে এ্যাকাউন্টটা একটিভ হয়ে গেছে, এর পর আপনার প্রোফাইল এডিট করতে হবে কারন আপনার প্রোফাইল যদি ভাল না থাকে

তা হলে বায়ারের থেকে কাজ পাবার আশা ছেড়ে দিতে পারেন,কারন আপনি যত ভাল কাজ পারেন না কেন বায়ার কিন্তু আগে আপনার কাজ দেখবে

তাই আপনারকে অবশ্যই আপনার প্রোফাইলটা প্রফেশনাল মানের করতে হবে.

৬.প্রোফাইল এডিট করার জন্য প্রথমে আপনার User Name এর উপর ক্লিক করুন তারপর Satting এ ক্লিক করার পর Publice Profile

Satting এ যান।

৭.তারপর নিচের মত একটা পেজ আসবে ওই খানে আপনি আপনার একটা ফরমাল প্রোফাইল পিকচার দিন, যদি ছবিটা হাসি হাসি মুখের হয় তাহলে

সব থেকে ভাল হয়

৮.তারপর বাকি অপশন গুলো একে এক পূরন করতে হবে তারপর save change ক্লিক করুন।

৯.এর পর আবার আপনার user name এর উপর ক্লিক করুন তারপর satting এ ক্লিক করার পর my profile এ যান। এর পর নিচের মত

একটা পেজ আসবে ওখান থাকে edit discription ক্লিক করে আপনি আপনার মত করে লিখুন। বাকি নিচের অপশন গুলা যদি থাকে তাহলে

add করুন। এর পর সেভ করুন।

ব্যাস হয়ে গেল আপনার একটা ফাইবার এ্যাকাউন্ট এখন এটাকে সুন্দর করার দায়িত্ব কিন্তু আপনার,প্রোফাইল যত প্রফেশনাল হবে তত বায়ারের

দৃষ্টি পড়বে লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য।

তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত

গুলো পর্যালোচনা করে রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।

ভাল থাকবেন।

Leave a Comment